শুধু অবকাঠামোতেই নয়, মানবসম্পদ উন্নয়নেও নজর দিচ্ছে গুগল। ভার্জিনিয়ার শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও চাকরিমুখী প্রশিক্ষণ চালু করছে তারা। পাশাপাশি, ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়, ব্রাইটপয়েন্ট কমিউনিটি কলেজ এবং নর্দার্ন ভার্জিনিয়া কমিউনিটি কলেজকে যুক্ত করা হয়েছে গুগলের ‘এআই ফর এডুকেশন অ্যাকসেলারেটর’ প্রকল্পে।
এই অবস্থায় আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যে আরও ৯০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে গুগল। এই বিনিয়োগ ২০২৬ সাল পর্যন্ত চলবে। এই অর্থ মূলত ক্লাউড ও এআই অবকাঠামোতে ব্যয় করা হবে। এই বিনিয়োগ শুধু ভার্জিনিয়ার অর্থনীতিকে এগিয়ে নেবে না, বরং যুক্তরাষ্ট্রকে বৈশ্বিকভাবে এআই প্রযুক্তিতে নেতৃত্ব ধরে রাখতে সহায়তা করবে।
এর অংশ হিসেবে ভার্জিনিয়ার চেস্টারফিল্ড কাউন্টিতে একটি নতুন ডেটা সেন্টার স্থাপন করা হচ্ছে। এ জন্য স্থানীয় অংশীদারদের সঙ্গে মিলে বিদ্যুৎ চাহিদা মেটানো, জ্বালানি দক্ষতা কর্মসূচি এবং নতুন প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।
এ ছাড়া ‘Virginia Has Jobs’ নামে একটি উদ্যোগের মাধ্যমে ভার্জিনিয়ার সাধারণ মানুষও এআই প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।
মন্তব্য করুন