কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ০৯:২০ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৫, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বন্ধ হয়ে যাচ্ছে একসময়ের জনপ্রিয় যোগাযোগমাধ্যম স্কাইপ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যখন হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে ভিডিও কল করা যেত না, জুম বা গুগল মিটে বাজার ছেয়ে যায়নি, তখন স্কাইপই ছিল ভরসা। বন্ধু বা আপনজনকে ভিডিও কলে দেখার উত্তেজনা, কত আবেগ জড়িয়ে ওই নীল-সাদা লোগোর সঙ্গে। তবে আমাদের পরিচিত পুরনো অনেক অ্যাপের মতো এবার বিদায় নিতে চলেছে একসময়ের জনপ্রিয় এই ভিডিও কলিং আ্যাপটিও।

আ্যাপটির মালিক প্রতিষ্ঠান মাইক্রোসফট জানিয়েছে, আগামী ৫ মে, ২০২৫ থেকে আর ব্যবহার করা যাবে না স্কাইপ। এর বদলে মাইক্রোসফট টিমস নামে নতুন প্ল্যাটফর্ম সামনে আনতে চায় প্রতিষ্ঠানটি। মাইক্রোসফট বলছে, যোগাযোগ সেবা উন্নত করার জন্যই তারা এ পদক্ষেপ গ্রহণ করেছে।

এক ব্লগ পোস্টে মাইক্রোসফট জানিয়েছে, ব্যবহারকারীদের আরও আধুনিক ও কার্যকর যোগাযোগের অভিজ্ঞতা দিতে স্কাইপ বন্ধ করে টিমসকে পুরোপুরি অগ্রাধিকার দেওয়া হবে। আগামী তিন মাসের মধ্যে ধাপে ধাপে স্কাইপ ব্যবহারকারীদের মাইক্রোসফট টিমসে স্থানান্তর করা হবে। প্রতিষ্ঠানটি জানায়, স্কাইপ বন্ধ হয়ে গেলেও ব্যবহারকারীরা তাদের আগের সব সুবিধা টিমসের মাধ্যমেই পাবেন।

মাইক্রোসফট ঘোষণা করেছে, নতুন অ্যাপে আরও উন্নত যোগাযোগ সুবিধা পাওয়া যাবে। স্কাইপের ডেটা নিয়ে যারা চিন্তায়, তাদের আশ্বস্ত করা হয়েছে। মাইক্রোসফট জানিয়েছে, একই স্কাইপ অ্যাকাউন্ট ব্যবহার করেই ব্যবহারকারীরা বিনামূল্যে মাইক্রোসফট টিমসে লগ ইন করতে পারবেন।

মাইক্রোসফট জানিয়েছে, স্কাইপে একবার লগ ইন করলেই আগের সব চ্যাট এবং কন্ট্যাক্ট স্থানান্তরিত হবে টিমস-এ। ফলে ব্যবহারকারীরা তাদের কথোপকথন আগের মতোই চালিয়ে যেতে পারবেন। এতে আগের মতোই ব্যক্তিগত ও গ্রুপ কল, বার্তা আদান-প্রদান, ফাইল শেয়ারিংসহ অন্যান্য সুবিধা পাওয়া যাবে।

মাইক্রোসফট আরও জানিয়েছে, আগামী ৫ মে পর্যন্ত স্কাইপ ও টিমস একই সঙ্গে ব্যবহার করা যাবে। ব্যবহারকারীরা চাইলে টিমস অ্যাপ ডাউনলোড করে স্কাইপের অ্যাকাউন্ট দিয়ে লগইন করলেই আগের সব চ্যাট ও কন্ট্যাক্ট স্বয়ংক্রিয়ভাবে পেয়ে যাবেন।

মাইক্রোসফট নতুন ব্যবহারকারীদের জন্য স্কাইপ ক্রেডিট ও কলিং সাবস্ক্রিপশন সেবা বন্ধ করে দিচ্ছে। তবে যারা আগে থেকেই এসব সেবা ব্যবহার করছেন, তারা পরবর্তী মেয়াদ শুরুর আগ পর্যন্ত এসব সেবা ব্যবহারের সুযোগ পাবেন। এ ছাড়া ৫ মের পরও স্কাইপির পেইড ব্যবহারকারীরা স্কাইপ ওয়েবপোর্টাল বা মাইক্রোসফট টিমসের মাধ্যমে ‘স্কাইপে ডায়াল প্যাড’ ব্যবহার করতে পারবেন।

মাইক্রোসফটের ভাষ্য, স্কাইপ বন্ধ হলেও টিমস ব্যবহারকারীদের আরও আধুনিক ও উন্নত যোগাযোগের অভিজ্ঞতা দেবে। টিমসের বহুমুখী ফিচার স্কাইপের তুলনায় বেশি কার্যকর হবে। বিশ্বব্যাপী কয়েক কোটি মানুষ দুই দশক ধরে স্কাইপ ব্যবহার করে আসছেন। তবে গত কয়েক বছরে প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোর সঙ্গে প্রতিযোগিতায় স্কাইপ অনেকটাই পিছিয়ে পড়েছে।

সূত্র : ইন্ডিয়াটুডে ডটইন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতা থেকে সরে আসার হুমকি যুক্তরাষ্ট্রের

নাতনিকে ইভটিজিং, প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা

বাড়িতে ঢুকে মা-বাবাকে মারধর করে মেয়েকে অপহরণ, গ্রেপ্তার ১

গাজায় আরও অর্ধশতাধিক নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা অনেকে

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

তিন সাংবাদিকের চাকরিচ্যুতির ঘটনায় আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই : ফারুকী

শেষ হয়েছে দুই মাসের নিষেধাজ্ঞা, ইলিশ ধরতে প্রস্তুত ভোলার জেলেরা

পাট শ্রমিক দলের সভাপতি হলেন সাঈদ আল নোমান

সাতক্ষীরায় বিএনপির সার্চ কমিটিতে আ.লীগ

৩০ এপ্রিল : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১১

৩০ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

১২

বিজেপি নেতার তোপে মোদি ও অমিত শাহ

১৩

ইট মারলে আমরা পাথর ছুড়ব, ভারতকে ইসহাক দার

১৪

পাকিস্তানের তথ্যমন্ত্রী / ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত

১৫

নিরাপদ ভোজ্যতেল প্রাপ্তির বাধা দূর করতে হবে

১৬

সাড়ে সাত হাজার চিকিৎসকের পদোন্নতি আটকে

১৭

বগা সেতু বাস্তবায়নে উপদেষ্টার সঙ্গে ড. মাসুদের বৈঠক

১৮

মানবিক সহায়তা করিডোর বিষয়ে গণসংহতি আন্দোলনের বিবৃতি

১৯

আর্সেনালকে হারিয়ে ফাইনালে এক পা পিএসজির

২০
X