কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

শুক্রবার হাতিরঝিলে শুরু হচ্ছে ‘বিউটিফুল বাংলাদেশ রান-২০২৫’

বিউটিফুল বাংলাদেশ রানের পোস্টার। ছবি : সংগৃহীত
বিউটিফুল বাংলাদেশ রানের পোস্টার। ছবি : সংগৃহীত

বাংলাদেশের সম্ভাবনাময় ট্যুরিজম খাতকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে শুক্রবার (২৪ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে ‘বিউটিফুল বাংলাদেশ রান-২০২৫’ নামের ম্যারাথন প্রতিযোগিতা। এদিন (শুক্রবার) সকাল ৬টায় রাজধানীর হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে সাড়ে ৭ কিলোমিটার রান ও দুই কিলোমিটার ফান রান অনুষ্ঠিত হবে।

ট্যুরিজম খাতের অন্যতম অংশীজন প্রতিষ্ঠান ‘এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি)’ এই আয়োজন করেছে। আয়োজনটির টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে রিদম গ্রুপ এবং পাওয়ার্ড বাই বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।

আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের, ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, নেপাল, ব্রাজিল, আলজেরিয়া, আর্জেন্টিনা ও ব্রুনেইসহ ১০টি দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, দেশ-বিদেশের এভিয়েশন ও পর্যটন খাত সংশ্লিষ্ট কর্মী, ট্রাভেলার ও পেশাদার রানারসহ সাত শতাধিক রানার অংশ নেবেন।

এটিজেএফবি’র সভাপতি তানজিম আনোয়ার বলেন, ‘এটিজেএফবি বরাবরই দেশের পর্যটন শিল্পের বিকাশে নানা উদ্যোগ নিয়ে থাকে। একাধিক সফল ট্যুরিজম ফেস্টও আয়োজন করেন তারা। এরই ধারাবাহিকতায় এবারের রান আয়োজন। রানের মাধ্যমে দেশের এভিয়েশন এবং পর্যটন খাতকে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।’

বিউটিফুল বাংলাদেশ রানের চিফ কো-অর্ডিনেটর শফিউল্লাহ সুমন বলেন, এই আয়োজন শুধু রানেই সীমাবদ্ধ থাকবে না, এটি উৎসবে রূপ নিচ্ছে। ম্যারাথনে বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারী সবার জন্য র‌্যাফেল ড্রতে ঢাকা-রোম-ঢাকা, ঢাকা-জোহানেসবার্গ-ঢাকা, ঢাকা-মালদ্বীপ-ঢাকা, ঢাকা-ব্যাংকক-ঢাকা ও ঢাকা-কক্সবাজার-ঢাকার রিটার্ন টিকিট থাকছে।

বিউটিফুল বাংলাদেশ রান-২০২৫-এর কো-অর্ডিনেটর আদনান রহমান জানান, ম্যারাথন আয়োজনটির সহযোগিতায় রয়েছে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, টুরিস্ট পুলিশ, আটাব, টোয়াব, ইলেক্ট্রোলাইট ড্রিঙ্কস অ্যাকটিভ, ঢাকা ওয়াসা, ফেমাস স্পেশালাইজড হসপিটাল ও ফেমাস ক্রিয়েশন। এ ছাড়াও ইথিওপিয়ান এয়ারলাইন্স, ভাইয়া গ্রুপ, ইস্টার্ন ব্যাংক, ফিটস এয়ার, বেঙ্গল এয়ার লিফট, শেয়ার ট্রিপ, এয়ার ইন্ডিয়া, আমেরিকান ট্যুরিস্টার, টিপিসি, টাইটান, স্যামসোনাইট, স্কিন পারফিউম, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার ও এয়ার আস্ট্রার মতো প্রতিষ্ঠানগুলো পৃষ্ঠপোষকতা করছে।

এ ছাড়াও রান আয়োজনে ইনফ্লুয়েন্সার হিসেবে ডা. নাসরীন আক্তার শিমু, পেসার হিসেবে শাহরিয়ার মোর্শেদ সিদ্দিকী, জান্নাতুল ফেরদৌস মিতু, ডা. মো. নাঈম হোসাইন খান এবং কে এম ইয়াসির আরাফাত অমি থাকছেন। ম্যারাথনে অংশ নেওয়া সবাই ইথিওপিয়ান এয়ারলাইন্সের পক্ষ থেকে প্লেনের টিকিটে ১০ শতাংশ ছাড় পাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণঅধিকার পরিষদের দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

স্বাস্থ্য পরামর্শ / মোটরযানের কালো ধোঁয়া ও অসংক্রামক রোগের ঝুঁকি

নুরের ওপর হামলার নিন্দা / আমরা অত্যন্ত নাজুক সময়ে আছি : তারেক রহমান

নুরের অবস্থা মুমূর্ষু, বাঁচবে কি মরবে জানি না : রাশেদ

নুরের ওপর হামলার প্রতিবাদে নিজ উপজেলায় বিক্ষোভ

ডাচদের সাথে লিটনদের লড়াই দেখবেন যেভাবে

নুরের ওপর হামলা / ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ

কী বলে নুরের ওপর হামলা করা হয়, জানালেন ইয়ামিন মোল্লা

আফগানদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা পাকিস্তানের

নুরের ওপর হামলার ঘটনায় জামায়াত সেক্রেটারি জেনারেলের বিবৃতি

১০

আইসিইউতে নুর, ৪৮ ঘণ্টার আগে কিছু বলা যাবে না : চিকিৎসক

১১

নুরের ওপর হামলা ‘অত্যন্ত ন্যক্কারজনক’: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

১২

নুরের ওপর হামলায় ১০১ সংগঠনের বিবৃতি

১৩

নুরকে দেখতে এসে আসিফ নজরুল অবরুদ্ধ 

১৪

আহত নুরকে দেখতে ঢামেকে প্রেস সচিব

১৫

সহিংসতার ঘটনায় সেনাবাহিনীর বিবৃতি

১৬

সেই পরিকল্পনা ভেস্তে গেলেও ওরা থামেনি : হাসনাত

১৭

মাদুশঙ্কার হ্যাটট্রিকে লঙ্কানদের রুদ্ধশ্বাস জয়

১৮

নুরের ওপর হামলার কড়া প্রতিবাদ ছাত্রদলের

১৯

ভারতীয় বক্সারকে হারিয়ে ইতিহাস গড়লেন হাসান শিকদার

২০
X