সদ্য তালাক হয়েছে তার। আর এই তালাকের পরই করে বসলেন এক অদ্ভুত কাজ। খুলে বসলেন নিজের পারফিউম ব্র্যান্ড। আর এর নামকরণ করলেন ডিভোর্স! এমনই এক চাঞ্চল্যকর ঘটনায় আলোচনায় এসেছে দুবাইয়ের শাসক ও আরব আমিরাতের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের মেয়ে মাহরা।
জানা যায়, চলতি বছরের ১৮ জুলাই নিজের স্বামী মানা আল মাকতুমকে ইনস্টাগ্রামে তালাক দিয়ে বিশ্বজুড়ে আলোচনায় চলে আসেন রাজকুমারী মাহরা।
ওই পোস্টে তিনি তার স্বামীকে নিয়ে জানান, তার স্বামী যেহেতু অন্যদের নিয়ে ব্যস্ত তাই তিনি তার স্বামীর বিরুদ্ধে ডিভোর্স ঘোষণা দিচ্ছেন। এ সময় তিনি নিজেকে ‘সাবেক স্ত্রী’ হিসেবে পরিচয় দেন।
তালাক দেওয়ার পর স্বামীর সঙ্গে ইনস্টাগ্রামে যত ছবি ছিল তার সবগুলোই মুছে ফেলতে দেখা যায় মাহরাকে। আর এরপরই সদ্য জন্ম দেওয়া মেয়ে ও নিজের ব্র্যান্ড নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি।
দুবাইয়ের রাজকুমারী এরপরই একটি ছবি প্রকাশ করেন যেখানে তাকে একটি কালো বোতলে নিজের পারফিউমের ব্র্যান্ডিং করতে দেখা যায়।
এর আগেও বেশ কিছু তারকাদের তাদের নিজ নিজ পারফিউম ব্র্যান্ড নিয়ে কাজ করে সাফল্য পেতে দেখা যায়। সদ্য-স্বাধীন প্রিন্সেস মাহরা একই রকম সাফল্য পাবে কি না তা এখন দেখার বিষয়।
মন্তব্য করুন