মুজাহিদুল ইসলাম
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০৫:১৩ পিএম
আপডেট : ২৮ মার্চ ২০২৫, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ
বিশ্লেষণ

এবার টিকে থাকতে পারবেন এরদোয়ান?

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

দুই দশকের বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। ক্ষমতার চেয়ার আগলে রাখার জন্য কখনো হয়েছেন প্রধানমন্ত্রী, আবার কখনো হয়েছেন প্রেসিডেন্ট। কিন্তু এই সময়ে নানা চড়াই-উতরাই পেরিয়ে ক্ষমতায় টিকে গেলেও এ বছরের শুরুটা মোটেও সুখকর হয়নি তার জন্য। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষের মধ্যে ক্ষোভ জমেছে, ফলে জনপ্রিয়তা হারাচ্ছে এরদোয়ানের দল। এছাড়া বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর ঐক্য চ্যালেঞ্জ ছুড়ছে তুরস্কের এই লৌহমানবকে।

সর্বশেষ ২০২৩ সালের তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে খুব সামান্য ব্যবধানে জয়ী হন এরদোয়ান। তবে এই নির্বাচনে তিনি ৫০%-এর বেশি ভোট বা পরম সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হন। ফলে ধারণা করা হচ্ছিল তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে এটাই হয়তো তার শেষ মেয়াদ। তবে দেশটির সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে এরদোয়ান হয়তো সহজে হার মানছেন না।

এরদোয়ান নিজের রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে টালমাটাল সময় পার করেছেন ২০১৬ সালে। তখন সেনাবাহিনীর একটি অংশ তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। কিন্তু এরদোয়ানের সমর্থনে তুরস্কের বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। শেষ পর্যন্ত সেনা অভ্যুত্থান ব্যর্থ হয়। এরদোয়ানকে রাজনৈতিক বা সামরিক যে কোনো উপায়েই পরাজিত করতে ব্যর্থ বিদ্রোহীরা। ওই ঘটনার প্রায় দশক পেরিয়েছে।

এখন তুরস্কের চিত্র পুরোপুরি ভিন্ন। আগের সেই জৌলুস নেই এরদোয়ানের। বিভিন্ন ভুল সিদ্ধান্তের কারণে তুরস্কের অর্থনীতিও নিম্নমুখী। দিন দিন বাড়ছে জিনিসপত্রের দাম। সুযোগ বুঝে বিরোধীরাও একজোট হতে শুরু করেছে। তাদের ইমাম হয়ে ওঠেন ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলু। আগামী নির্বাচনে এরদোয়ানের বিরুদ্ধে দাঁড়ানোর ঘোষণাও দেন তিনি। এরপরই ইমামোগলুকে গ্রেপ্তার করে তুরস্কের পুলিশ। তার বিরুদ্ধে দুর্নীতি এবং সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়।

কিন্তু ইমামোগলুকে গ্রেপ্তারের পর ফুঁসে ওঠে তুর্কিবাসী। অভিযোগ রয়েছে, এরদোয়ান তার পথের কাঁটাকে সরিয়ে দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। যদিও বিশ্লেষকরা বলছেন, এর পেছনে আরও খেলা রয়েছে। তুরস্ক কী আদৌ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারবে কি না, সেটা নিয়েও উঠছে প্রশ্ন। কারণ রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে নির্বাচন প্রতিযোগিতার পথ রুদ্ধ করার অর্থ দেশকে পুরোপুরি স্বৈরাচারী শাসনের দিকে নিয়ে যাওয়া।

২০০৩ সাল থেকে নিজেকে তুরস্কের রাজনীতিতে অনেকটা অপ্রতিরোধ্য করে রেখেছিলেন এরদোয়ান। প্রথমে প্রধানমন্ত্রী পরে ২০১৪ সাল থেকে প্রেসিডেন্ট হিসেবে। এ সময় তুরস্কের অর্থনীতি রাতারাতি বদলে দেন এরদোয়ান। তার দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টিও নির্বাচনে বারবার জয়ী হয়েছে। কিন্তু গেল এক দশকে নিজের ক্ষমতা আঁকড়ে রাখতে গিয়ে গণতন্ত্রকে দুর্বল করেছেন এরদোয়ান। বিভিন্ন পদে বসিয়েছেন অনুগতদের।

তুরস্কে যা ঘটছে তা নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহ না থাকলেও উদ্বেগে রয়েছে ইউরোপ। বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে তুরস্ক গুরুত্বপূর্ণ একটি খুঁটি। আবার সিরিয়ায়ও কলকাঠি নাড়ছে তুরস্ক। তাই বিরোধীদের এই বিক্ষোভ দমনে জোর প্রদর্শন করলেও বৈশ্বিক প্রতিরোধের মুখে পড়েননি এরদোয়ান। ২০২৮ সালে এরদোয়ানের বর্তমান মেয়াদ শেষ হবে। কিন্তু ক্ষমতায় টিকে থাকতে আগাম নির্বাচন দিতে পারেন এরদোয়ান। সেক্ষেত্রে সংবিধানের ফাঁকফোকর এড়িয়ে তৃতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

০৮ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১২ দল ও সমমনা জোটের সঙ্গে গণতন্ত্র মঞ্চের বৈঠক

১৭১ রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠাল বিজিবি

গ্রুপ ক্যাপ্টেন (অব.) খালেদ হোসাইনের নেতৃত্বে নতুন সদস্যদের গণসংহতি আন্দোলনে যোগদান

গাজীপুরে প্রবাসী বিএনপি নেতা পারভেজের প্রার্থিতা ঘোষণা

রোহিঙ্গা ক্যাম্পে ইমাম প্রশিক্ষণ দেবে তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন

স্বপ্নদ্রষ্টার হাত ধরে ল্যাবএইড এআইয়ের উদ্বোধন

মতবিনিময় সভায় যুব নেতারা / জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে উদ্বেগ ঐক্য পরিষদের 

১০

মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে জান্তার বিমান হামলায় নিহত ৪০

১১

আ.লীগের কর্মী-সমর্থকদের জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন হাদি

১২

তারেক রহমানের সাক্ষাৎকারে ভুল উদ্ধৃতি সংশোধনের আহ্বান টিআইবির

১৩

‘আবরারের স্মৃতিস্তম্ভ নিয়ে অনেকের গাত্রদাহ দেখেছি’

১৪

সৌন্দর্যবর্ধনে সাভার উপজেলা প্রশাসনের নানা উদ্যোগ

১৫

ছেলের দায়ের করা মামলায় বাবাসহ তিনজনের মৃত্যুদণ্ড

১৬

ভুয়া ফেসবুক আইডি থেকে কোরআন অবমাননা, সিএমপির জরুরি সতর্কবার্তা

১৭

জাতীয়করণ নিয়ে বেসরকারি শিক্ষকদের প্রতি তারেক রহমানের বার্তা

১৮

চাঁপাইনবাবগঞ্জে ৩১ দফার লিফলেট বিতরণ

১৯

খেলা শেষ হতেই রেফারির ওপর হামলা

২০
X