

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এবারের নির্বাচনে পরিবর্তন চেয়েছে মানুষ। কেননা গেল সময়গুলোতে এ দেশ শুধু তিনটি দল পরিচালনা করেছে। আর তারা জনগণের অধিকার আদায়ে পুরোপুরি ব্যর্থ হয়েছে। তাই এবার ১০ দলীয় জোটের প্রার্থীদের নির্বাচনে জয়লাভের মাধ্যমে মানুষ পরিবর্তন দেখতে চায়।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে চাঁদপুর হাসানআলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, একটি দল নারীদের হেনস্তার হুমকি দেয়। যারা নির্বাচনের আগে এ কথা বলতে পারে, তারা নির্বাচনের পর বিশৃঙ্খলা করতে পারে। তাই এমন কিছু হওয়ার আগে বাংলাদেশপন্থি আমরা সবাই তা রক্ষা করব। তাই আমাদের জোটের প্রার্থীদের নির্বাচনে জয়লাভ নিশ্চিত করে তবেই ঘরে ফিরতে হবে।
চাঁদপুর পৌর জামায়াতের আমির শাহজাহান খানের সভাপতিত্বে সভায় জোটের শরিক দলের কেন্দ্রীয় ও জেলা-উপজেলাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এর আগে সভাস্থলে চাঁদপুর-৩ আসনের দাঁড়িপাল্লার সমর্থনে দলে দলে মিছিল অনুষ্ঠানস্থলে জড়ো হয়। এ দিন এর আগে চাঁদপুর-৪ আসনের নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মন্তব্য করুন