সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ১১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

উইম্বলডনের তৃতীয় রাউন্ডে জোকোভিচ

নোভাক জোকোভিচ। ছবি : সংগৃহীত
নোভাক জোকোভিচ। ছবি : সংগৃহীত

উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে জ্যাকব ফার্নলেকে ৬-৩, ৬-৪, ৫-৭, ৭-৫ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন নোভাক জোকোভিচ। প্রথম রাউন্ডের মতো দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষকে সরাসরি সেটে উড়িয়ে দিতে পারেননি তিনি। যদিও প্রথম দুই সেট সহজে জিতে দাপুটে জয়ের ইঙ্গিত দিয়েছিলেন। তৃতীয় সেট জিতে ঘুরে দাড়ায় ফার্নলে। এরপর চতুর্থ সেটে পিছিয়ে পরেও জয় ছিনিয়ে নেন জকোভিচ। ৩ ঘণ্টার লড়াই শেষে জয় পেয়েছেন তিনি।

সার্বিয়ান তারকার মতোই উইম্বলডনের তৃতীয় রাউন্ডে উঠেছেন কার্লোস আলকারেজ। বুধবার (৩ জুলাই) রাতে অস্ট্রেলিয়ার আলেকজান্ডার ভুকিচকে ৭-৬, ৬-২, ৬-২ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে ওঠেন তিনি। সহজ জয় পেয়েছেন ড্যানিল মেদভেদেভও। নারী এককে জয় পেয়েছেন দ্বিতীয় বাছাই কোকো গফ। এবারের ফরাসি ওপেন জেতা আলকারেজের বিপক্ষে ভুকিচ দাঁড়াতে পারেননি।

উইম্বলডনে গতবার চ্যাম্পিয়ন হয়েছিলেন রাফায়েল নাদালের উত্তরসূরি আলকারেজ। এবারও সেই সম্ভাবনা জাগিয়ে তৃতীয় রাউন্ডে পা রাখলেন। বুধবার জেতার পর বলেন, ‘নিজের পারফরম্যান্স নিয়ে খুবই খুশি। প্রথম সেটটাই ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। সেটের জন্য ভুকিচ সার্ভ করছিল। আমি ব্রেক করলাম। তার পর দারুণ একটা টাইব্রেক খেলেছি। দ্বিতীয় এবং তৃতীয় সেটে নিজের খেলা অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলাম। সেটাই আমাকে খুশি করেছে।’

উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে ভুকিচকে হারিয়ে প্রতিশোধ নিলেন আলকারেজ। ২০২০ সালে ভুকিচ ফরাসি ওপেনের কোয়ালিফায়ারে হারিয়েছিলেন ১৭ বছরের আলকারেজকে। এরপর টেনিসের ইতিহাস বদলে গেছে। এরই মধ্যে তিনটি গ্র্যান্ডস্লাম জিতে নাদাল-ফেদেরারদের উত্তরসূরি হওয়ার ইঙ্গিত দিচ্ছেন আলকারেজ। বুধবার ভুকিচের বিপক্ষে মেরেছেন ৪০টি উইনার।

আলকারেজ সরাসরি সেটে জিতলেও রাশিয়ার মেদভেদেভ দাপটের সঙ্গে জিততে পারেনি। দ্বিতীয় রাউন্ডেই একটি সেট হারাতে হয়েছে তাকে। লড়াই করে শেষ পর্যন্ত আলেকজান্দ্রে মুলারকে ৬-৭, ৭-৬, ৬-৪, ৭-৫ গেমে হারিয়েছেন তিনি। তৃতীয় রাউন্ডে ওঠার পর মেদভেদেভ বলেছেন, ‘শারীরিকভাবে খুব কঠিন একটা ম্যাচ খেললাম। অ্যালেক্স ভালো খেলেছে। কিছু কিছু সময় ম্যাচটা হাতের বাইরে চলে যাচ্ছিল। ওর সঙ্গে তাল মেলাতে পারছিলাম না। একটা সেট এবং ব্রেকে পিছিয়ে ছিলাম। ঘাসের কোর্টে সেটা সহজ নয়। তার পরও ফিরে আসতে পেরে খুব খুশি।’

নারী এককে আমেরিকার কোকো গফ সরাসরি ৬-২, ৬-১ গেমে হারিয়েছেন রোমানিয়ার আনচা তোদোনিকে। বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে দেরি হয়েছিল। তবে শুরুর পর ম্যাচ শেষ হতে মাত্র ৬৬ মিনিট লেগেছে। উইম্বলডনের পুরুষ এককের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন অষ্টম বাছাই ক্যাসপার রুড। তাকে ৬-৪, ৭-৫, ৬-৭, ৬-৩ গেমে হারিয়েছেন ইতালির ফ্যাবিয়ো ফগনিনি। ফ্রান্সের উগো হামবার্ট ৭-৬, ৬-১, ৬-৩ গেমে হারিয়েছেন বোটিচ ফান ডে জান্ডশুপকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরদের কানে ধরে ওঠবস বিতর্ক, ব্যাখ্যা দিলেন ডাকসুর সর্বমিত্র

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে হুমকি

বিএনপির জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি : রিজভী

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

ইসিকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে হবে : রবিউল

ঢাবির মাঠে খেলতে আসায় কানে ধরালেন ডাকসুর সর্বমিত্র

১০

সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

১১

তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

১২

মাদুরোকে গ্রেপ্তারে মার্কিন অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস

১৩

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষ

১৪

কোনো কোনো দল বলছে আমরা নাকি মানুষকে ধোঁকা দিচ্ছি : তারেক রহমান

১৫

সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে কারা কর্তৃপক্ষের বক্তব্য 

১৬

স্বর্ণের দামে নতুন ইতিহাস, সোমবার থেকে কার্যকর

১৭

ডিবির জালে আটক মাদক সম্রাট স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল

১৮

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই : সালাহউদ্দিন

১৯

পাকিস্তানি সেনাদের সহযোগিতাকারীরা ভোটের জন্য এসেছে : মির্জা ফখরুল

২০
X