স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ১১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

উইম্বলডনের তৃতীয় রাউন্ডে জোকোভিচ

নোভাক জোকোভিচ। ছবি : সংগৃহীত
নোভাক জোকোভিচ। ছবি : সংগৃহীত

উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে জ্যাকব ফার্নলেকে ৬-৩, ৬-৪, ৫-৭, ৭-৫ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন নোভাক জোকোভিচ। প্রথম রাউন্ডের মতো দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষকে সরাসরি সেটে উড়িয়ে দিতে পারেননি তিনি। যদিও প্রথম দুই সেট সহজে জিতে দাপুটে জয়ের ইঙ্গিত দিয়েছিলেন। তৃতীয় সেট জিতে ঘুরে দাড়ায় ফার্নলে। এরপর চতুর্থ সেটে পিছিয়ে পরেও জয় ছিনিয়ে নেন জকোভিচ। ৩ ঘণ্টার লড়াই শেষে জয় পেয়েছেন তিনি।

সার্বিয়ান তারকার মতোই উইম্বলডনের তৃতীয় রাউন্ডে উঠেছেন কার্লোস আলকারেজ। বুধবার (৩ জুলাই) রাতে অস্ট্রেলিয়ার আলেকজান্ডার ভুকিচকে ৭-৬, ৬-২, ৬-২ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে ওঠেন তিনি। সহজ জয় পেয়েছেন ড্যানিল মেদভেদেভও। নারী এককে জয় পেয়েছেন দ্বিতীয় বাছাই কোকো গফ। এবারের ফরাসি ওপেন জেতা আলকারেজের বিপক্ষে ভুকিচ দাঁড়াতে পারেননি।

উইম্বলডনে গতবার চ্যাম্পিয়ন হয়েছিলেন রাফায়েল নাদালের উত্তরসূরি আলকারেজ। এবারও সেই সম্ভাবনা জাগিয়ে তৃতীয় রাউন্ডে পা রাখলেন। বুধবার জেতার পর বলেন, ‘নিজের পারফরম্যান্স নিয়ে খুবই খুশি। প্রথম সেটটাই ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। সেটের জন্য ভুকিচ সার্ভ করছিল। আমি ব্রেক করলাম। তার পর দারুণ একটা টাইব্রেক খেলেছি। দ্বিতীয় এবং তৃতীয় সেটে নিজের খেলা অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলাম। সেটাই আমাকে খুশি করেছে।’

উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে ভুকিচকে হারিয়ে প্রতিশোধ নিলেন আলকারেজ। ২০২০ সালে ভুকিচ ফরাসি ওপেনের কোয়ালিফায়ারে হারিয়েছিলেন ১৭ বছরের আলকারেজকে। এরপর টেনিসের ইতিহাস বদলে গেছে। এরই মধ্যে তিনটি গ্র্যান্ডস্লাম জিতে নাদাল-ফেদেরারদের উত্তরসূরি হওয়ার ইঙ্গিত দিচ্ছেন আলকারেজ। বুধবার ভুকিচের বিপক্ষে মেরেছেন ৪০টি উইনার।

আলকারেজ সরাসরি সেটে জিতলেও রাশিয়ার মেদভেদেভ দাপটের সঙ্গে জিততে পারেনি। দ্বিতীয় রাউন্ডেই একটি সেট হারাতে হয়েছে তাকে। লড়াই করে শেষ পর্যন্ত আলেকজান্দ্রে মুলারকে ৬-৭, ৭-৬, ৬-৪, ৭-৫ গেমে হারিয়েছেন তিনি। তৃতীয় রাউন্ডে ওঠার পর মেদভেদেভ বলেছেন, ‘শারীরিকভাবে খুব কঠিন একটা ম্যাচ খেললাম। অ্যালেক্স ভালো খেলেছে। কিছু কিছু সময় ম্যাচটা হাতের বাইরে চলে যাচ্ছিল। ওর সঙ্গে তাল মেলাতে পারছিলাম না। একটা সেট এবং ব্রেকে পিছিয়ে ছিলাম। ঘাসের কোর্টে সেটা সহজ নয়। তার পরও ফিরে আসতে পেরে খুব খুশি।’

নারী এককে আমেরিকার কোকো গফ সরাসরি ৬-২, ৬-১ গেমে হারিয়েছেন রোমানিয়ার আনচা তোদোনিকে। বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে দেরি হয়েছিল। তবে শুরুর পর ম্যাচ শেষ হতে মাত্র ৬৬ মিনিট লেগেছে। উইম্বলডনের পুরুষ এককের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন অষ্টম বাছাই ক্যাসপার রুড। তাকে ৬-৪, ৭-৫, ৬-৭, ৬-৩ গেমে হারিয়েছেন ইতালির ফ্যাবিয়ো ফগনিনি। ফ্রান্সের উগো হামবার্ট ৭-৬, ৬-১, ৬-৩ গেমে হারিয়েছেন বোটিচ ফান ডে জান্ডশুপকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃদ্ধ দম্পতিকে হত্যা

অ্যাক্রেডিটেশন বাতিল কেন? আইসিসির কাছে জবাব চেয়েছে বিসিবি

রোজা শুরুর আগে যে ১০ প্রস্তুতি নেওয়া জরুরি

রংপুর-১ আসনে জাতীয় পার্টির মঞ্জুম আলীর প্রার্থিতা বাতিল

মেট্রোতে ঝুলে জেল-জরিমানার কড়া হুঁশিয়ারি খেলেন বরুণ ধাওয়ান

প্রতিপক্ষ ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা হরণ হতে পারে : ইশরাক

তারেক রহমানের সিরাজগঞ্জ সফরের খবরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা

ওরির সঙ্গে বন্ধুত্ব ভাঙলেন সারা

জ্যাম বা জায়েদ খান নয়, কষ্ট একটাই আমি ঢাকা-৮ এর ভোটার : ফারিয়া

চাঁদাবাজ ও ধর্ম ব্যবসায়ীদের জনগণ রুখে দেবে : সাইফুল হক

১০

আমরা বিজয়ী হলেও কারও বিরুদ্ধে প্রতিশোধ নেব না : ডা. শফিকুর রহমান

১১

প্লাস্টিক চাল কি সত্য নাকি গুজব

১২

বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশে ভূমিধস, ২৩ সেনার মৃত্যু

১৩

৫ দিনের তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

১৪

উত্তরায় তারেক রহমানের জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিতি আশা মোস্তফা জামানের

১৫

কারা সদস্যরা কোনো স্বার্থান্বেষী রক্ষক নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা 

১৬

দক্ষিণ কোরিয়ার ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

১৭

হাঁটুসমান তুষারে ৭ কিলোমিটার হেঁটে নববধূকে ঘরে তুললেন যুবক

১৮

স্ত্রীসহ পিপলস ব্যাংকের চেয়ারম্যান আবুল কাশেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৯

নতুন পে-স্কেল বাস্তবায়নের সুযোগ এই সরকারের নেই : ফাওজুল কবির

২০
X