স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর সংসার পাতেন পরকীয়া প্রেমিকের সঙ্গে। কিন্তু সেখানে বিপত্তি বাধে আগের সংসারের তিন বছরের এক মেয়ে শিশুকে নিয়ে। প্রেমিক কোনোভাবেই শিশুটিকে মানতে পারছিলেন না। এক পর্যায়ে ঘুমন্ত মেয়েকে পানিতে ফেলে হত্যা করেন মা। এমন ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানের আজমেঢ় এলাকায়। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এইসময়।
পুলিশ জানায়, অভিযুক্ত ওই নারী তার তিন বছরের মেয়েকে নিয়ে অন্য এক পুরুষের সঙ্গে লিভ ইন করেন। কিন্তু শিশুটিকে নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। শেষ পর্যন্ত উপায় না পেয়ে শিশুটিকে পানিতে ফেলে হত্যা করা হয়।
বিষয়টি ধরা পড়ে পুলিশের এক কনস্টেবলের কাছে। গোবিন্দা শর্মা নামের এক পুলিশ সদস্য ঘটনার দিন দায়িত্ব পালন করার সময় হঠাৎ লক্ষ্য করেন এক নারী রাস্তায় দাঁড়িয়ে আছে। তিনি নিজেকে অঞ্জলি বলে পরিচয় দিয়ে জানায়, তার মেয়ে হারিয়ে গেছে। সারা রাত খুঁজেও মেয়েকে না পাওয়ার দাবি করেন তিনি।
এমন অভিযোগের পর তদন্তে নামে পুলিশ। এলাকার আশপাশের সব সিসিটিভির ফুটেজ দেখা হয়। এতে দেখা যায়, ওই নারী মেয়েকে নিয়ে লেকের পাড়ে ঘুরছিলেন। এক পর্যায়ে তিনি লেকের পাড়ে বসে মোবাইল দেখছিলেন। সে সময় তার কাছে শিশুটি ছিল না। এতে সন্দেহ হয় পুলিশের। পরে অঞ্জলিকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে প্রকৃত ঘটনা।
পুলিশ আরও জানায়, অঞ্জলি একাই তার মেয়েকে খুন করেছেন। তার লিভ-ইন পার্টনার অলকেশ এ ব্যাপারে কিছুই জানতেন না। মঙ্গলবার রাত ২টার দিকে অঞ্জলি অলকেশকে জানান যে মেয়ে হারিয়ে গেছে। অঞ্জলি দাবি, অলকেশ বারবার তার সন্তানকে নিয়ে খোঁটা দিতেন। তাই মানসিক চাপের কারণে এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। এ ঘটনায় পুলিশ অঞ্জলিকে গ্রেপ্তার করেছে, তবে অলকেশকেও গ্রেপ্তার না করা হলেও নজরদারিতে রাখা হয়েছে।
মন্তব্য করুন