কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ০৮:১৭ এএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০৯:০৭ এএম
অনলাইন সংস্করণ

ভয়ংকর তাণ্ডব চালাতে পারে টাইফুন কং-রে

সুপার টাইফুন কং-রের অবস্থান। ছবি : সংগৃহীত
সুপার টাইফুন কং-রের অবস্থান। ছবি : সংগৃহীত

ধেয়ে আসছে সুপার টাইফুন কং-রে। ৩০ বছরের মধ্যে তাইওয়ানে সবচেয়ে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হতে চলেছে এটি। ফলে কার্যত শাট ডাউনের কবলে পড়েছে তাইওয়ান।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) চ্যানেল নিউজ এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সুপার টাইফুনটি আছড়ে পড়তে পারে। ফলে স্বায়ত্তশায়িত এ অঞ্চলের সব শহর ও কাউন্টি একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আর্থিক বাজার ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে।

তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৪টার দিকে পাহাড়ি ও কম জনবহুল এলাকায় এটি আছড়ে পড়তে পারে। এর ফলে দ্বীপজুড়ে শক্তিশালী বাতাস এবং মুষলধারে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কং-রের প্রভাবে উপকূলীয় অঞ্চলে ধ্বংসাত্মক বাতাসসহ পূর্ব তাইওয়ানে এক দশমিক দুই মিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তাইওয়ানের সরকার জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় উদ্ধার প্রচেষ্টায় সাহায্য করার জন্য ৩৬ হাজার সেনা প্রস্তুত রেখেছে। এ ছাড়া এবং চার হাজার ৫০০ জনকে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি, বিশ্বের বৃহত্তম কন্ট্রাক চিপমেকার এবং অ্যাপল ও এনভিডিয়ার মতো সংস্থাগুলোর প্রধান সরবরাহকারী প্রতিষ্ঠান জানিয়েছে, তারা সমস্ত কারখানা এবং নির্মাণ সাইটে নিয়মিত টাইফুন সতর্কতা প্রস্তুতির পদ্ধতিগুলো চালু করেছে।

এক বিৃবতিতে প্রতিষ্ঠান জানিয়েছে, আমরা আমাদের কার্যক্রমে উল্লেখযোগ্য প্রভাব পড়বে বলে আশা করছি না।

এর আগে মার্কিন নৌবাহিনীর যৌথ টাইফুন সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, প্রায় ৩০০ কিলোমিটার বেগে এটিয়ে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে এটি একটি সুপার টাইফুনে পরিণত হয়েছে এবং তাইতুং কাউন্টিতে আঘাত করার আগে এটি আরও তীব্র হবে বলে আশা করা হচ্ছে৷

ঘূর্ণিঝড়বিষয়ক জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার (জেটিডব্লিউসি) বুধবার জানিয়েছে, ফিলিপাইন সাগরের ওপর দিয়ে বর্তমানে এটি উত্তর পশ্চিমে অগ্রস হচ্ছে। বুধবার এটি সুপার টাইফুনে রূপ নিয়েছে।

পূর্ব উপকূলের বাসিন্দাদের নিরাপদে থাকতে ও পর্যাপ্ত প্রস্তুতি নিতে সতর্ক করেছে তাইওয়ানের কর্তৃপক্ষ। এ ছাড়া বিভিন্ন স্থানে বিশেষ করে তাইপেতে বৃহস্পতিবার ভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উল্লেখ্য, টাইফুল বলা হয় মূলত প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে তৈরি হওয়া ঘূর্ণিঝড়কে। এর প্রভাবে প্রতিবছর চীন, তাইওয়ান ফিলিপাইন ও জাপানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্ষোভে সন্ত্রাসীদের সহায়তা দিচ্ছে ইসরায়েল, অভিযোগ ইরানের

ইরানে হামলা পেছাতে ট্রাম্পকে অনুরোধ করেন নেতানিয়াহু

ইউরোপীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ

কোন ভিসায় স্থগিতাদেশ, জানাল যুক্তরাষ্ট্র

১১ দলীয় জোট ৪৭ আসনে প্রার্থী দেয়নি যে কারণে

ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন আজ

কেন ১৪৭০৭ কোটির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন মেসি?

প্রার্থিতা পাননি মাহমুদা মিতু, যা বললেন নাহিদ ইসলাম

জাতীয় নির্বাচন / ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি

খালেদা জিয়ার আদর্শ ধারণ করেই আগামীর রাষ্ট্র বিনির্মাণ করবে বিএনপি : রবিন

১০

প্রার্থী নিয়ে বিভ্রান্তি, যা জানাল বাংলাদেশ খেলাফত মজলিস

১১

ঢাকায় শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

১২

যেসব আসন পেয়েছে এনসিপি 

১৩

শুক্রবার থেকেই মাঠে ফিরছে বিপিএল

১৪

মুঠোফোনে হুমকি পাওয়ার অভিযোগ কোয়াব সভাপতি মিঠুনের

১৫

জাইমা রহমানের ফেসবুক-ইনস্টাগ্রাম আইডির তথ্য জানাল বিএনপি

১৬

যে ২০ আসন পেল বাংলাদেশ খেলাফত মজলিস

১৭

ভিসা নিয়ে মার্কিন সিদ্ধান্তের বিষয়ে কী করবে সরকার, জানালেন তথ্য উপদেষ্টা

১৮

ঢাকার রামপুরা ও ময়মনসিংহে মি. ডিআইওয়াইয়ের দুটি স্টোর উদ্বোধন

১৯

রূপায়ণ গ্রুপের অ্যানুয়াল বিজনেস প্ল্যান (এবিপি) ২০২৬ হস্তান্তর

২০
X