

আমরা প্রতিদিন যেসব অনলাইন কাজ করি—ব্যাংকিং, সোশ্যাল মিডিয়া কিংবা বিভিন্ন সেবা— সবকিছুর জন্যই পাসওয়ার্ড দরকার। কিন্তু অনেকেই এমন পাসওয়ার্ড বেছে নেন যেগুলো সহজে মনে রাখা যায়, আবার সহজেই ভেঙেও ফেলা যায়। ফলে নিজের অজান্তেই বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়।
অনেক ব্যবহারকারী নিজেদের সুবিধার জন্য নাম, জন্মতারিখ বা ধারাবাহিক সংখ্যার মতো সহজ পাসওয়ার্ড ব্যবহার করেন। কিন্তু হ্যাকাররা বিশেষ সফটওয়্যার দিয়ে খুব দ্রুত এ ধরনের পাসওয়ার্ড ভেঙে ফেলতে পারে। পাশাপাশি ডার্ক ওয়েব থেকেও নানা তথ্য সংগ্রহ করে, যা পরিচয় চুরি বা আর্থিক ক্ষতির কারণ হতে পারে।
ভিপিএন প্রতিষ্ঠান নর্ডপাস ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ঘটে যাওয়া বিভিন্ন ডেটা ফাঁস বিশ্লেষণ করে সবচেয়ে বেশি ব্যবহৃত ২০০টি পাসওয়ার্ডের তালিকা তৈরি করেছে। তারা দেশভিত্তিক ও প্রজন্মভিত্তিক পাসওয়ার্ড ব্যবহারের ধরনও তুলে ধরেছে।
যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড
মার্কিন ব্যবহারকারীদের কাছে যেসব পাসওয়ার্ড সবচেয়ে জনপ্রিয়: admin, password, 123456, 12345678, 123456789, 12345, Password, 12345678910, Gmail.12345, Password1
জেন-জেড (Gen Z) প্রজন্মের পাসওয়ার্ড
তরুণদের ব্যবহৃত শীর্ষ পাসওয়ার্ডগুলো: 12345, 123456, 12345678, 123456789, password, 1234567890, skibidi, 1234567, pakistan123, assword
মিলেনিয়ালদের ব্যবহৃত পাসওয়ার্ড
এই প্রজন্ম বেশি ব্যবহার করে সংখ্যা ও ব্যক্তিগত নাম: 123456, 1234qwer, 123456789, 12345678, 12345, 1234567890, password, 1234567, Contraseña, mustufaj
জেন এক্স (Gen X) প্রজন্মের পাসওয়ার্ড
সংখ্যার সিকোয়েন্স ও নাম অধিক ব্যবহৃত: 123456, 123456789, 12345, veronica, lorena, 12345678, 1234567, valentina, teckiss, follar
বেবি বুমারদের পাসওয়ার্ড
বুমাররা সাধারণ সংখ্যা ও নাম বেশি ব্যবহার করেন: 123456, 123456789, 12345, maria, Contraseña, susana, silvia, graciela, monica, claudia
কেন শক্তিশালী পাসওয়ার্ড জরুরি?
সহজ পাসওয়ার্ড ব্যবহার করা যতই সুবিধাজনক মনে হোক, এগুলোই সবচেয়ে বড় দুর্বলতা তৈরি করে। অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি অ্যাকাউন্টে ভিন্ন ও জটিল পাসওয়ার্ড ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সূত্র : প্রযুক্তি
সহজ পাসওয়ার্ড ব্যবহার করা যতই সুবিধাজনক মনে হোক, এগুলোই সবচেয়ে বড় দুর্বলতা তৈরি করে। অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি অ্যাকাউন্টে ভিন্ন ও জটিল পাসওয়ার্ড ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সূত্র : প্রযুক্তি
মন্তব্য করুন