সরকার জারিফ
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৭ এএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৪ এএম
অনলাইন সংস্করণ

এশিয়ান গেমসে পাবজি খেলোয়াড়, গড়লেন ইতিহাস

এশিয়ান গেমসে মশাল বহন করে ইতিহাস গড়লেন পাবজি লিজেন্ড প্যারাবয়। ছবি: টক স্পোর্টস।
এশিয়ান গেমসে মশাল বহন করে ইতিহাস গড়লেন পাবজি লিজেন্ড প্যারাবয়। ছবি: টক স্পোর্টস।

চীনের হাংজুতে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়ান গেমস ২০২৩। এবারের আয়োজন অন্যান্যবারের তুলনায় একটু আলাদা কারণ এবারই প্রথমবারের মতো এশিয়ান গেমসে ইস্পোর্টস যুক্ত হচ্ছে। ইস্পোর্টস বা ইগেমস মূলত ইলেকট্রনিক ভিডিও গেম যা দলবদ্ধ হয়ে খেলা হয়। এবার এশিয়ান গেমসে ইস্পোর্টস হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে পাবজি মোবাইল।

চীনের বিখ্যাত প্রফেশনাল পাবজি খেলোয়াড় ঝু ‘প্যারাবয়’ বচেং এবার প্রথম ইস্পোর্টস অ্যাথলেট হিসেবে এশিয়ান গেমসে মশাল বহন করে ইতিহাস গড়েছেন। প্যারাবয় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পাবজি খেলোয়াড়দের অন্যতম। তিনি নোভা ইস্পোর্টসের একজন গুরুত্বপূর্ণ সদস্য। ইস্পোর্টস ইন্ডাস্ট্রির জন্য দিনটি ঐতিহাসিক।

চীনের জেহেজিয়াং প্রদেশের হাংজুতে নান্দনিক ওয়েস্ট লেকের পাশে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস ২০২৩। ইয়োনজিন পার্ক স্কয়ারে চীনা উপ প্রধানমন্ত্রী ডিং জুয়েজিয়াং মশাল প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। প্রথম দিন নয়জন ভিন্ন ভিন্ন ঘরানার ক্রীড়াবিদ মশাল বহন করেন।

এদিন তারকাদের মেলা বসেছিল। নারীদের ব্রেস্টস্ট্রোক সাঁতার চ্যাম্পিয়ন এবং অলিম্পিকজয়ী লুও জুয়েজুয়ান সবার প্রথমে মশাল বহন করেন। শুটিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ন লিন জুমিন এবং ওয়াং জিয়ান, চীনা নারী ফুটবল দলের ওয়াং শুয়াংও এসময় উপস্থিত ছিলেন। (সূত্র: টক স্পোর্টস)

এশিয়ান গেমসে প্যারাবয়ের মশাল বহন ইস্পোর্টসের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। প্রতিযোগিতামূলক গেমসে প্যারাবয় ইতোমধ্যেই তুমুল জনপ্রিয় এক নাম। তিনি ও তার দল তিনটি গ্লোবাল পাবজি মোবাইল চ্যাম্পিয়নশিপ জিতেছেন। টুর্নামেন্ট জিতে তিনি প্রায় সাড়ে ১১ লক্ষ ডলার উপার্জন করেছেন।

এশিয়ান গেমসে ইস্পোর্টসের সংযুক্তি এবং প্যারাবয়ের অংশগ্রহণ সারাবিশ্বের ইস্পোর্টস খেলোয়াড়দের প্রেরণা জোগাবে। এছাড়া ইস্পোর্টসকে সংযুক্ত করার মাধ্যমে খেলাধুলার পরিসরেও বড় পরিবর্তন আসবে।

এশিয়ান গেমসে পাবজি মোবাইল গেমটিতে কিছু পরিবর্তন আনা হবে। এটিকে ‘গেম ফর পিস’ নামকরণ হয়েছে। মূলত শান্তির বাণী ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য থেকেই এ নামকরণ।

পরিবর্তিত গেমটিতে কার রেস, অবস্ট্যাকল রেস, লক্ষ্যবস্তুতে সই করাসহ নানা অহিংস খেলা থাকবে। এছাড়া পাবজির মারামারি-কাটাকাটি বিষয়ক অংশগুলোও বাদ দেওয়া হবে এশিয়ান গেমস ভার্সনে।

ইস্পোর্টস অন্তর্ভূক্ত করলেও এখুনি এশিয়ান গেমসের আনুষ্ঠানিক মেডেল টালিতে তা হিসাবে আনা হবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

নাসিরুদ্দিনের প্রতি ফারহানের ক্ষোভ প্রকাশ

বরিশালে আ.লীগ নেতা গ্রেপ্তার

শতক থেকে ১ রান দূরে মুশফিক, বাংলাদেশের সংগ্রহ ২৯২/৪

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটরের নামে মামলা

যে কথা বলতে গিয়ে আল্লাহ ৭ বার শপথ করেছেন!

জাতিসংঘ প্রতিবেদনকে ঐতিহাসিক ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

গারো পাহাড়ের জঙ্গলে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ

জুলাই যোদ্ধা ও শহীদদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ : নুরুদ্দিন আহাম্মেদ অপু

বিশ্বমঞ্চে জামদানিতে মিথিলার চমক

১০

গণতন্ত্র চাইলে ‘মব ভায়োলেন্স’ থেকে সরে আসতে হবে : ফখরুল

১১

মঞ্চে মোদিকে পা ছুঁয়ে প্রণাম করলেন ঐশ্বরিয়া

১২

হেফাজতে থাকা আসামির বক্তব্য প্রচারের ব্যাখ্যা দিলেন আরএমপি কমিশনার

১৩

ফের বাড়ল স্বর্ণের দাম, বিক্রিও চড়া

১৪

মুশফিককে প্রশংসায় ভাসিয়ে যা বললেন দুবারের বিশ্বকাপজয়ী পন্টিং

১৫

জকসু নির্বাচন / শহীদ সাজিদের কবর জিয়ারত করল ছাত্রদল সমর্থিত প্যানেল

১৬

জকসু উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি

১৭

ভাঙল শতরানের জুটি, শততম টেস্টে হাসল মুশফিকের ব্যাট

১৮

যে কারণে বাংলাদেশের পরবর্তী ম্যাচ খেলতে পারবেন না রাকিব-তপু

১৯

আজ বিশ্ব পুরুষ দিবস

২০
X