লড়াইটা ছিল যুক্তরাষ্ট্র প্রবাসী পরাক্রমশালী জিনাত ফেরদৌসের বিপক্ষে আফরা খন্দকারের। নারী জাতীয় ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকারের সহোদর অসম লড়াইটা প্রত্যাশামাফিক হেরেছেন। জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের এ ম্যাচের গ্যালারিতে ছিলেন আফিদা খন্দকার।
জিনাত ফেরদৌসের বিপক্ষে আফরা খন্দকার যখন ক্রমাগত পিছিয়ে যাচ্ছেন, তখন গ্যালারিতে থাকা জাতীয় দলের সেন্টারব্যাক আফিদা খন্দকারের মাঝে ছিল উদ্বেগ, উৎকণ্ঠা। এ সময় তার সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরা। জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সের মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামের এ লড়াইয়ে দৃষ্টি ছিল বক্সিংপ্রেমীদেরও। নারীদের ৫২ কেজি ওজন বিভাগের ফাইনাল ম্যাচটা গতকাল হওয়ার কথা থাকলেও এক দিন পিছিয়ে নেওয়া হয়েছে। আজ বিকেল ৪টার ম্যাচ এক ঘণ্টা পিছিয়ে শুরু হয়েছিল ৫টায়।
বুধবার অধিকাংশ ইভেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। আসরের বিভিন্ন ইভেন্টে স্বর্ণ জিতেছেন ফেভারিট বক্সাররা। ৫২ কেজি ওজন শ্রেণিতে ফেভারিট হিসেবে হিসেবে স্বর্ণ জিতলেন জিনাত ফেরদৌস।
মন্তব্য করুন