কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

কেন বারবার কাঁপছে তুরস্কের মাটি?

ইস্তাম্বুলের বিখ্যাত ব্লু মস্ক। ছবি : সংগৃহীত
ইস্তাম্বুলের বিখ্যাত ব্লু মস্ক। ছবি : সংগৃহীত

ইউরোপ ও এশিয়া দুই মহাদেশের সংযোগস্থলে বিশাল ভূখণ্ড নিয়ে অবস্থিত তুরস্ক। আর এই ভূখণ্ডের নিচে লুকিয়ে রয়েছে প্রকৃতির এক ভয়ানক শক্তি- ভূমিকম্প। সময়টি ছিল ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি, ভোরের নিস্তব্ধতায় যখন অধিকাংশ মানুষ গভীর ঘুমে ডুবে ছিল কে জানত সেখানে লুকিয়ে রয়েছে মৃত্যুর নীরব অপেক্ষা।

তুরস্কের দক্ষিণাঞ্চলে সেদিন অল্প সময়ের ব্যবধানে আঘাত হানে পরপর দুটি ভয়াবহ ভূমিকম্প। প্রথমটির মাত্রা ছিল ৭.৮, আর পরেরটি ছিল ৭.৫ মাত্রার। দুটি শক্তিশালী কম্পন পুরো অঞ্চলকে ধ্বংসস্তূপে পরিণত করে। প্রাণ হারায় ৫০ হাজারের বেশি মানুষ।

ভূমিকম্প দুটি এতটাই শক্তিশালী ছিল যে, কোথাও কোথাও মাটি ফেটে দুই ভাগ হয়ে যায়। পরপর দুটি ভূমিকম্পের পর কয়েকটি শক্তিশালী আফটারশক ও কম্পনও আঘাত হানে ওই অঞ্চলে। ২০২৩ সালের সেই আঘাত এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি দেশটি। দুই বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও সেসময় ঘরছাড়া হওয়া কয়েক লাখ মানুষ এখনো ঘরে ফিরতে পারেননি।

ভয়াবহ সেই দুর্যোগের ক্ষত কাটতে না কাটতেই ২ বছর পর আরেকটি শক্তিশালী ভূমিকম্প দেশটিকে নাড়িয়ে দিল। সোমবার পশ্চিম তুরস্কে রিখটার স্কেলে ৬.১ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

স্থানীয় সময় ৭টা ৫৩ মিনিটে ইস্তাম্বুলের কাছে বালিকেসির প্রদেশে এই ভূমিকম্প অনুভূত হয় এবং দ্রুত আশপাশের কয়েকটি প্রদেশে ছড়িয়ে পড়ে। সংবাদমাধ্যম আফাদের তথ্যমতে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১১ কিলোমিটার গভীরে। এতে একটি তিনতলা ভবন ধসে পড়ে, যাতে ছয়জন মানুষ বাস করতেন। সেই ধ্বংসস্তূপ থেকে চারজনকে উদ্ধার করা হয়েছে।

গবেষকরা বলছেন, তুরস্কের ভৌগোলিক অবস্থানই এই ভূমিকম্পের মূল কারণ। বলা যায় তুরস্ক এমন একটি অঞ্চলে অবস্থিত যা পৃথিবীর ভূত্বকের সবচেয়ে সক্রিয় ভূ-কম্পন অঞ্চলের মধ্যে অন্যতম। তুরস্কের নিচে বেশ কয়েকটি ভূতাত্ত্বিক ফল্ট লাইন রয়েছে। এর মধ্যে বড় দুটি ফল্ট উত্তর আনাতোলিয়ান ফল্ট এবং পূর্ব আনাতোলিয়ান ফল্ট।

এই দুটি বিশাল ভূ-ফাটল হলো ইউরেশীয় ও আরবীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষস্থল। এই ফল্টগুলোতে তীব্র চাপ জমা হলে প্লেটগুলো হঠাৎ সরে গিয়ে ভূমিকম্পের সৃষ্টি হয়। আবার আরবীয় প্লেট ধীরে ধীরে উত্তর দিকে সরে যাচ্ছে, ফলে তুরস্ক ইউরেশীয় প্লেটের দিকে চাপ খাচ্ছে। এই চাপ জমে গিয়েও ভূমিকম্প তৈরি করছে।

বিশেষজ্ঞরা বলছেন, তুরস্ক এমন টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত যেখানে শক্তিশালী ভূমিকম্পের শঙ্কা রয়েই গেছে। এছাড়া শক্তি সঞ্চয় করে রাখা ভূমিকম্প অনুভূত হলে আবারও ২০২৩ সালের পরিস্থিতি ফিরে আসতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিয়েতনাম / টাইফুন আতঙ্কে আড়াই লাখের বেশি মানুষকে সরানো হচ্ছে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বোর্ড সভাপতির নাম প্রকাশ

গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ

দেশের জনসংখ্যা এখন ১৯ কোটি : ইসি তাহমিদা

গাজীপুরে রাসায়নিক গুদামে আগুন : মালিকদের বিরুদ্ধে মামলা

জীবন দিয়ে হলেও এই মন্দির রক্ষা করব : সেনা কর্মকর্তা

খাওয়ার পর মাত্র ২ মিনিট হাঁটলেই কী ঘটে, যা বলছে গবেষণা

মাগরিবের পর পরই ঘুমানো কি জায়েজ?

ফাইনাল পরিত্যক্ত হলে কোন দলের হাতে উঠবে ট্রফি, কী আছে নিয়মে

নির্বাচন পেছাতে নতুন নতুন দাবি বোকার স্বর্গে বাস : দুদু

১০

পাহাড়ে শান্তির জন্য চাই সাম্প্রদায়িক সম্প্রীতি

১১

কল রেকর্ড ফাঁসের ভয়ে টেলিফোন ধরি না : সিইসি

১২

টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস 

১৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

১৪

অঞ্জলির মধ্য দিয়ে খুলনায় দুর্গোৎসব শুরু

১৫

আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ করবে পিসিবি

১৬

রিমান্ডের আদেশ শুনে ঢলে পড়লেন এনায়েত করিম, দেওয়া হলো মিষ্টি চকলেট

১৭

জীবনের সঙ্গে খাদ্যের সম্পর্ক অবিচ্ছেদ্য : নিরাপদ খাদ্যের চেয়ারম্যান

১৮

আ.লীগ কর্মীকে বিএনপি কর্মী হিসেবে প্রত্যয়ন, দলীয় নেতাকর্মীদের ক্ষোভ

১৯

পারসাকে ‘রাখি সাওয়ন্ত’ বললেন পাভেল, ভিডিও ভাইরাল

২০
X