চোটের কারণে নেই লিওনেল মেসি। ফলে আক্রমণভাবে পরিবর্তন আনতে বাধ্য হয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। আর এই পরিবর্তন নিয়ে শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এল সালভাদরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এখন প্রশ্ন হচ্ছে মেসিবিহীন আর্জেন্টিনার নায়ক হবেন কে?
আর্জেন্টিনার স্কোয়াডে স্ট্রাইকার হিসেবে আছেন দুজন। অভিজ্ঞ লাওতারো মার্তিনেজের সঙ্গে লড়াইটা হবে তরুণ তুর্কি হুলিয়ান আলভারেজের। এই দুই স্ট্রাইকার ইন্টার মিলান ও ম্যানচেস্টার সিটির হয়ে গোল পেলেও স্কোরখরায় ভুগছেন জাতীয় দলের জার্সিতে।
২০২৩ সালে আন্তর্জাতিক ফুটবলে গোলের দেখা পাননি কেউ। দরজায় কড়া নাড়ছে কোপা আমেরিকা। ফলে দুই স্ট্রাইকারের গোলখরা ভাবাচ্ছে আর্জেন্টাইন টিম ম্যানেজমেন্টকে।
স্ট্রাইকার হিসেবে না খেললেও আর্জেন্টিনার বেশির ভাগ গোলের পথ তৈরি করতে মেসি। এই যেমন কাতার বিশ্বকাপে দলের পক্ষে সর্বোচ্চ ৭ গোল এসেছে ইন্টার মায়ামি তারকার কাছ থেকে। অথচ বিশ্ব আসরে গোলের দেখা পায়নি নিয়মিত স্ট্রাইকার হিসেবে মার্তিনেজ।
বিশ্বকাপের আগে হন্ডুরাসের বিপক্ষে প্রথম গোলটি করেছিলেন তিনি। এরপর আর্জেন্টিনার জার্সিতে ১৫ ম্যাচে ৬৫২ মিনিট মাঠে থেকেও গোলের দেখা নেই তার। অথচ ক্লাব ফুটবলে দারুণ ছন্দে আছেন মার্তিনেজ। ইন্টার মিলানের জার্সিতে চলতি মৌসুমে ৩৭ ম্যাচে গোল করেছেন ২৬টি।
মার্তিনেজের মতোই জাতীয় দলের জার্সিতে দীর্ঘদিন ধরে গোলখরায় ভুগছেন আলভারেজ। আর্লিং হলান্ডের পর ম্যানসিটিতে দ্বিতীয় স্ট্রাইকার হিসেবে খেলেন তিনি। চলতি মৌসুমে ৪২ ম্যাচে ১৬ গোল করার পাশাপাশি ১৩টি অ্যাসিস্ট তার। অথচ ২৪ বছর বয়সী এই স্ট্রাইকার দেশের জার্সিতে টানা ১০ ম্যাচে গোলহীন।
যদিও কাতার বিশ্বকাপটি স্বপ্নের মতো কাটিয়েছেন এই তরুণ তুর্কি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ড ও শেষ ষোলোয় অস্ট্রেলিয়ার বিপক্ষে গোল করেন তিনি। এ ছাড়া সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টি আদায়ের পাশাপাশি গোলও করেছেন তিনি।
কিন্তু বিশ্বকাপের ফ্রান্সের বিপক্ষে ফাইনাল থেকে জাতীয় দলের জার্সিতে সবশেষ ১০ ম্যাচে গোল পাননি আলভারেজ। ইনজুরির কারণে স্কোয়াড নেই দলের প্রাণ ভোমরা মেসি। একই সঙ্গে গোলখরায় ভুগছেন দুই স্ট্রাইকার।
শনিবার এল সালভাদরের বিপক্ষে ম্যাচ খেলার তিনদিন পর কোস্টারিকার মুখোমুখি হবে আর্জেন্টিনা। দুই ম্যাচেই হয়তো এক সঙ্গে একাদশে দেখা যাবে মার্তিনেজ-আলভারেজকে। এই গোলখরা কাটিয়ে নায়ক হওয়ার সুযোগ দুজনের সামনে। এতে কোপার আগে স্বস্তি ফিরবে আর্জেন্টাইন শিবিরে।
মন্তব্য করুন