কিলিয়ান এমবাপ্পে। নিঃসন্দেহে বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার। নিজের পারফরম্যান্স দিয়ে যেটা প্রমাণও করেছেন বারবার। দেশের হয়ে বিশ্বকাপ কিংবা নিজের ক্লাব পিএসজির হয়ে প্রায় সব শিরোপা জেতা, দলের সেরা ফুটবলার হিসেবে ভূমিকা রাখায় এমবাপ্পে যে একটা ভরসার নাম সেটা স্বীকার করতেই হবে।
এমবাপ্পে যে পিএসজি ছাড়ছেন সেটা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। রিয়াল মাদ্রিদের সঙ্গে তার সব কথা যে পাকাও হয়ে গেছে সেটা এখন সবাই বিশ্বাসও করেন। নতুন ক্লাবে যাওয়ার আগে পিএসজিকে এনে দিলেন আরও একটা শিরোপা। নিজের বিদায়ী ম্যাচে পিএসজি জিতল ফ্রেঞ্চ কাপ। অলিম্পিক লিওঁর সঙ্গে ম্যাচটা পিএসজি জিতে নিয়েছে ২-১ গোলে।
যদিও বিদায়ী ম্যাচে কোনো গোল আসেনি এমবাপ্পের পা থেকে। তারপরও সব আলো ছিল এমবাপ্পেকে ঘিরেই। খেলার আগে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ পিএসিজিতে এমবাপ্পেকে রাখার জন্য শেষ চেষ্টাটাও করেন। দফায় দফায় এমবাপ্পের সঙ্গে আলোচনা হয় ম্যাখোঁর। তবে সেই আলোচনা যে কোনো ফল দেয়নি সেটা ম্যাচ শেষেই বোঝা গেছে।
লুইস এনরিকে পিএসজির কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন সবে এক মৌসুম হলো। প্রথম মৌসুমেই দলটাকে ফ্রান্সের দুইটা ঘরোয়া শিরোপা এনে দিলেন তিনি। আর যেটা ফরাসি নতুন রেকর্ডও। এবার নিয়ে মোট ১৫ বার এই শিরোপাটা ঘরে তুললো পিএসজি।
অবশ্য এই ম্যাচের আগে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে । মাঠের বাইরে পিএসজি এবং লিওঁর সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সেখানে কোনো বড় ধরনের দুর্ঘটনা না ঘটলেও দুই দলের বেশকিছু সমর্থক আহত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ ঘটনার প্রতি নিন্দাও জানান ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ।
শোনা যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পরেই না কি এমবাপ্পেকে ক্লাবের ফুটবলার হিসেবে পরিচয় করিয়ে দেবে রিয়াল মাদ্রিদ। তবে সেটা ইউরোর আগেই হওয়ার সম্ভাবনা বেশি।
ফ্রান্সের জায়ান্ট ক্লাব পিএসজির হয়ে সাত বছরে ১৫টা শিরোপা জিতেছেন কিলিয়ান এমবাপ্পে। ছয়বার নির্বাচিত হয়েছেন ফ্রান্সের সেরা খেলোয়াড়। পিএসজির জার্সিতে সবচেয়ে বেশি গোলের রেকর্ডও এমবাপ্পের। তবে একটা আফসোস থেকেই যাবে। এই জার্সিতে চ্যাম্পিয়নস লিগ জিততে না পারা। সেজন্যই এমবাপ্পের গন্তব্যটা রিয়ালের দিকে। এবার দেখার বিষয় রিয়ালে এসে চ্যাম্পিয়নস লিগ জেতার আশাটা পূরণ হয় কি না।
মন্তব্য করুন