শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

মায়ের স্মৃতি আকড়ে স্বর্ণ লেতসিলের

লেতসিলে তেবেগো। ছবি : সংগৃহীত
লেতসিলে তেবেগো। ছবি : সংগৃহীত

২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জয়ের পর সাবলীল ভঙ্গীতে হাঁটছিলেন বতসোয়ানার লেতসিলে তেবেগো, অভিনন্দন জানাতে ছুটে আসেন রুপা জয়ী যুক্তরাষ্ট্রের কেনেথ বেনডারেক। স্বদেশী নোয়াহ লাইলস তখন ট্র্যাকের ওপর হাঁটু গেড়ে বসে বড় বড় করে শ্বাস নিচ্ছেন। কোভিড নিয়ে খেলেই ব্রোঞ্জ জিতেছেন মার্কিন স্প্রিন্টার।

মাইক্রো সেকেন্ডে ১০০ মিটার রেস জয়ের পর ২০০ মিটারেও নোয়াহ লাইলসকে ফেভারিট ভাবা হচ্ছিল। দুদিন আগে করা পরীক্ষায় কোভিড পজিটিভ হন। সে অবস্থায়ই ট্র্যাকে নেমেছিলেন। ১৯.৭০ সেকেন্ড সময় নিয়ে নোয়াহ লাইলস ফিনিশিং লাইনে পৌছার আগেই তা অতিক্রম করেছেন লেতসিলে তেবেগো (১৯.৪৬ সেকেন্ড) এবং কেনেথ বেনডারেক (১৯.৬২ সেকেন্ড)।

যা নোয়াহ লাইলসের ‘স্প্রিন্ট ডাবল’ জয়ের স্বপ্ন ভেঙ্গে দিয়েছে, জল ঢেলেছে ট্রেবল কীর্তির স্বপ্নেও। হাঁপাতে হাঁপাতে হুইল চেয়ারে করে ট্র্যাক ছাড়া মার্কিন তারকার প্যারিস অলিম্পিক শেষ হয়ে গেছে। যাওয়ার আগে হলুদকার্ড দেখেছেন প্যারিস গেমসের দ্রুততম মানব।

ইভেন্টে শুরুর আগে দর্শকদের অভিভাদনের জবাব দেওয়ার সময় লেনে থাকা বক্সে লাথি মারেন নোয়াহ লাইলস, যে কারণে বক্সে থাকা স্পিকার বন্ধ হয়ে যায়। এ কারণে তাকে হলুদকার্ড দেখানো হয়। বিশ্ব অ্যাথলেটিকস সংস্থার অ্যাথলেট ও রিলে দলের জন্য প্রযোজ্য আইনের ৭.১ ধারা ভঙ্গের কারণে তাকে সতর্ক করা হয়েছে। যেখানে বলা হয়েছে, অ্যাথলেট ও রিলে দলগুলো অগ্রহনযোগ্য আচরন করলে তাকে সতর্ক কিংবা অযোগ্য ঘোষণা করা হবে।

স্বর্ণজয়ের পথে আফ্রিকান রেকর্ড টাইমিং করলেন লেতসিলে তোবেগো। ১৯ বছর বয়াসি স্প্রিন্টার স্বর্ণপদক তার প্রয়াত মাকে উৎসর্গ করেছেন; যিনি মে মাসে মৃত্যুবরণ করেন। এসময় গলায় রানিং জুতো জোড়া ঝুলিয়ে উদযাপন করেন। জুতোর একটা জায়গায় লেখা ছিল তার মায়ের জন্ম তারিখ।

এ সম্পর্কে বতসোয়ানার এ স্প্রিন্টার বলেন, ‘মাঠের মধ্যে প্রতি পদক্ষেপে আমি তাকে বয়ে বেড়াই। তাকে সঙ্গে রাখাটা আমার জন্য বড় অনুপ্রেরণা। আমি নিশ্চিত, তিনি স্বর্গ থেকে আমাকে দেখছেন এবং দারুণ খুশিও হয়েছেন।’

কোভিড ২০০ মিটার রেসে প্রভাব ফেলেছে বলে জানালেন নোয়াহ লাইলস, ‘অবশ্যই এটা আমার ইভেন্টে প্রভাব ফেলেছে। ইভেন্টের আগের রাতে অনেক কাশি হচ্ছিল। আমি যা করেছি তাতে নিজেকে নিয়ে গর্বিত। কোভিড নিয়ে ব্রোঞ্জ জয় করাটা দারুণ বিষয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরো ভবনটিই জ্বলছে, থেমে থেমে বিস্ফোরণ

রাকসুর এক হলের ফল ঘোষণা, ভিপি-এজিএসে এগিয়ে শিবির

তিন পেরিয়ে চারে কালবেলা / সত্য-সুন্দর-সাহসের অভিযাত্রায় নতুন স্বপ্ন

সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

কুষ্টিয়ায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

চট্টগ্রামে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে বক্তারা / পরিশুদ্ধ সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে ভূমিকা রাখবে কালবেলা

ফরিদপুর বিভাগ বাস্তবায়ন দাবিতে পদযাত্রা ও গণসমাবেশ

সিলেটে প্রতিষ্ঠাবার্ষিকীতে সুধীজনদের মিলনমেলা / ‘কম সময়ে কালবেলা প্রত্যাশার চেয়ে বেশি অবদান রাখছে’

বিএনপিতে যোগ দিলেন চার শতাধিক সনাতনী ধর্মাবলম্বী

ইবিতে পুকুরে ডুবে যাচ্ছিলেন দুই শিক্ষার্থী, বাঁচালেন সিনিয়র

১০

কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে শরীয়তপুর সাংবাদিক সমিতির শুভেচ্ছা

১১

দীপাবলির আগে ভারতে স্বর্ণ চোরাচালানের হিড়িক, রেকর্ড দাম কালোবাজারে

১২

রাষ্ট্রীয় উদ্যোগে লালন স্মরণোৎসব শুরু শুক্রবার

১৩

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান উপলক্ষে প্রধান উপদেষ্টার বিশেষ বার্তা

১৪

বসুন্ধরা এক্সপো ভিলেজে ইন্টেরিয়র-ফার্নিচার-সাইনেজ এক্সপো উদ্বোধন

১৫

রাকসু নির্বাচন / ভোটগ্রহণে কোনো অসংগতি চোখে পড়েনি : নির্বাচন পর্যবেক্ষণ কমিটি

১৬

আসন্ন ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালেন ইব্রাহিম আল-জারওয়ান

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় কেক কেটে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৮

বিএনপির প্রস্তাব লিপিবদ্ধ হলেই জুলাই সনদে স্বাক্ষর করা হবে : মির্জা ফখরুল

১৯

প্রাথমিকের সহকারী শিক্ষকদের দাবি নিয়ে মন্ত্রণালয়ে বৈঠক, আন্দোলন স্থগিত

২০
X