স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

হকি ফাইনালে ডাচদের সামনে জার্মানি

সেমিফাইনালে জয়ের পর নেদারল্যান্ডসের উল্লাস। ছবি : সংগৃহীত
সেমিফাইনালে জয়ের পর নেদারল্যান্ডসের উল্লাস। ছবি : সংগৃহীত

প্যারিস অলিম্পিকের পুরুষ হকির ফাইনালে জার্মানির মুখোমুখী হবে নেদারল্যান্ডস। টানটান উত্তেজনার সেমিফাইনালে জার্মানি ৩-২ গোলে ভারতকে হারিয়েছে। আরেক ম্যাচে ডাচদের সামনের দাঁড়াতেই পারল না স্পেন— ম্যাচ হেরেছে ৪-০ গোলে।

শুক্রবার (৮ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ব্রোঞ্জ পদকের লড়াইয়ে স্পেনের মুখোমুখী হবে আট বারের চ্যাম্পিয়ন ভারত। রাত ১১টায় স্বর্ণপদকের লড়াইয়ে জার্মানি খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে।

১৯৮০ সালের পর হকির ফাইনালে যেতে পারেনি ভারত। এবারের আসরে বন্ধত্ব ঘোচানোর প্রত্যাশায় ছিল দেশটি। সেমিফাইনালের সপ্তম মিনিটে পেনাল্টি কর্ণার থেকে হারমানপ্রিত সিং গোল করলে সে সম্ভাবনা নতুন রঙ পায়। খেলার মাঠে জার্মানদের জাত্যাভিমান নাকি ভয়ঙ্কর হয়ে ওঠে, যদিও সাম্প্রতিক সময়ে বিশ্ব ফুটবলে এখন তা দেখা যাচ্ছে না। কিন্তু তার দেখা মিলল অলিম্পিক হকির সেমিফাইনালে।

গোলের পর রীতিমতো ভারতকে চেপে ধরেছিল দেশটি। সুফল তুলতেও দেরি করেনি জার্মানি— ১৮ মিনিটে গঞ্জালো পেইল্লাতের গোলে ১-১, ২৭ মিনিটে সেটা ২-১ করেন ক্রিস্টোফার রুয়েহর।

প্রথম কোয়ার্টারে ১-০ গোলে এগিয়ে থাকা ভারত মাঝ বিরতিতে যায় ১-২ গোলে পিছিয়ে থেকে। তৃতীয় কোয়ার্টারে গিয়ে স্কোরলাইন ২-২ করে অলিম্পিকে ৯ বারের ফাইনালিষ্টরা। ৩৬ মিনিটে দলটিকে ম্যাচে ফেরায় সুখজিৎ সিংয়ের গোল। কিন্তু নির্ধারিত সময়ের ৬ মিনিট বাকি থাকতে ভারতের স্বপ্নটা বিবর্ণ করে দেয় মারকো মিলকাউরের গোল। শেষপর্যন্ত ওটাই ম্যাচের ভাগ্য নির্ধারক হয়ে দাঁড়ায়।

স্পেনের বিপক্ষে আরেক সেমিফাইনালের চার কোয়ার্টারে একটি গোল করে ফাইনালের মঞ্চে পা রাখল নেদারল্যান্ডস। ১২ মিনিটে জিপ জেনসেন, ২০ মিনিটে থিয়েরি ব্রিঙ্কম্যান, ৩২ মিনিটে থিজস ভান ডাম এবং ৫০ মিনিটে দুকো তেলগেনক্যাম্প গোল চারটি করেছেন।

সেমিফাইনাল হারের পর ভারতীয় গোলরক্ষক পারাত্তু রভিন্দ্রন স্রিজেশ বললেন, ‘ম্যাচটা আমাদের জন্য বশে কঠিন ছিল। আমাদের সামনে সুযোগ এসেছিল, কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি।’ ক্যারিয়ারের তৃতীয় অলিম্পিক খেলা এ গোলরক্ষক আরও বলেন, ‘আমি মনে করি, জার্মানি ভাল হোম ওয়ার্ক করার পর ম্যাচেও দারুণ কাজ করেছে। তারা হারমানপ্রীতকে কার্যত বিকল করে রেখেছিল। তারা জানে কিভাবে এ ড্রাগ-ফ্লিকারকে আটকাতে হয়।’

সেমিফাইনাল হারা দুই দলের সামনেই সান্তনার উপলক্ষ্য হয়ে আছে ব্রোঞ্জ পদকের লড়াই। ১৯৬৮ এবং ১৯৭২ সালের পর টোকিও গেমসেও ব্রোঞ্জপদক পেয়েছিল ভারত। আরেকটি ব্রোঞ্জ নিশ্চিত করতে হলে হলে হারাতে হবে স্পেনকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোপ যাত্রা / যে সমুদ্রপথ কেড়ে নেয় হাজারো স্বপ্ন ও জীবন

বাঞ্জি জাম্পিংয়ের দড়ি ছিঁড়ে ১৮০ ফুট উঁচু থেকে পড়ে গেলেন যুবক

গণভোটের আইনি ভিত্তি নেই : রিজভী

নবান্নের পিঠার সুবাসে মুখর রাবি, কৃষি অনুষদে উৎসবের রং

ভয়াবহ ব্যাটিং ধসে সহজ ম্যাচ হেরে বসল ভারত

হাসিনার রায়ের দিন মাঠে থাকার ঘোষণা জামায়াতসহ ৮ দলের

চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাস করলেন ৩৯৩ শিক্ষার্থী

কুমিল্লা বোর্ডে ফল পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ১০৮ শিক্ষার্থী

উইন্ডোজ ১১-এ আসছে নতুন ফিচার

মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১০

নাশকতার মামলায় আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

১১

গোপালগঞ্জে আ.লীগের নাশকতা ঠেকাতে বিএনপির অবস্থান কর্মসূচি

১২

ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন

১৩

ওয়ার্ল্ড ডে অব রিমেমব্রান্স: স্মরণ, শোক এবং নিরাপদ ভবিষ্যতের অঙ্গীকার

১৪

গোমতী নদীর চরে গলায় কাপড় প্যাঁচানো কিশোরের মরদেহ

১৫

কেউ শোনে না চরাঞ্চলের শিক্ষকদের চাপা কান্না

১৬

ঘরেই বানিয়ে নিন সরষে-পোস্তো দিয়ে কাতলা মাছের ঝাল

১৭

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভিপি পদে মনোনয়ন নিলেন জবি ছাত্রদল নেতা

১৮

মুগ্ধতায় নুসরাত ফারিয়া

১৯

বাফুফের চিঠির জবাব দিল বিসিবি, যা লেখা তাতে

২০
X