স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০৩:০৭ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০৩:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ফেডারেশনের বিরুদ্ধে তারকা বক্সারের যত অভিযোগ

সুর কৃষ্ণ চাকমা। ছবি : সংগৃহীত
সুর কৃষ্ণ চাকমা। ছবি : সংগৃহীত

বিশ্বের অন্যতম সেরা খেলার একটি হিসেবে ধরা হয় বক্সিংকে। যুগে যুগে পুরো বিশ্বে বেশ বিখ্যাত কিছু আইকন দিয়েছে খেলাটি। তবে পুরো বিশ্বজুড়ে জনপ্রিয়তা থাকলেও বাংলাদেশে খেলাটির জনপ্রিয়তা নেই বললেই চলে।

এমনই এক দেশে স্বীকৃত বক্সার হিসেবে খেলেন বাংলাদেশের একমাত্র পেশাদার বক্সার সুর কৃষ্ণ চাকমা। রাঙামাটির এই ছেলেকে বাংলাদেশের বক্সিং আইকন হিসেবেই দেখা হয়। কয়েকবার দেশসেরার মুকুট পরেছেন তিনি। দেশের একমাত্র স্বীকৃত এই পেশাদার বক্সার বাংলাদেশে অনুষ্ঠিত প্রথম পেশাদার বক্সিংয়ে হন সেরা। এছাড়াও এশিয়ান বক্সিং ফেডারেশনের সুপার লাইটওয়েট ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ বেল্টও জিতে নেন এ বক্সার। এবার অবশ্য তিনি অভিযোগের তীরে বিদ্ধ করলেন ফেডারেশনকে।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে সুর কৃষ্ণ চাকমা ফেডারেশন সম্পর্কে বেশ কিছু অভিযোগ তোলেন। যার মধ্যে বিদেশে প্রশিক্ষণ নেওয়ার কারণে নিষিদ্ধ হয়েছেন– এমন অভিযোগও করেছেন তিনি। বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদককে নিয়েও অভিযোগ তার।

নিজের ফেসবুকে দেওয়া সে স্ট্যাটাসে সুর কৃষ্ণ লেখেন, ‘২০১৩ থাকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ গেমসসহ যত জাতীয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছি সে সব প্রতিযোগিতায় একেকটা মেডেল ছাড়া ফেডারেশন থেকে কিছুই পাইনি।’ তার ভাষ্য, ‘আমি এ কথাগুলো বলছি শুধু পরবর্তী প্রজন্মের কথা ভেবে।’

ফেডারেশনের বিরুদ্ধে কড়া অভিযোগ এনেছেন এরপরই, ‘শুধু উচ্চতর প্রশিক্ষণে বিদেশ যাত্রার জন্য ফেডারেশন থেকে নিষিদ্ধ হয়েছি। খেলোয়াড়দের নিয়ে যদি সুষ্ঠু পরিকল্পনা নিয়ে এগোনো না যায় বাংলাদেশের ইতিহাসে কোনো কালেই খেলোয়াড়দের জীবনমানের উন্নতি হবে না। সব অনিয়মের বিরুদ্ধে কথা বলার লোক নেই।’

তিনি দেশে কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন না হওয়ার আক্ষেপ তুলে বলেন, ‘২০১৪ সাল থেকে এখন পর্যন্ত বক্সিং ফেডারেশনের কোনো সাধারণ সম্পাদক একটা আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করতে পারেনি। বছরের পর বছর জাতীয় দলের খেলোয়াড়রা একটা আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য বসে থাকে। দীর্ঘমেয়াদি কোনো প্রশিক্ষণ হয় না। প্রফেশনাল বক্সিংটা আসার কারণে বাংলাদেশের বক্সিংটা মানুষ জানছে। এখানে ফেডারেশনের কোনো ভূমিকা নেই।’

দক্ষ নেতৃত্বের অভাব উল্লেখ করে বক্সিং ফেডারেশনের সংস্করেরও দাবি তোলেন এই বক্সার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের কোচ হওয়ার গুঞ্জনে কী বললেন স্কালোনি

জনতার কাতারে নেমে এসেছেন আলেমরাও

ধামরাইয়ে প্রাইভেটকারে যাত্রী তুলে অপহরণ, আটক ৪

শাহবাগে নেই ছাত্রদল-বাম

পাকিস্তান যেসব সমরাস্ত্র ব্যবহার করেছে ভারতের বিরুদ্ধে

সান্তোসে আর মাত্র দু’টি ম্যাচ খেলবেন নেইমার!

শাহবাগে খালেদা জিয়ার অপেক্ষায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র

বিনিয়োগ নিয়ে দেশে অনেক সার্কাস দেখতে পাচ্ছি : আমীর খসরু

বিপাকে ভারত, পাকিস্তানের পক্ষে কাজ করছে তুরস্ক

সাধারণ যানবাহনের সঙ্গেই ছিল জুবাইদার গাড়ি

১০

মামলা তুলতে রাজি না হওয়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

১১

দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না আসলে ঢাকায় মার্চ : নাহিদ

১২

নেতা-কর্মীদের উদ্দেশে হেফাজতের যে আহ্বান

১৩

এবার ভারতের স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি

১৪

শাহবাগে ফ্রি চিকিৎসাসেবা দিচ্ছে শিবির

১৫

আ.লীগ নিষিদ্ধের দাবিতে সিলেটে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

১৬

আবদুল হামিদের পালানো নিয়ে তারেক রহমানের মন্তব্য

১৭

মুচলেকায় মুক্তি পেল ৯৩ জেলে  / জব্দ করা ৬১৫ কেজি ইলিশ গেল এতিমখানায়

১৮

তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ

১৯

‘স্বাস্থ্য খাতে বিনিয়োগ মানুষের ভালো থাকার জন্য হতে হবে’

২০
X