চার বছর আগে ইংল্যান্ডকে হারিয়ে ইউরো জয়ের পর সময়টা তেমন ভালো যায়নি ইতালির। ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী দলটি ইউরো জয়ের পর বিশ্বকাপ বাছাইয়ে ব্যর্থ হওয়ায় খেলতে পারেনি কাতার বিশ্বকাপেও। এমনকি এবারের ইউরোতে এসেছে প্লে অফের বাঁধা পেরিয়ে। তাই আজ্জুরিদের নিয়ে এবার আশা করার লোক খুব কম।
তবে যে কয়জন ভক্ত ইতালির খেলা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে তাদের জন্যই হয়তো আসরটিতে শুভ সূচনা করলো ২০২০ সালের চ্যাম্পিয়নরা৷
রোববার (১৬ জুন) বাংলাদেশ সময় রাত একটা শুরু হওয়া গ্রুপ 'বি'-এর ম্যাচে আলবেনিয়াকে ২-১ গোলে হারিয়েছে ইতালি।
জার্মানির ডর্টমুন্ডে হওয়া ম্যাচটিতে অবশ্য শুরুটা ভালো হয়নি জর্জিনহো-ব্যারেলাদের। ম্যাচের ২০ সেকেন্ড পার হতে না হতেই গোল খেয়ে বসে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আলবেনিয়াকে এগিয়ে দেন অ্যাটাকিং মিডফিল্ডার নাদিম বাজরামি।
গোল খেয়ে অবশ্য দমে যায়নি ইতালি। শুরুতে গোল খাওয়ার পরও নিজেদের স্বাভাবিক খেলাটি খেলে যান লুসিয়ানো স্প্যালেত্তির শিষ্যরা। গত বিশ্বকাপ না খেলা দেশটির হয়ে সমতাসূচক গোল করেন ডিফেন্ডার আলেজান্দ্রো বাস্তোনি
ম্যাচে সমতা আনার পর লিড নিতে পাঁচ মিনিট সময় নেয় ইতালি। ইন্টার মিলনের হয়ে সিরি-আ জয় করা নিকো বারেলার জোড়ালো শট এর উপর ভিত্তি করে লিড নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি। এরপর অবশ্য ম্যাচের প্রথমার্ধেই আরো দুটি বলার মত সুযোগ পায় আজ্জুরিরা। তবে সেখান থেকে গোল আদায় করতে পারিনি ইতালির ফুটবলাররা। ফলে ২-১ গোলে পিছিয়ে থেকে আলবেনিয়াকে হাফ টাইমের বিরতিতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।
ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল দিতে মরিয়া হয়ে ওঠে আলবেনিয়ার ফুটবলাররা। তবে আলবেনিয়া নয়, প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও গোলের সবচেয়ে ভালো সুযোগ আসে ইতালির কাছে। তবে দুর্ভাগ্যবশত গোল আসেনি।
উল্টো ম্যাচের শেষের দিকে আলবেনিয়া খেলায় প্রায় সমতা নিয়ে আসার কাছাকাছি চলে গিয়েছিল। বদলি হিসেবে নামা রেই মিনাজ ফাঁকা পেয়েও বল চালে জড়াতে পারেননি।
ম্যাচটিতে প্রায় প্রত্যেকটি ম্যাট্রিক্সে এগিয়ে ছিল ইতালি। তবে বল দখল, শটে এগিয়ে থাকলেও দুই গোলের বেশি আদায় করতে পারেনি ইতালি৷
ইতালির পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে শুক্রবার (২১ জুন) স্পেনের বিরুদ্ধে আর আলবেনিয়া নামবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে।
মন্তব্য করুন