

এক্স (সাবেক টুইটার) শিগগিরই পুরোনো twitter.com ডোমেইন বন্ধ করতে যাচ্ছে। ফলে যারা ইউবিকি বা পাসকি ব্যবহার করে ২-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) চালু রেখেছেন, তাদের ১০ নভেম্বরের আগে নতুনভাবে সেটআপ করতে হবে। না হলে অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন না।
কারা ঝুঁকিতে?
যারা ইউবিকি বা পাসকি ব্যবহার করে 2FA চালু রেখেছেন। অথেনটিকেটর অ্যাপ, SMS বা অন্যান্য 2FA ব্যবহারকারীদের কোনো পরিবর্তনের প্রয়োজন নেই।
আপনি ঝুঁকিতে আছেন কিনা কিভাবে বুঝবেন?
Settings & Privacy → Security & Account Access → Security → Two-Factor Authentication
যদি ইউবিকি বা পাসকি সক্রিয় থাকে, তাহলে আপনি ঝুঁকিতে আছেন।
কীভাবে অ্যাকাউন্ট লক হওয়া এড়াবেন?
১০ নভেম্বরের আগে x.com-এ গিয়ে নতুনভাবে ইউবিকি বা পাসকি সেটআপ করুন। না করলে অ্যাকাউন্টে লগইন সম্ভব হবে না।
এক্স-এর পরামর্শ
সবসময় 2FA চালু রাখুন ও নিয়মিত নিরাপত্তা সেটিংস চেক করুন এবং প্রয়োজনীয় পরিবর্তন করুন।
যদি আপনি ইউবিকি বা পাসকি ব্যবহারকারী হন, ১০ নভেম্বরের আগে নতুন সেটআপ না করলে আপনার এক্স অ্যাকাউন্ট লক হতে পারে। এখনই চেক করে আপডেট করা নিরাপদ।
সূত্র : প্রযুক্তি
মন্তব্য করুন