কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ১১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বের সবচেয়ে বড় বিলাসবহুল জাহাজে রয়েছে যেসব সুবিধা

বিলাশবহুল জাহাজ আইকন অব দ্য সিজ। ছবি : সংগৃহীত
বিলাশবহুল জাহাজ আইকন অব দ্য সিজ। ছবি : সংগৃহীত

চলতি মাসেই যাত্রা করতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজ আইকন অব দ্য সিজ। এরই মধ্যে যাত্রার জন্য জাহাজটিকে নোঙ্গর করা হয়েছে যুক্তরাষ্ট্রের মিয়ামি বন্দরে। আগামী ২৭ জানুয়ারি পূর্ব ও পশ্চিম ক্যারিবিয়ান দীপপুঞ্জের উদ্দেশে ছেড়ে যাবে বিশ্বের সবচয়ে বড় এই ক্রুজ জাহাজটি। জাহাজটি পরিচালনা করছে র‌য়্যাল ক্যারিবিয়ান।

বিশাল এই জাহাজে প্রায় পাঁচ হাজার ৬১০ জন যাত্রী এবং দুই হাজার ৩৫০ জন ক্রুর থাকার সুব্যবস্থা রয়েছে। এতে থাকা 'ক্যাটাগরি সিক্স' নামে ওয়াটার পার্কটি হতে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ভাসমান ওয়াটার পার্ক। যাত্রীদের দাপাদাপি করার জন্য এতে থাকবে রেকর্ডসংখ্যক ছয়টি ওয়াটার স্লাইড। তবে যারা একান্তে বিলাসী অবসর কাটাতে চান তাদের জন্যেও প্রমোদতরিতে থাকছে সাতটি পুল এবং ৯টি ওয়ার্লপুল।

২০২২ সালের এপ্রিল মাসে ফিনল্যান্ডের মেয়ার তুর্কু শিপইয়ার্ডে জাহাজটি তৈরির করার কাজ শুরু হয়। সম্প্রতি সেখান থেকেই এই বিশালাকার জাহাজটির ট্রায়াল রান হয়েছে। ট্রায়াল রানে কয়েকশ মাইল পথ ভ্রমণ করেছে আইকন অব দ্য সিজ।

রয়্যাল ক্যারিবিয়ানের তথ্যমতে, প্রমোদতরিটি প্রথম দফায় পরীক্ষামূলকভাবে চালানো হয় গত ২২ জুন। আর এই পরীক্ষামূলক চালনাতেই 'আইকন অব দ্য সিজ' সমুদ্রের বুকে কয়েকশ মাইল পথ পরিভ্রমণ করে।

ক্যারিবিয়ান সাগরের পূর্ব এবং পশ্চিম পথ ধরে নিয়মিত এক সপ্তাহের একেকটি সফর করার কথা ক্রুজ শিপটির। বাহামায়, কোকোকে নামে রয়্যাল ক্যারিবিয়ান সংস্থার নিজস্ব একটি দ্বীপ আছে। সাত রাতের এক রাতে অতিথিদের সেই স্থানেও নিয়ে যাওয়া হবে। ৭ রাতের ইস্টার্ন ক্যারিবিয়ান ট্রিপে মায়ামি, ফিলিপ্সবার্গ, শার্লট আমালি এবং কোকোকে; অথবা, ব্যাসেটেরে, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, শার্লট আমালি এবং কোকোকে ভ্রমণ করা যাবে। আর ৭ রাতের পশ্চিম ক্যারিবিয়ান ট্রিপে থাকবে মায়ামি, রোটান, কোস্টা মায়া, কোজুমেল এবং কোকোকে ভ্রমণ।

জাহাজটিতে ২৮টি বিভিন্ন ধরনের কেবিন থাকছে। ৮২ শতাংশ কক্ষে তিন বা তার বেশি অতিথি থাকতে পারবেন। ৭০ শতাংশ কক্ষের সঙ্গে থাকছে বারান্দা। জাহাজটিতে খাওয়া-দাওয়া, পানাহার ও বিনোদনের জন্য থাকছে ৪০এরও বেশি রকমফের। এসব সুযোগ-সুবিধার অনেক কিছুই যাত্রীদের মূল ভাড়ার সঙ্গেই অন্তর্ভুক্ত থাকবে। যাত্রীদের জন্য এতে থাকবে ২০টি ডেক এবং আশপাশের আরও আটটি এলাকা।

২০২২ সালের অক্টোবর মাস থেকেই শুরু হয়েছে দ্য আইকন অব দ্য সিজ-এর টিকিট বুকিং। তখনই মাথাপিছু টিকিটের দাম ছিল এক হাজার ৫৩৭ ইউএস ডলার। বিলাসবহুল এই জাহাজে বর্তমানে ঘর ভাড়া নিয়ে থাকার সবচেয়ে সস্তা টিকিটের দামই এক হাজার ৮৫১ ইউএস ডলার। সবচেয়ে দামি স্যুটের ভাড়া ১০ হাজার ৮৬৪ ডলার। দ্য আইকন অব দ্য সিজ-এর পূর্ব ক্যারিবিয়ান ভ্রমণের সাত দিনের প্যাকেজও রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চলবে স্বাধীনভাবে : শেখ মো. আব্দুল্লাহ

কোন সময়ের স্বপ্ন সত্য হওয়ার সম্ভাবনা বেশি? যা বলছেন আলেমরা

শ্রীলঙ্কা সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

এক নেতাকে ‘সুখবর’ দিল যুবদল

বিএনপি ক্ষমতায় এলে দোহার-নবাবগঞ্জে গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি দিলেন খন্দকার আবু আশফাক

ঘন ঘন ভূমিকম্প নিয়ে শায়খ আহমাদুল্লাহর সতর্কবার্তা

বিশ্বকাপের শিরোপা ধরে রাখল ভারত

ব্লুটুথ হেডফোন নাকি সাধারণ হেডফোন, কোনটি ভালো জানেন?

নুরুদ্দিন আহাম্মেদ অপুকে মনোনীত করায় আনন্দ মিছিল

ইকরা হবিগঞ্জের বার্ষিক চড়ুইভাতি অনুষ্ঠিত

১০

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

১১

বাংলাদেশের জন্য এক লাখ টন চাল কিনছে পাকিস্তান

১২

পদ ফিরে পেলেন বিএনপির এক নেতা

১৩

এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্টস ফোরামে সভাপতিত্ব করেন ড. মো. সবুর খান

১৪

উচ্ছেদ আশঙ্কায় ৪০০ পরিবার, আশ্রয় রক্ষার দাবি স্থানীয়দের

১৫

বাউল শিল্পীদের ওপর হামলার প্রতিবাদে টিএসসিতে ‘বাউল সন্ধ্যা’

১৬

ব্যাংক বন্ধে গ্রাহক তাৎক্ষণিক যত টাকা পাবেন

১৭

আমলাতান্ত্রিকতার কারণে শিক্ষকরা অনাহারে জীবন-যাপন করছেন : রিজভী

১৮

কখনও এক, কখনও তিন ম্যাচ: এমএলএস প্লে-অফের বিভ্রান্তিকর নিয়মের ব্যাখ্যা

১৯

থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে সতর্কবার্তা

২০
X