ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় সাঁতারে পুরোনো জটিলতা

আরিফুল ইসলাম। ছবি : কালবেলা
আরিফুল ইসলাম। ছবি : কালবেলা

নৌবাহিনীর নথিতে আরিফুল ইসলাম পলাতক- যদিও এ সাঁতারুর দাবি ভিন্ন। ফ্রান্সে অবস্থান করায় জাতীয় সাঁতারে খেলা হচ্ছে না আরিফুলের। গত কয়েক বছর পুলে ঝড় তোলা জুনাইনা আহমেদও থাকছেন না এবার। গুরুত্বপূর্ণ দুই সাঁতারুকে বাইরে রেখে কাল শুরু হচ্ছে জাতীয় সাঁতার প্রতিযোগিতা।

নৌবাহিনী সাঁতার দল সূত্র জানিয়েছে, আরিফুল ইসলাম ফ্রান্সে ট্রেনিং করতে গিয়ে পলাতক। এ সাঁতারু অবশ্য দাবি করলেন, আমি সংশ্লিষ্টদের অবহিত করেই এসেছি। লন্ডনপ্রবাসী জুনাইনা আহমেদ চুক্তিভিত্তিক ক্রীড়াবিদ হিসেবে নৌবাহিনীর হয়ে খেলতেন। চুক্তির মেয়াদ শেষে জুনাইনা পড়াশোনায় মনোযোগী। জাতীয় সাঁতারে খেলা হচ্ছে না কৃতী এ সাঁতারুর।

জটিলতা নিয়েই শুরু হচ্ছে এবারের প্রতিযোগিতা। স্কোরবোর্ড নামক গলার কাঁটা ছাড়ানো যায়নি; আরেক জটিলতার নাম স্টার্টিং ব্লক। হাতঘড়ি দিয়ে কাজ চালিয়ে টাইমিংয়ের জটিলতা এড়ানো যাবে; স্টার্টিং ব্লকের জটিলতা কাটবে কী করে? জাতীয় সাঁতার শুরুর প্রাক্কালে উত্তর খুঁজছেন ফেডারেশন কর্মকর্তারাও!

মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সের মালিক জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। দেশের ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ ভেন্যুর রক্ষণাবেক্ষণও করে সংস্থাটি। ২০১৯ সালে সম্পন্ন হওয়া সর্বশেষ সংস্কার কাজের পর থেকে স্কোরবোর্ড ও স্টার্টিং ব্লক নিয়ে জটিলতায় সাঁতার ফেডারেশন। বোর্ড সঠিকভাবে সময় দিতে পারছে না। পুলে ডাইভ দেওয়ার সময় স্টার্টিং ব্লকের ওপরের অংশ সরে যাওয়ায় তা সাঁতারুদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

‘স্কোরবোর্ড আগের অবস্থাতেই আছে। এ কারণে এটা আমরা বুঝে নিইনি। নতুন স্টার্টিং ব্লকগুলো ব্যবহার অনুপযোগী। আমরা এগুলো তুলে পুরোনো ব্লক স্থাপন করে দিতে এনএসসিকে অনুরোধ করেছি’—গতকাল বলছিলেন বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মোল্লা বদরুল সাইফ।

আগামীকাল শুরু হতে যাওয়া জাতীয় সাঁতারে পৃষ্ঠপোষকতা করছে ম্যাক্স গ্রুপ। ৫২ দলের ৫৫০ সাঁতারু এ আসরে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছে সাঁতার ফেডারেশন। আসরে সম্পৃক্ত থাকছেন ৮৫ টিম অফিসিয়াল ও ১০০ মিট অফিসিয়াল। নারী ও পুরুষ দুই বিভাগে সমান ১৯টি করে ইভেন্টে পদকের লড়াই হবে। এ ছাড়া ডাইভিংয়ের তিন ইভেন্ট থাকছে। ওয়াটার পোলো নিয়ে মোট ইভেন্ট সংখ্যা দাঁড়াচ্ছে ৪২।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত তথ্য তুলে ধরা সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের সহসভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মোল্লা বদরুল সাইফ, যুগ্ম সম্পাদক সেলিম মিয়া, কোষাধ্যক্ষ রেজাউল হোসেন বাদশা, ম্যাক্স গ্রুপের প্রতিনিধি ইব্রাহিম খলিল পলাশ এবং নৌবাহিনীর প্রতিনিধি কমান্ডার বদরুদ্দোজা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনী গার্লস ক্যাডেট কলেজের সবাই পেল জিপিএ ৫

এইচএসসি ফলাফলে শীর্ষস্থান হারাল বগুড়া

যে শর্তে জুলাই সনদে সই করবে জামায়াত

নতুন বিএমডব্লিউ পেলেন রিয়াল মাদ্রিদের তারকারা

৩৮ শিক্ষকের কলেজে ৭৪ জন পরীক্ষার্থী, উত্তীর্ণ ৮

ডাকসু জাকসু চাকসুর ফল নিয়ে জামায়াত আমিরের ভবিষ্যদ্বাণী

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ কলেজে পাস করেননি কেউ

কৃষকদের হাত আরও শক্তিশালী করবে বিএনপি : তারেক রহমান

রাজশাহী সদরে এবি পার্টির প্রার্থী সাঈদ নোমান

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আডা লাভলেস প্রোগ্রামিং প্রতিযোগিতা

১০

জীবগাঁও কলেজে শতভাগ ফেল, অধ্যক্ষ বললেন ‘হতাশাজনক’

১১

আম্মু হাসপাতালে, সবাই দোয়া করবেন : তমা মির্জা

১২

লক্ষ্মীপুরে কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৩

দেশের ইতিহাসে এর চেয়ে স্বচ্ছ বিচার কখনো হয়নি : অ্যাটর্নি জেনারেল 

১৪

রংপুরে ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তারা / অনুসন্ধান করে ঘটনার ভেতরের সত্য প্রকাশ করে ‘কালবেলা’ 

১৫

৩ ভুয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্ক করল ইউজিসি

১৬

শিক্ষার্থী চারজন, পরীক্ষা দেওয়া দুজনের কেউ পাস করেনি

১৭

ধারাবাহিকের মূল ভূমিকায় হেদায়েত উল্লাহ তুর্কী 

১৮

রাকসু নির্বাচনে ভোট পড়েছে ৭০ শতাংশ

১৯

খতমে নবুওয়তের চেতনায় সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যাক কালবেলা : মুহিউদ্দীন রাব্বানী

২০
X