জাতিসংঘের সাধারণ পরিষদে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও অবরোধ প্রত্যাহারসহ মানবিক সহায়তা প্রদানে প্রস্তাব উত্থাপন করা হলে তাতে ভেটো দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রস্তাবিত ওই রেজুলশনে ১৫ সদস্যের মধ্যে ১৪টি দেশ ভোট প্রদান করে। কিন্তু ভোট দান থেকে বিরত থাকে ওয়াশিংটন। এর ফলে গাজায় যুদ্ধবিরতির আশা ভেস্তে গেছে। শুধু তাই নয়, এ নিয়ে যুক্তরাষ্ট্র যষ্ঠবারের মতো গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দিয়েছে। জাতিসংঘের স্থায়ী পাঁচ সদস্যদের মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম। নিয়ম অনুযায়ী পাঁচ সদস্যদের কেউ যদি কোনো প্রস্তাবে ভেটো দেয় তাহলে সেটি আর বাস্তবায়িত হতে পারে না।
জাতিসংঘে মার্কিন প্রতিনিধি মরগান অর্টাগাস ওই প্রস্তাবে ভেটো দেওয়ার পর অন্য সবার সম্মতি থাকলেও তা আর পাস হতে পারেনি। ওয়াশিংটন ধারবাহিকভাবে জাতিসংঘর যুদ্ধবিরতির প্রস্তাবে ভোটো দেওয়ার ক্ষেত্রে যুক্তি দিচ্ছে যে, এই প্রস্তাব গাজায় শান্তি আলোচনার পথকে কঠিন করে তুলবে এবং হামাসের বিরুদ্ধে ইসরালের প্রতিরক্ষা গড়ে তোলাকে হুমকির মুখে ফেলবে। সমলোচকরা জানিয়েছেন, আন্তর্জাতিকভাবে ইসরায়েলকে জবাবদিহিতা থেকে দূরে রাখতে মার্কিন কর্তৃপক্ষ এমন টালবাহানা করছে।
ওয়াশিংটনের এমন পদক্ষেপের নিন্দা জানিয়ে হামাস একে ‘গণহত্যার অপরাধের সঙ্গে সুস্পষ্টভাবে জড়িত থাকা’ বলে চিহ্নিত করেছে। ভোটাভুটির আগে জাতিসংঘে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিনা মার্কুস লাসেন নিরাপত্তা পরিষদে বলেন, ‘গাজায় দুর্ভিক্ষ এখন নিশ্চিত একটি বিষয়।’ তিনি আরও বলেন, গাজা সিটিতে সামরিক অভিযান বাড়িয়েছে ইসরায়েল। এতে বেসামরিক মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। এ মানবিক বিপর্যয়, এ মানবিক ব্যর্থতা আমাদের আজকের এ পদক্ষেপ নিতে বাধ্য করেছে।
গত দুই বছরের বেশি সময় ধরে গাজায় নির্বিচার ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৬৫ হাজার ১৪১ জনে। আহত হয়েছেন অন্তত ১ লাখ ৬৫ হাজার ৯২৫ জন।
মন্তব্য করুন