কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

অবহেলিত ও পিছিয়ে পরা শিশুদের উন্নয়নে আরবান সংসদীয় ককাস

আরবান সংসদীয় ককাস এর আলোচনা সভায় বিশিষ্টজনেরা। ছবি : কালবেলা
আরবান সংসদীয় ককাস এর আলোচনা সভায় বিশিষ্টজনেরা। ছবি : কালবেলা

স্মার্ট বাংলাদেশ গড়তে দেশের সকল শিশু, বিশেষ করে আরবান এলাকার অবহেলিত ও পিছিয়ে পরা জনগোষ্ঠীর শিশুদের সার্বিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ, এসডিজি, আন্তর্জাতিক শিশু অধিকার সনদ ও বিদ্যমান আইন ও পলিসিসমূহের আলোকে আরবান সংসদীয় ককাসের সংসদ সদস্যরা কাজ করবে।

আজ শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সংসদ সদস্য হোস্টেলের এলডি হলে আরবান সংসদীয় ককাস এর প্রস্তাবিত কার্যক্রমসমূহের উপর প্রথম আলোচনা সভায় বিশিষ্টজনেরা এসব কথা বলেন।

বক্তারা আরও বলেন, শিশু সংক্রান্ত আইন/নীতিসমূহের ক্ষেত্রে কোনো সংযোজন বা পরিমার্জন বা বিয়োজন ও সংশোধন বিষয়ে সংসদ, সংসদ বিষয়ক কমিটির সভায়, সংসদের বাইরে আরবান সংসদীয় ককাসের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনায় সভাপতিত্ব করেন আরবান সংসদীয় ককাস এর চেয়ারপারসন রানা মোহাম্মদ সোহেল, এমপি। স্বাগত বক্তব্য দেন আরবান সংসদীয় ককাস এর কো-চেয়ার সৈয়দ রুবিনা আক্তার মিরা, এমপি, আরবান সংসদীয় ককাস গঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম নিয়ে বক্তব্য দেন আরবান সংসদীয় ককাস এর সদস্য আরমা দত্ত, এমপি। এছাড়াও বক্তব্য দেন সদস্য সিমিন হোসেন রিমি, বাসন্তী চাকমা, এমপি, হাবিবা রহমান খান, এমপি, শিরীন আহমেদ এমপি, আবিদা আনজুম মিতা, এমপি, শামসুন নাহার এমপি, জিন্নাতুল বাকিয়া, এমপি, মহিলা আইনজীবী সমিতির চেয়ারম্যান সালমা আলী, ব্রেকিং দ্য সাইলেন্সের নির্বাহী পরিচালক রোকসানা সুলতানা, অপরাজেয় বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু প্রমুখ।

রানা মোহাম্মদ সোহেল বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সেই স্থানের মানুষেরা শহরে চলে আসে। এর প্রভাবে দেশের ভেতরে এক স্থান থেকে আরেকস্থানে অভিবাসন হয়। তাদের বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি ইত্যাদি সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবো সম্মিলিতভাবে।

আরমা দত্ত, এমপি বলেন, জলবায়ু পরিবর্তনে নারী ও শিশুর ইস্যু থাকবে কিনা এ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা হচ্ছে। আরবানের পথশিশু, নারী-পুরুষদের জন্য কি করা যায় এর পরিকল্পনা গ্রহণ এবং আরবান সংসদীয় ককাসে এটি অন্তর্ভূক্ত করার জোর দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, এতে আরবান এলাকার মানুষ বিশেষ করে দরিদ্র, বস্তিবাসী ও ঝুঁকিপূর্ণ শিশুদের অধিকার বিষয় গুরুত্ব পাবে।

সিমিন হোসেন রিমি এমপি বলেন, আন্তর্জাতিক সংস্থা যারা আছেন, তারা যদি আমাদের পরামর্শ দেন এবং কিকি কাজ করা যেতে পারে তা আলোচনায় তুলে ধরেন। সকলের চিন্তা একজায়গায় আসতে পারি, তাহলে আমরা যৌথভাবে কাজ করতে পারবো। কারণ আমাদের উভয়ের কাজের উদ্দেশ্যে সৎ। এজন্য পরিকল্পনা দরকার।

ওয়াল্ড ভিশনের সিনিয়র ডিরেক্টর– অপারেশন্স চন্দন জেড গোমেজ বলেন, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার সঙ্গে কিভাবে সংসদীয় আরবান ককাসকে সম্পৃক্ত করে দেশের সমস্যা নিরসনে কি কি কর্মসূচি নেওয়া যায় সেই সিদ্ধান্ত নিতে হবে। কাউকে বাদ না দিয়ে সবাইকে নিয়ে চলতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাড়িতে ভাঙচুর-আগুন

ধানমন্ডিতে ছায়ানট ভবনে ভাঙচুর ও আগুন

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার ঘটনায় ফখরুলের পোস্ট

প্রথম আলো-ডেইলি স্টারের আগুন নিয়ন্ত্রণে

১৯ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

প্রথম আলো ও ডেইলি স্টারের সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে

হাদিকে ‘সাচ্চা দেশপ্রেমিক’ অ্যাখ্যা দিলেন জামায়াত আমির

মানিক মিয়া অ্যাভিনিউতে হাদির জানাজায় শরিক হওয়ার আহ্বান

হান্নান মাসউদকে প্রকাশ্যে হত্যার হুমকি

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে বিক্ষুব্ধ ছাত্রজনতা

১০

হাদির মৃত্যুর খবরে উত্তাল চট্টগ্রাম

১১

আমাদের পথ ধ্বংসের নয়, পুনর্গঠনের : হাসনাত আবদুল্লাহ

১২

‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’

১৩

এখনও নিয়ন্ত্রণে আসেনি প্রথম আলো কার্যালয়ের আগুন

১৪

ঢাবিতে বঙ্গবন্ধু হলের নাম বদলে এখন ‘শহীদ ওসমান হাদি হল’

১৫

গভীর রাতে সাধারণ জনগণকে যে আহ্বান জানাল ইনকিলাব মঞ্চ

১৬

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলার চেষ্টা

১৭

গণমাধ্যমে হামলা ও আগুন: যা বললেন ভিপি সাদিক কায়েম

১৮

কারও উসকানিতে পা না দিতে আহ্বান সংস্কৃতি উপদেষ্টার

১৯

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে বিক্ষুব্ধ ‘ছাত্র জনতার’ অবস্থান

২০
X