মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বার্তা, ছবি কিংবা ভিডিও আদান-প্রদানে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ব্যবহার করেন বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় এই প্ল্যাটফর্মটি। বিল্ড কোয়ালিটি, সহজ ব্যবহার পদ্ধতি আর নিরাপদ হওয়ায় মেটার এই অ্যাপটি গ্রাহকদের বেশি পছন্দ।
হোয়াটসঅ্যাপে অনেক দিন আগেই যুক্ত হয়েছে স্ট্যাটাস দেওয়ার সুবিধা। স্ট্যাটাসে যখন যা খুশি শেয়ার করা যাচ্ছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো। অন্যের স্ট্যাটাসে রিঅ্যাক্টও দেওয়া যায়। এবার আরেকটি নতুন ফিচার যুক্ত হচ্ছে এই প্ল্যাটফর্মে। অন্যের স্ট্যাটাস শেয়ার করার অপশন চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।
ধরুন, আপনার কন্টাক্ট লিস্টে থাকা কেউ একজন একটি ভিডিও, গান বা লেখা স্ট্যাটাস দিয়েছেন। আপনার তা খুব পছন্দ হয়েছে। আপনি তা আপনার অ্যাকাউন্টে শেয়ার দিতে পারবেন। একইভাবে আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসও অন্যরা শেয়ার করতে পারবেন। কিন্তু তার জন্য স্ট্যাটাস বা স্টোরি দেওয়ার সময় ‘অ্যালাউ শেয়ারিং’ অপশনটি অন করে দিতে হবে। অন্যথায় মিলবে না শেয়ারের অপশন।
ফেসবুকে শেয়ারের ক্ষেত্রে মূল পোস্টটি যার করা, তার নাম দেখা যায়। নিশ্চয়ই ভাবছেন, এক্ষেত্রেও তা হবে কি না। উত্তর হচ্ছে, না। প্রাইভেসি পলিসি অনুযায়ী, মূল পোস্টটি কার করা তা দেখা যাবে না শেয়ারের ক্ষেত্রে।
মন্তব্য করুন