পড়াশোনার জন্য বাড়ির বাইরে থাকার সঙ্গে কমবেশি সবাই পরিচিত। তবে বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ে পড়তে পারা যেন স্বগীয় স্বস্তি। কেননা প্রাথমিক জীবনে বাড়ি থেকে পড়াশোনা করতে পারলেও উচ্চতর শিক্ষার জন্য বেশিরভাগেরই বাড়ি ছাড়তে হয়। বাড়ি থেকে প্রতিষ্ঠানের দূরত্ব অনুসারে অনেকে গণপরিবহনে বা বিভিন্ন উপায়ে যাতায়াত করে থাকেন। তবে এবার সামনে এসেছে বিচিত্র ঘটনা। বাড়িভাড়া বাঁচাতে বিমান করে বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করেন এক শিক্ষার্থী। যা শুনে যে কারও চক্ষু চড়কগাছে ওঠার উপক্রম। অবিশ্বাস্য এ ঘটনা জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।
অবিশ্বাস্য এ কাণ্ড ঘটিয়েছেন ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার (ইউবিসি) এক শিক্ষার্থী। বাসাভাড়ার খরচ বাঁচাতে তিনি বিমানে চেপে বিশ্ববিদ্যালয়ে যান তিনি। বিমানে ক্লাস করতে যাওয়া ওই শিক্ষার্থীর নাম টিম চেন। তিনি ক্যালগেরির বাসিন্দা। এক কক্ষের একটি বাসা নিয়ে থাকার চেয়ে তার বিমানে করে ক্লাসে যাতায়াতে খরচ অনেক কম হয় বলেও প্রতিবেদনে জানানো হয়েছে। সপ্তাহে দুদিন ক্লাসে আসা-যাওয়া করেন তিনি।
প্রতিদিন আসা-যাওয়ার জন্য টিমকে ১৫০ মার্কিন ডলার ব্যায় করতে হয়। ফলে মাসে এক হাজার ২০০ ডলার খরচ করতে হয় তাকে। যা বাংলাদেশি টাকায় এক লাখ ৪২ হাজার টাকার মতো। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের এলাকায় এক কক্ষবিশিষ্ট অ্যাপার্টমেন্টের জন্য তাকে ২ হাজার ১০০ ডলার ব্যয় করতে হয়। যা বাংলাদেশি টাকায় প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা। এয়ার কানাডার ফ্লাইটে যাতায়াত করেন তিনি।
টিম নিজের অভিজ্ঞতা জানিয়ে লেখেন, আমি অনেক দূর থেকে ইউবিসির নিয়মিত যাত্রী। ক্যালগেরিতে থাকায় আমাকে মঙ্গলবার ও বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে যেতে হয়। আমি সকালে বিমানে করে যােই এবং রাতে ফিরে আসি।
তিনি লেখেন, জানুয়ারি মাসে আমি এভাবে সাতবার যাতায়াত করেছি। এতে আমার অনেক ডলার বেঁচে গেছে। কেননা আমাকে সেখানে বাড়ি ভাড়া দিতে হচ্ছে না। ভ্যানকুভারে এক কক্ষের বাসা ভাড়া নেওয়ার চেয়ে এটি অনেক সস্তা। তার এমন সিদ্ধান্তের ব্যাপারে অনেকে প্রশংসা করেছেন।
মন্তব্য করুন