কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ০৯:২০ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৫, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বন্ধ হয়ে যাচ্ছে একসময়ের জনপ্রিয় যোগাযোগমাধ্যম স্কাইপ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যখন হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে ভিডিও কল করা যেত না, জুম বা গুগল মিটে বাজার ছেয়ে যায়নি, তখন স্কাইপই ছিল ভরসা। বন্ধু বা আপনজনকে ভিডিও কলে দেখার উত্তেজনা, কত আবেগ জড়িয়ে ওই নীল-সাদা লোগোর সঙ্গে। তবে আমাদের পরিচিত পুরনো অনেক অ্যাপের মতো এবার বিদায় নিতে চলেছে একসময়ের জনপ্রিয় এই ভিডিও কলিং আ্যাপটিও।

আ্যাপটির মালিক প্রতিষ্ঠান মাইক্রোসফট জানিয়েছে, আগামী ৫ মে, ২০২৫ থেকে আর ব্যবহার করা যাবে না স্কাইপ। এর বদলে মাইক্রোসফট টিমস নামে নতুন প্ল্যাটফর্ম সামনে আনতে চায় প্রতিষ্ঠানটি। মাইক্রোসফট বলছে, যোগাযোগ সেবা উন্নত করার জন্যই তারা এ পদক্ষেপ গ্রহণ করেছে।

এক ব্লগ পোস্টে মাইক্রোসফট জানিয়েছে, ব্যবহারকারীদের আরও আধুনিক ও কার্যকর যোগাযোগের অভিজ্ঞতা দিতে স্কাইপ বন্ধ করে টিমসকে পুরোপুরি অগ্রাধিকার দেওয়া হবে। আগামী তিন মাসের মধ্যে ধাপে ধাপে স্কাইপ ব্যবহারকারীদের মাইক্রোসফট টিমসে স্থানান্তর করা হবে। প্রতিষ্ঠানটি জানায়, স্কাইপ বন্ধ হয়ে গেলেও ব্যবহারকারীরা তাদের আগের সব সুবিধা টিমসের মাধ্যমেই পাবেন।

মাইক্রোসফট ঘোষণা করেছে, নতুন অ্যাপে আরও উন্নত যোগাযোগ সুবিধা পাওয়া যাবে। স্কাইপের ডেটা নিয়ে যারা চিন্তায়, তাদের আশ্বস্ত করা হয়েছে। মাইক্রোসফট জানিয়েছে, একই স্কাইপ অ্যাকাউন্ট ব্যবহার করেই ব্যবহারকারীরা বিনামূল্যে মাইক্রোসফট টিমসে লগ ইন করতে পারবেন।

মাইক্রোসফট জানিয়েছে, স্কাইপে একবার লগ ইন করলেই আগের সব চ্যাট এবং কন্ট্যাক্ট স্থানান্তরিত হবে টিমস-এ। ফলে ব্যবহারকারীরা তাদের কথোপকথন আগের মতোই চালিয়ে যেতে পারবেন। এতে আগের মতোই ব্যক্তিগত ও গ্রুপ কল, বার্তা আদান-প্রদান, ফাইল শেয়ারিংসহ অন্যান্য সুবিধা পাওয়া যাবে।

মাইক্রোসফট আরও জানিয়েছে, আগামী ৫ মে পর্যন্ত স্কাইপ ও টিমস একই সঙ্গে ব্যবহার করা যাবে। ব্যবহারকারীরা চাইলে টিমস অ্যাপ ডাউনলোড করে স্কাইপের অ্যাকাউন্ট দিয়ে লগইন করলেই আগের সব চ্যাট ও কন্ট্যাক্ট স্বয়ংক্রিয়ভাবে পেয়ে যাবেন।

মাইক্রোসফট নতুন ব্যবহারকারীদের জন্য স্কাইপ ক্রেডিট ও কলিং সাবস্ক্রিপশন সেবা বন্ধ করে দিচ্ছে। তবে যারা আগে থেকেই এসব সেবা ব্যবহার করছেন, তারা পরবর্তী মেয়াদ শুরুর আগ পর্যন্ত এসব সেবা ব্যবহারের সুযোগ পাবেন। এ ছাড়া ৫ মের পরও স্কাইপির পেইড ব্যবহারকারীরা স্কাইপ ওয়েবপোর্টাল বা মাইক্রোসফট টিমসের মাধ্যমে ‘স্কাইপে ডায়াল প্যাড’ ব্যবহার করতে পারবেন।

মাইক্রোসফটের ভাষ্য, স্কাইপ বন্ধ হলেও টিমস ব্যবহারকারীদের আরও আধুনিক ও উন্নত যোগাযোগের অভিজ্ঞতা দেবে। টিমসের বহুমুখী ফিচার স্কাইপের তুলনায় বেশি কার্যকর হবে। বিশ্বব্যাপী কয়েক কোটি মানুষ দুই দশক ধরে স্কাইপ ব্যবহার করে আসছেন। তবে গত কয়েক বছরে প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোর সঙ্গে প্রতিযোগিতায় স্কাইপ অনেকটাই পিছিয়ে পড়েছে।

সূত্র : ইন্ডিয়াটুডে ডটইন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বয়স বাড়লে কি মা হওয়ার ঝুঁকি বাড়ে? জানুন ডাক্তারদের ভাষায়

কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে র‌্যালি

ফের লঘুচাপের আভাস, ১২০ ঘণ্টার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

ত্রিপুরার ঘটনায় বাংলাদেশের নিন্দা 

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন / ‘কালবেলা নতুন নতুন খবর নিয়ে পাঠকদের আকৃষ্ট করে যাচ্ছে’

স্বপ্নের নতুন আউটলেট এখন ধানমন্ডি সাত মসজিদ রোডে

সুন্দর দেশ বিনির্মাণে কালবেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : ডিসি আশরাফুর 

সিটি ব্যাংকে চাকরির সুযোগ, অভিজ্ঞতা ছাড়াই করতে পারবেন আবেদন

জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সরকারের নতুন বিবৃতি

১০

কোয়ালিটি কন্ট্রোল বিভাগে চাকরি দিচ্ছে হোন্ডা

১১

জাকেরকে নিয়ে বিরূপ মন্তব্যে বিরক্ত সিমন্স

১২

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

কালবেলা বৈষম্যহীনভাবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে যাচ্ছে : ডিসি সারওয়ার

১৪

পুরো সংসদ ভবন ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী

১৫

পুলিশের সঙ্গে সংঘর্ষ, সংসদ ভবন ছাড়লেন জুলাই যোদ্ধারা

১৬

২০২৬ বিশ্বকাপের জন্য বিক্রি হয়েছে এক মিলিয়নের বেশি টিকিট

১৭

সীমান্তে আত্মঘাতী হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত

১৮

জামায়াতের এমপি প্রার্থীকে হারিয়ে সভাপতি ছাত্রদল নেতা

১৯

 ‘জুলাই সনদ’ তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন : প্রিন্স 

২০
X