উত্তর চীনের তিয়ানজিনে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ৭ম চীন হেলিকপ্টার প্রদর্শনী। চার দিনের এ অনুষ্ঠানে ৩০টিরও বেশি দেশ ও অঞ্চলের প্রায় ৪০০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।
শুক্রবার (১৭ অক্টোবর) প্রদর্শনীতে একটি Z-20T হেলিকপ্টার শক্তিমত্ত্বা প্রদর্শন করে। নিম্ন-উচ্চতায় উড়ে এটি সবাইকে তাক লাগিয়ে দেয়। এ সময় সামরিক হেলিকপ্টার, বেসামরিক হেলিকপ্টার এবং অন্যান্য নিম্ন-উচ্চতায় উড়া বিমান আকাশে গর্জন তোলে।
Z-20T হেলিকপ্টারের চমকপ্রদ সেই দৃশ্য শিনহুয়া ও চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের সৌজন্যে দেখুন :
মন্তব্য করুন