কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

চীন সফরে বিল গেটস, সাক্ষাৎ করবেন শি জিনপিংয়ের সঙ্গে

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। ছবি : সংগৃহীত
মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। ছবি : সংগৃহীত

চীন সফর করছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। আজ বুধবার দেশটির রাজধানী বেইজিংয়ে পৌঁছানোর কথা এক টুইটবার্তায় জানিয়েছেন তিনি। ২০১৯ সালের পর প্রথমবারের মতো চীন সফরে গেলেন এ মার্কিন ধনকুবের।

সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন বিল গেটস। তাদের মুখোমুখি বৈঠক হতে পারে। তবে তাদের আলোচনার বিষয় কী হবে, সে সম্পর্কে কিছু জানা যায়নি। এ সফর সংশ্লিষ্ট দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এসব তথ্য নিশ্চিত করেছে।

টুইটবার্তায় বিল গেটস জানান, বৈশ্বিক স্বাস্থ্য ও উন্নয়নসম্পর্কিত চ্যালেঞ্জ নিয়ে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সঙ্গে কাজ করেন, এমন অংশীদারদের সঙ্গে দেখা করবেন তিনি।

গত কয়েক বছরের মধ্যে কোনো বিদেশি ব্যবসায়ীর সঙ্গে এটিই প্রথম বৈঠক চীনা প্রেসিডেন্ট শির।

করোনা মহামারির সময় বিদেশিদের জন্য দীর্ঘদিন সীমান্ত বন্ধ রাখে চীন। করোনার তিন বছর অন্য কোনো দেশ সফরেও যাননি শি। এমনকি দেখা করেননি কোনো বিদেশি শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীর সঙ্গেও। বিল গেটসের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে প্রেসিডেন্ট শির এ দীর্ঘ বিরতিরও অবসান হতে চলেছে।

গত বছরের শুরুতে বিদেশিদের জন্য নিজেদের সীমান্ত খুলে দেয় চীন। এরপর অনেক বিদেশি প্রতিষ্ঠানের সিইও চীন সফর করেন। সফরকালে তারা বিভিন্ন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারলেও শির দেখা পাননি। গত মার্চে প্রধানমন্ত্রী লি কিয়াং অ্যাপলের টিম কুকসহ একদল বিদেশি সিইওর সঙ্গে দেখা করেন। এ ছাড়া টেসলা প্রধান ইলন মাস্ক গত মাসে উপপ্রধানমন্ত্রী ডিং জুয়েশিয়াংয়ের সঙ্গে দেখা করতে পেরেছিলেন।

এ সফর নিয়ে রয়টার্সের পক্ষ থেকে বিল গেটসের ফাউন্ডেশন এবং চীনের স্টেট কাউন্সিল ইনফরমেশন অফিসে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করেনি।

জনহিতকর কাজে পুরোপুরি আত্মনিয়োগ করতে ২০২০ সালে মাইক্রোসফট পর্ষদ থেকে পদত্যাগ করেন বিল গেটস। এর আগে ২০০৮ সালে প্রতিষ্ঠানের পূর্ণকালীন নির্বাহীর পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি।

২০১৫ সালে শি জিনপিং ও বিল গেটসের মধ্যে সবশেষ বৈঠক হয়েছিল। তখন তারা হাইনান প্রদেশে বোয়াও সম্মেলনের সাইডলাইনে একটি বৈঠক করেছিলেন। করোনায় পাঁচ মিলিয়ন মার্কিন ডলারসহ অন্যান্য সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় ২০২০ সালের শুরুতে বিল গেটস এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছিলেন শি জিনপিং।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকসুতে কেন্দ্রীয় সংসদে দুই পদে এগিয়ে ছাত্রশিবির, একপদে ছাত্রদল

চবিতে আরও দুই হলের ফল ঘোষণা

কারচুপি হলে বাংলাদেশ অচল করে দেবে ছাত্রদল: রাকিব

সোহরাওয়ার্দী হলে ভিপি-জিএসে এগিয়ে শিবির

সোহরাওয়ার্দী হলে পুনরায় ভোট গণনার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

আরেক হলের ফল ঘোষণা, তিন পদেই এগিয়ে ছাত্রদল

হাসপাতালে খালেদা জিয়া

ইসরায়েলি কারাগারে নির্যাতনের বর্ণনা দিলেন গ্রেটা থুনবার্গ

চবিতে মুখোমুখি অবস্থানে ছাত্রদল-ছাত্রশিবির

চাকসুর ফল কারচুপির চেষ্টার অভিযোগে শাহবাগে ছাত্রদলের অবস্থান

১০

৩১ দফা বাস্তবায়নে / বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সোহাগের গণসংযোগ ও লিফলেট বিতরণ

১১

চবিতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

১২

সেনা হেফাজতে থাকা কর্মকর্তাদের বিচার নিয়ে ভলকার তুর্কের আহ্বান

১৩

বিএনপিকে ধন্যবাদ জানাল জামায়াত

১৪

চাকসু নির্বাচনে আরেক হলের ফল ঘোষণা, ভিপি পদে এগিয়ে ছাত্রদল

১৫

গোমতীর চরে আগাম সবজির চাষ, অধিক লাভের আশা কৃষকের

১৬

নতুন কুঁড়ি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে কেশবপুরের তপস্যা

১৭

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

১৮

ইন্দোনেশিয়ায় তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০

১৯

রাত থেকে লাইনে নারী-পুরুষ, সকালে মেলে আটা

২০
X