কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০৫:০১ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৫, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে হামলা নিয়ে নতুন ঘোষণা দিল ইরান

ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের আক্রান্ত এক ধ্বংসস্তূপে উদ্ধারকর্মীরা। ছবি : সংগৃহীত
ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের আক্রান্ত এক ধ্বংসস্তূপে উদ্ধারকর্মীরা। ছবি : সংগৃহীত

ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা এখনও থামছে না- জানিয়েছে ইরান। জ্যেষ্ঠ এক সামরিক কর্মকর্তার বরাতে দেশটির সংবাদ সংস্থা ফারস এই তথ্য প্রকাশ করেছে। আল জাজিরার খবর অনুযায়ী, সেই কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে এই হামলা আরও চলবে এবং তা আক্রমণকারীদের (ইসরায়েল) জন্য অত্যন্ত যন্ত্রনাদায়ক ও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে।

নাম প্রকাশে অনিচ্ছুক সেই কর্মকর্তা বলেন, গতরাতের সীমিত পদক্ষেপে এই সংঘর্ষ শেষ হচ্ছে না। ইরানের হামলা অব্যাহত থাকবে।

শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় ভোররাতে ইরানে বড় আকারে বিমান হামলা চালায় ইসরায়েল। এর জবাবে শনিবার (১৪ জুন) ভোররাতে পাল্টা হামলা চালায় ইরান। দু’দেশই সেই রাত জুড়ে একে অপরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে।

সংবাদ প্রকাশিত হয়েছে যে ইরানে অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়েছে এই হামলায়। এর মধ্যে রয়েছে ইরানের আধাসামরিক বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামির মৃত্যুসংবাদ। অপর দিকে, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরির মৃত্যুসংবাদও নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

ইসরায়েলের এই হামলার জবাবে তেল আবিবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর ফলে অন্তত ৮০ জন আহত হয়েছে, যাদের মধ্যে ৩জন আশঙ্কাজনক এবং পরে তাদের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে। ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে যে আরও অনেকেই গুরুতর আহত হয়েছে, অপর দিকে অনেকে হালকা আঘাত বা মানসিক আতঙ্কে আছেন।

ইরানি মিডিয়ার দাবি, শুক্রবার গভীর রাতে শত শত ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। অপর দিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে যে এর প্রকৃত সংখ্যা ১০০টিরও কম।

আইডিএফ জানিয়েছে যে রাতভর চারটি হামলায় ডজন ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, কিন্তু নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে তারা।

ইরানে নিক্ষিপিত বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র মধ্য ইসরায়েলে আঘাত হানে। এর ফলস্বরূপ তেল আবিবে বড় বিস্ফোরণের শব্দ শোনা যায় ও বিভিন্ন এলাকা থেকে ধোঁয়া উড়তে শুরু করে।

সংঘাতের এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ও অনিশ্চয়তা বিদ্যমান রয়েছে - যা আরও বিস্তার লাভ করার আশঙ্কাও প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় পার্টি ও ১৪ দলের প্রার্থীদের মনোনয়ন স্থগিত চায় জুলাই ঐক্য

ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

ব্রিটেনে তরুণীকে ধর্ষণ করলেন রাজনৈতিক আশ্রয়প্রার্থী যুবক

রাজনীতি হবে মানুষের সেবা ও দেশের উন্নয়নের জন্য : হাবিব

অভিবাসন দমনে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করল মিনেসোটা

‘নারী অবমাননার’ বিতর্কে যশের ‘টক্সিক’

মাথার খুলি খুলে রাখা হয়েছে হুজাইফার

তীব্র উত্তেজনার মধ্যে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করল ইরান

জিয়া পরিষদ টেলিটক শাখার দোয়া মাহফিল / খালেদা জিয়ার আদর্শ অনুপ্রেরণা হয়ে থাকবে

আগামী নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা নির্ধারণের নির্বাচন : সালাহউদ্দিন 

১০

আমদানিতে শুল্ক কমাল, কত কমতে পারে মোবাইলের দাম?

১১

ইরানে বাড়ি বাড়ি তল্লাশিতে মিলল মার্কিন অস্ত্র ও বিস্ফোরক

১২

গুলিবিদ্ধ শিশু হুজাইফাকে পাঠানো হচ্ছে ঢাকায়

১৩

লিভার সুস্থ রাখতে যে সবজি হতে পারে আপনার দৈনন্দিন বন্ধু

১৪

শাকসু নির্বাচন নিয়ে সর্বশেষ যা জানা গেল

১৫

অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ছাড়ার সতর্কবার্তা

১৬

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৩ কর্মকর্তা চাকরিচ্যুত

১৭

প্রেম করছেন নোরা ফাতেহি, প্রেমিক কে?

১৮

অতীতে কারা দায়মুক্তি দিয়েছিলেন? জুলাই যোদ্ধাদের কী হবে

১৯

ইরানের বিরুদ্ধে জরুরি পদক্ষেপের আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের

২০
X