

২০২৫ সালে বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে ব্যাপক চাকরি ছাঁটাই অব্যাহত রয়েছে। এ বছর এখন পর্যন্ত ২২ হাজারেরও বেশি কর্মী চাকরি হারিয়েছেন। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ১ লাখ ৫০ হাজারের বেশি। এ তথ্য জানিয়েছে প্রযুক্তি সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ।
প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও স্বয়ংক্রিয় প্রযুক্তির দিকে দ্রুত ঝুঁকছে বড় বড় প্রতিষ্ঠানগুলো। দক্ষতা বাড়ানোর এই প্রয়াসের ফলে চাকরির কাঠামো ও প্রযুক্তি উদ্ভাবন উভয় ক্ষেত্রেই বড় ধরনের পরিবর্তন ঘটছে।
চাকরি ছাঁটাইয়ে শীর্ষে রয়েছে মাইক্রোসফট, গুগল, আমাজন, মেটা, ইন্টেল, ওরাকল এবং সেলসফোর্স। এ ছাড়া সিসকো, এইচপি, ইলেকট্রনিক আর্টস, এক্সপিডিয়া, টিকটক, লেনোভো ও অ্যাটল্যাসিয়ানও কর্মী কমানোর ঘোষণা দিয়েছে।
টেকক্রাঞ্চ জানায়, শুধু ফেব্রুয়ারি মাসেই প্রযুক্তি খাতে ১৬ হাজারের বেশি কর্মীকে ছাঁটাই করা হয়েছে। সূত্র : শাফাক নিউজ
মন্তব্য করুন