সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১০:৫৯ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ভাড়া দিতে দেরি করায় ভাড়াটিয়াকে ভেতরে রেখেই তালা দিলেন মালিক

সুনামগঞ্জে বাসাভাড়া দিতে দেরি হওয়ায় ভাড়াটিয়া এক পরিবারকে বাইরে থেকে তালাবদ্ধ করে রাখেন মালিক। ছবি : কালবেলা
সুনামগঞ্জে বাসাভাড়া দিতে দেরি হওয়ায় ভাড়াটিয়া এক পরিবারকে বাইরে থেকে তালাবদ্ধ করে রাখেন মালিক। ছবি : কালবেলা

এক মাসের বাসাভাড়া পরিশোধে তিন দিন দেরি হওয়ায় ভাড়াটিয়াদের ঘরের ভেতরে রেখেই বাইরে থেকে তালা লাগিয়ে দেন বাড়ির মালিক।

মঙ্গলবার (০৮ জুলাই) সুনামগঞ্জ পৌরশহরের রায়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক ইউসুফ চৌধুরীর এমন কাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সর্বত্র নিন্দার ঝড় বয়ে যায়।

অভিযোগ সূত্রে জানা যায়, ইমন বর্মন পরিবার নিয়ে প্রায় চার বছর ধরে ইউসূফ চৌধুরীর বাসায় ভাড়া থাকে থাকেন। বর্তমানে অসুস্থ মা, স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে বসবাস করছেন। বাবা রামপ্রসাদ বর্মন আড়াই বছর আগে মারা যান। পরে সংসারের হাল ধরেন ইমন। পৌরশহরে বিভিন্ন এলাকায় ঝাল মুড়ি বিক্রি করে যা আয় হয়, তা দিয়েই বাসা ভাড়াসহ সংসারের খরচ চালায় সে। প্রতি মাসে বাসা ভাড়া দিতে হয় ৬ হাজার ৬০০ টাকা। চার বছর ধরেই ঠিক সময়ে বাসা ভাড়া দিয়ে আসছিল সে। চলতি মাসের পাঁচ তারিখে বাসা ভাড়া দেওয়ার কথা থাকলেও টাকা না থাকায় দিতে পারেনি ইমন।

ভুক্তভোগী ইমনের পরিবারের অভিযোগ, ছয় জুলাই থেকেই বাসার গ্যাসের লাইন বন্ধ করে দেন বাসার মালিক ইউসুফ চৌধুরী। মঙ্গলবার সকাল ১০টায় তারা দেখতে পান দরজায় বাইরে থেকে তালা দেওয়া। এতে পরিবারটি আতঙ্কে পড়ে যায়।

ভুক্তভোগী ইমন বর্মন জানান, ‘ভাড়া পরিশোধে মাত্র তিন দিন দেরি হওয়ায় এমন অমানবিক আচরণের শিকার হয়েছি আমরা। আমি জানালা দিয়ে চিৎকার করে আশপাশের মানুষদের ডাকি। পরে তারা এসে পুলিশে খবর দেয়।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, ‘ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় বাসার মালিককে ডেকে তালা খুলে পরিবারটিকে উদ্ধার করি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

প্রতিবেশী রফিকুল ইসলাম বলেন, ‘এ ধরনের অমানবিক ঘটনা এর আগে কখনো ঘটেনি। সামান্য ভাড়ার জন্য মানুষকে এভাবে আটকে রাখা সভ্য সমাজে কল্পনাও করা যায় না।’

অন্য ভাড়াটিয়া স্বপন চন্দ্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মানুষের সমস্যা হতেই পারে। মাত্র তিন দিন সময় পেরিয়েছে, তাই বলে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’

তবে অভিযুক্ত বাড়ির মালিক ইউসুফ চৌধুরী বলেন, ‘আমি এক বছর আগে তাদের নোটিশ দিয়েছি বাসা ছাড়ার জন্য। বারবার বলার পরও বাসা ছাড়ছে না। সময়মতো বিদ্যুৎ ও গ্যাস বিল দিতে হয়, তাই বাধ্য হয়ে তালা দিয়েছি।’

এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও মানবাধিকার কর্মীদের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তারা এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যায় ও আদর্শের ভিত্তিতে রাজনীতি করতে হবে : বাবর

ফিল্মফেয়ারে রেকর্ড গড়ল ‘লাপাতা লেডিস’

কলকাতায় অমিতাভের জন্মদিনে চল্লিশা পাঠ

বায়ুদূষণের শীর্ষ পাঁচে ঢাকা

বিএনপির ৩১ দফা দেশের মানুষকে বাঁচানোর রূপরেখা : রাশেদুল আহসান

আফগানিস্তানের ১৯ সীমান্তপোস্ট দখল করেছে পাকিস্তান

দল কমলেও বিপিএলে বাড়ছে ভেন্যু

লন্ডনে ইলিয়াস কাঞ্চনকে দেখে যা বললেন রোজিনা

হঠাৎ কেন আফগান সীমান্তে হামলা চালাল পাকিস্তান

যুবদল নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

১০

ইসরায়েলকে উড়িয়ে দিল নরওয়ে

১১

কারিনার রাগ সামলানোর উপায় জানালেন সাইফ

১২

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহছানুল হক

১৩

হলুদ রঙে প্রকৃতিকে রাঙিয়ে তুলেছে বন লবঙ্গ

১৪

ব্র্যান্ড প্র্যাকটিশনারস আয়োজনে ‘ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট’ অনুষ্ঠিত

১৫

ময়মনসিংহ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

১৬

গোল করে, করিয়ে দলকে জেতালেন মেসি

১৭

জেনে নিন আজকের স্বর্ণের বাজারদর

১৮

বিএনপিতে সন্ত্রাসী-দুষ্কৃতকারীদের জায়গা নেই : বিজিএমইএ সভাপতি 

১৯

অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপ / বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

২০
X