স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ১১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

উইম্বলডনের তৃতীয় রাউন্ডে জোকোভিচ

নোভাক জোকোভিচ। ছবি : সংগৃহীত
নোভাক জোকোভিচ। ছবি : সংগৃহীত

উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে জ্যাকব ফার্নলেকে ৬-৩, ৬-৪, ৫-৭, ৭-৫ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন নোভাক জোকোভিচ। প্রথম রাউন্ডের মতো দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষকে সরাসরি সেটে উড়িয়ে দিতে পারেননি তিনি। যদিও প্রথম দুই সেট সহজে জিতে দাপুটে জয়ের ইঙ্গিত দিয়েছিলেন। তৃতীয় সেট জিতে ঘুরে দাড়ায় ফার্নলে। এরপর চতুর্থ সেটে পিছিয়ে পরেও জয় ছিনিয়ে নেন জকোভিচ। ৩ ঘণ্টার লড়াই শেষে জয় পেয়েছেন তিনি।

সার্বিয়ান তারকার মতোই উইম্বলডনের তৃতীয় রাউন্ডে উঠেছেন কার্লোস আলকারেজ। বুধবার (৩ জুলাই) রাতে অস্ট্রেলিয়ার আলেকজান্ডার ভুকিচকে ৭-৬, ৬-২, ৬-২ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে ওঠেন তিনি। সহজ জয় পেয়েছেন ড্যানিল মেদভেদেভও। নারী এককে জয় পেয়েছেন দ্বিতীয় বাছাই কোকো গফ। এবারের ফরাসি ওপেন জেতা আলকারেজের বিপক্ষে ভুকিচ দাঁড়াতে পারেননি।

উইম্বলডনে গতবার চ্যাম্পিয়ন হয়েছিলেন রাফায়েল নাদালের উত্তরসূরি আলকারেজ। এবারও সেই সম্ভাবনা জাগিয়ে তৃতীয় রাউন্ডে পা রাখলেন। বুধবার জেতার পর বলেন, ‘নিজের পারফরম্যান্স নিয়ে খুবই খুশি। প্রথম সেটটাই ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। সেটের জন্য ভুকিচ সার্ভ করছিল। আমি ব্রেক করলাম। তার পর দারুণ একটা টাইব্রেক খেলেছি। দ্বিতীয় এবং তৃতীয় সেটে নিজের খেলা অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলাম। সেটাই আমাকে খুশি করেছে।’

উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে ভুকিচকে হারিয়ে প্রতিশোধ নিলেন আলকারেজ। ২০২০ সালে ভুকিচ ফরাসি ওপেনের কোয়ালিফায়ারে হারিয়েছিলেন ১৭ বছরের আলকারেজকে। এরপর টেনিসের ইতিহাস বদলে গেছে। এরই মধ্যে তিনটি গ্র্যান্ডস্লাম জিতে নাদাল-ফেদেরারদের উত্তরসূরি হওয়ার ইঙ্গিত দিচ্ছেন আলকারেজ। বুধবার ভুকিচের বিপক্ষে মেরেছেন ৪০টি উইনার।

আলকারেজ সরাসরি সেটে জিতলেও রাশিয়ার মেদভেদেভ দাপটের সঙ্গে জিততে পারেনি। দ্বিতীয় রাউন্ডেই একটি সেট হারাতে হয়েছে তাকে। লড়াই করে শেষ পর্যন্ত আলেকজান্দ্রে মুলারকে ৬-৭, ৭-৬, ৬-৪, ৭-৫ গেমে হারিয়েছেন তিনি। তৃতীয় রাউন্ডে ওঠার পর মেদভেদেভ বলেছেন, ‘শারীরিকভাবে খুব কঠিন একটা ম্যাচ খেললাম। অ্যালেক্স ভালো খেলেছে। কিছু কিছু সময় ম্যাচটা হাতের বাইরে চলে যাচ্ছিল। ওর সঙ্গে তাল মেলাতে পারছিলাম না। একটা সেট এবং ব্রেকে পিছিয়ে ছিলাম। ঘাসের কোর্টে সেটা সহজ নয়। তার পরও ফিরে আসতে পেরে খুব খুশি।’

নারী এককে আমেরিকার কোকো গফ সরাসরি ৬-২, ৬-১ গেমে হারিয়েছেন রোমানিয়ার আনচা তোদোনিকে। বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে দেরি হয়েছিল। তবে শুরুর পর ম্যাচ শেষ হতে মাত্র ৬৬ মিনিট লেগেছে। উইম্বলডনের পুরুষ এককের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন অষ্টম বাছাই ক্যাসপার রুড। তাকে ৬-৪, ৭-৫, ৬-৭, ৬-৩ গেমে হারিয়েছেন ইতালির ফ্যাবিয়ো ফগনিনি। ফ্রান্সের উগো হামবার্ট ৭-৬, ৬-১, ৬-৩ গেমে হারিয়েছেন বোটিচ ফান ডে জান্ডশুপকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুষকাণ্ডে এবার জামায়াতের সেই আইনজীবীর সনদ স্থগিত

ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন, আলোচনা হবে যেসব ইস্যুতে

চাঁদাবাজির অভিযোগে ২ যুবককে গণপিটুনি

সেই তন্বীর বিরুদ্ধে লড়বেন জান্নাতুন নাহার

দুই বাসের ধাক্কায় প্রাণ গেল হেলপারের

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃত্যুতে সিইউজে’র শোক

রাজধানীর পান্থপথে দেয়াল ধসে নিহত ১

কালকিনিতে আনিসুর রহমান খোকন / মায়েদের পাশে থাকবে বিএনপি

দিনে কত কাপ চা খাওয়া উচিত, জানালেন বিশেষজ্ঞ

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস কেমন হবে, জানা গেল

১০

শান্ত-সৌম্যর বাদ পড়ার কারণ জানালেন গাজী আশরাফ

১১

বিএনপির সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

১২

‘এখন কাউকে ধরতে যৌক্তিক কারণ লাগে না, তবে সত্যের জয় হবে’

১৩

হাওরে নৌকা ডুবে নিখোঁজ ২

১৪

‘পৃথক সচিবালয় ছাড়া বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা অর্জন সম্ভব নয়’

১৫

রাতের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

১৬

বেসরকারি সংস্থায় চাকরি, বেতন ৩৮০০০ টাকা

১৭

চট্টগ্রামে শিল্পী সম্মিলন ও আর্ট ক্যাম্পে মিলন মেলা

১৮

যে কারণে এশিয়া কাপ দলে সোহান-সাইফ, জানালেন প্রধান নির্বাচক

১৯

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ কবে, জানালেন প্রশাসক

২০
X