শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৪, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বিদায়ী ম্যাচে স্টেডিয়াম ভর্তি সমর্থকদের বিয়ার খাওয়ালেন রয়েস

খেলা দেখতে আসা সকল দর্শকের জন্য বিয়ার কিনেছিলেন রয়েস। ছবি : সংগৃহীত
খেলা দেখতে আসা সকল দর্শকের জন্য বিয়ার কিনেছিলেন রয়েস। ছবি : সংগৃহীত

গতকালই যে ক্লাবের হয়ে পুরো ফুটবল ক্যারিয়ার খেলেছেন সেই জার্সি আর ক্লাবকে বিদায় বলে দিয়েছেন জার্মান তারকা মার্কো রয়েস। বুন্দেলিগার ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ডে এক যুগ ধরে খেলার পর অবশেষে ডর্টমুন্ড ক্যারিয়ারের ইতি টানলেন রয়েস। ডর্টমুন্ডের মাঠ সিগনাল ইদুনা পার্কে নিজের শেষ ম্যাচে তিনি ভক্তদের মন জয় করে নিয়েছেন। পুরো স্টেডিয়াম ভর্তি বুরুশিয়া ভক্তদের জন্য বিয়ার কিনে দিয়েছেন তিনি।

শনিবার (১৮ মে) বুরুশিয়া ডর্টমুন্ডের কিংবদন্তি মার্কো রয়েস তার ক্লাবের হয়ে শেষ বুন্দেসলিগা খেলায় উপস্থিত প্রায় সকল ভক্তদের জন্য বিয়ার কিনেছেন। অবশ্য শুধু বিয়ার কিনে দিয়েই নয় ডর্টমুন্ডের মাঠে নিজের শেষ ম্যাচটি একটি গোল ও অ্যাসিস্ট করেও স্মরণীয় করে রাখলেন ৩৪ বছর বয়সী এই জার্মান।

রয়েসের এই উদ্যোগ অবশ্য পূর্ব পরিকল্পিত ছিল। তিনি বিয়ার কিনে দেওয়ার পরিকল্পনা সম্পর্কে জানান, “এটি পূর্ব পরিকল্পিত ছিল একেবারে নিখুঁত একটি পরিকল্পনা, আমি ডর্টমুন্ড সমর্থকদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি তার জন্য আমি অশেষ কৃতজ্ঞ।”

উল্লেখ্য ডর্টমুন্ডের মাঠ সিগনাল ইদুনা পার্কে রয়েসের শেষ ম্যাচে ৮১,০০০ এরও বেশি সমর্থক মাঠে উপস্থিত ছিল। যদিও সবাই আইনত বিয়ার পান করার বয়সের ছিল না তবে নিশ্চিতভাবেই অনেক সমর্থক তাদের বিদায়ী অধিনায়কের উদার প্রস্তাবের সুযোগ নিয়েছেন।

বুরুশিয়া ডর্টমুন্ড সোশ্যাল মিডিয়া এক্সে রয়েসের সই করা একটি নোট পোস্ট করে। যেখানে তিনি তার কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেন, “সবকিছুর জন্য ধন্যবাদ! বিদায় বিয়ার আমার তরফ থেকে” শেষে একটি হাসিমুখ একে তিনি লিখেন আপনাদেরর মার্কো।

রয়েস সিগনাল ইদুনা পার্কে নিজের শেষ পারফরম্যান্সে ৩৮তম মিনিটে একটি চমকপ্রদ ফ্রি কিক থেকে গোল এবং বুরুশিয়ার করা চার গোলের প্রথমটিতে অ্যাসিস্ট করেন। তাই সেক্ষেত্রে জার্মান এই তারকার জন্য নিখুঁত বিদায় ছিল এটি।

ডর্টমুন্ডের স্পোর্টিং ডিরেক্টর সেবাস্টিয়ান কেহল রয়েসের বিদায় সম্পর্কে বলেন, “আপনি এটি আর কোনো সুন্দরভাবে কল্পনা করতে পারবেন না তবে এটি একটি নিখুঁত বিদায় হবে যদি আমরা তাকে আবার দুই সপ্তাহের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের মুকুট দিতে পারি। সুতরাং এটি এখানে তার শেষ কাজ ছিল, তবে আমার বিশ্বাস আরেকটি আসতে চলেছে। আমরা ওয়েম্বলিতে একটি ভালো কিছুর আশা নিয়েই যাবো।”

ডর্টমুন্ড আগামী ১ জুন ওয়েম্বলি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে। রয়েস, যিনি ডর্টমুন্ডের সাথে দুবার জার্মান কাপ জিতেছেন এবং ২০১২ এবং ২০১৯ সালে ক্লাবের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। তিনি চাইবেন তার বর্ণাঢ্য ক্যারিয়ারে একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা যুক্ত করে ডর্টমুন্ডকে বিদায় বলতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার কবরে ১২ দলীয় জোটের ফুলেল শ্রদ্ধা

ইয়েমেনের হাদরামাউতে সংঘর্ষে এসটিসির আরও এক সদস্য নিহত

বিমান ভাড়া নিয়ন্ত্রণে অধ্যাদেশ জারি

ফয়েজ আহমদ তৈয়ব-এর ফেসবুক পোস্ট / এনআইআর চালুর পর ক্লোন ফোন নিয়ে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৪

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কসবায় দোয়া মাহফিল

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যাচাই-বাছাইয়ে গিয়ে ২ আ.লীগ নেতা গ্রেপ্তার

দেশের মানুষকে ভালো রাখার জন্য আমৃত্যু লড়েছেন খালেদা জিয়া : খায়রুল কবির

অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি ১ কোটি টাকা

প্রশাসন নিরপেক্ষ না থেকে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে : হাসনাত

১০

শরীয়তপুরে পুড়িয়ে হত্যাচেষ্টা / বাদী হয়ে বাবার মামলা, তৃতীয় দিনেও অধরা দুর্বৃত্তরা

১১

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর ‘টিকটক’, কনস্টেবল প্রত্যাহার

১২

‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’, বৈষম্যবিরোধী নেতার হুমকি

১৩

মাহমুদউল্লাহর ঝড়ো ক্যামিওতে রংপুরের দারুণ জয়

১৪

যে কারণে বাতিল হলো হামিদুর রহমান আজাদের মনোনয়ন

১৫

চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল জিম্বাবুয়ে

১৬

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

১৭

গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশের একমাত্র মাধ্যম নির্বাচন : কবির আহমেদ

১৮

সাকিবকে পিছনে ফেলে নতুন উচ্চতায় মুস্তাফিজ

১৯

অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

২০
X