

অনলাইনে ফর্ম পূরণ করা এখন আর ঝামেলার কাজ নয়। গুগল ক্রোমের নতুন অটোফিল আপডেট এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে নাম-ঠিকানা থেকে শুরু করে ভ্রমণসংক্রান্ত তথ্যও খুব সহজে স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যায়। এতে সময়ও বাঁচে, আর ভুল হওয়ার সুযোগও কমে।
মোবাইল ও কম্পিউটার - দুই প্ল্যাটফর্মেই গুগল ক্রোমে বড় পরিবর্তন এসেছে অটোফিল ফিচারে। এবার গুগল অ্যাকাউন্ট ও গুগল ওয়ালেটে যেসব তথ্য আগে থেকেই রাখা আছে, সেগুলো আরও দ্রুত ও নির্ভুলভাবে ফর্মে ভরে যাবে। সাজেশন লিস্টও এখন আরও পরিষ্কার দেখাবে, যাতে সঠিক তথ্য বেছে নেওয়া সহজ হয়।
ক্রোমে সাইন-ইন থাকলেই আপনার গুগল অ্যাকাউন্টে থাকা নাম, ই-মেইল, বাসার ঠিকানা বা অফিসের ঠিকানা—সবকিছুই অ্যান্ড্রয়েড, আইওএস ও ডেস্কটপে অটোফিল হয়ে যাবে। বারবার একই তথ্য টাইপ করার ঝামেলা আর থাকবে না।
অ্যান্ড্রয়েডের কিবোর্ডের ওপরে এখন দুই লাইনে অটোফিল সাজেশন দেখা যাবে। কারও একই নামের একাধিক সংরক্ষিত তথ্য থাকলে অতিরিক্ত তথ্য দেখে সহজেই সঠিক অপশনটি বেছে নেওয়া যাবে।
বিদেশি ঠিকানা পূরণে আরও স্মার্ট
আন্তর্জাতিক ঠিকানা বুঝতে ক্রোম এখন আরও উন্নত।
মেক্সিকোর বিশেষ ধরনের ঠিকানা (যেখানে দুটি রাস্তার নাম থাকে) এখন ভালোভাবে শনাক্ত করতে পারে।
জাপানের ফোনেটিক নাম সিস্টেমও ক্রোমে যুক্ত হচ্ছে, যা স্থানীয়দের জন্য অনেক সুবিধাজনক।
পাসপোর্ট-লাইসেন্সসহ আরও তথ্য অটোফিল
নতুন ‘এনহ্যান্সড অটোফিল’ ফিচারের মাধ্যমে এখন পাসপোর্ট নম্বর, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির নম্বরপ্লেট, লয়্যালটি কার্ড নম্বরসহ আরও অনেক তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ করা যায়। এতে দীর্ঘ ফর্ম পূরণ অনেক সহজ হয়ে গেছে।
ডেস্কটপ ও অ্যান্ড্রয়েড ক্রোম এখন গুগল ওয়ালেটে রাখা ভ্রমণসংক্রান্ত তথ্যও ব্যবহার করতে পারে। ফ্লাইটের তারিখ-সময়সহ গাড়ি ভাড়া বা অন্যান্য ভ্রমণসেবার ফর্ম খুব দ্রুত পূরণ হয়ে যাবে।
নতুন অটোফিল আপডেট ব্যবহারকে আরও দ্রুত, নিরাপদ ও আরামদায়ক করেছে। সামনে আরও আন্তর্জাতিক সাপোর্ট ও উন্নত নিরাপত্তা যুক্ত হলে অনলাইন ফর্ম পূরণ সত্যিই পুরোপুরি অটোমেটেড হয়ে যাবে।
সূত্র : প্রযুক্তি
মন্তব্য করুন