কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০২:২৯ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধবিরতি চুক্তি, সাক্ষী থাকবেন ট্রাম্প

থাইল্যান্ড–কম্বোডিয়ার যুদ্ধবিরতি চুক্তি, সাক্ষী থাকবেন ট্রাম্প
থাইল্যান্ড–কম্বোডিয়ার যুদ্ধবিরতি চুক্তি, সাক্ষী থাকবেন ট্রাম্প। ছবি : সংগৃহীত

কম্বোডিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করবে থাইল্যান্ড। রোববার (২৬ অক্টোবর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষর হবে। থাইল্যান্ডের সাবেক রানী সিরিকিতের মৃত্যুর কারণে দেশটির প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল এবাবের আসিয়ান সম্মেলন থেকে নিজের নাম প্রত্যাহার করেন।

শনিবার (২৫ অক্টোবর) থাই প্রধানমন্ত্রী অনুতিন জানিয়েছেন, তিনি কম্বোডিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের জন্য রোববার মালয়েশিয়ায় যাচ্ছেন। চুক্তি স্বাক্ষরের পরই তিনি থাইল্যান্ডে ফিরে আসবেন।

অনুতিন আরও জানান, তিনি আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনেও অংশ নেবেন না।

দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংগঠন আসিয়ান-এর বার্ষিক সম্মেলন আজ শনিবার থেকে কুয়ালালামপুরে শুরু হয়েছে। সপ্তাহজুড়ে এই সম্মেলনেই একাধিক আন্তর্জাতিক কূটনৈতিক বৈঠক ও যুক্তরাষ্ট্র–চীনের মধ্যে বাণিজ্য আলোচনা চলবে।

রোববার সকালে ট্রাম্প এশিয়া সফরের প্রথম গন্তব্য হিসেবে মালয়েশিয়ায় পৌঁছাবেন। তার উপস্থিতিতেই থাইল্যান্ড ও কম্বোডিয়া যুদ্ধবিরতি চুক্তিতে সই করবে। গত জুলাইয়ে দুই দেশের সীমান্তে টানা পাঁচ দিনের সংঘর্ষে বহু মানুষ নিহত ও প্রায় তিন লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। ওই সংঘাত বন্ধে ট্রাম্প নিজে মধ্যস্থতা করেছিলেন।

এবারের আসিয়ান বার্ষিক সম্মেলনে বাণিজ্য নিয়ে বহুপাক্ষিক অবস্থান এবং নতুন অংশীদারদের সঙ্গে সম্পর্ক জোরদার করার আহ্বান জানাবে। পাশাপাশি এ সম্মেলনে পূর্ব তিমুরকে আনুষ্ঠানিকভাবে সংস্থার ১১তম সদস্য হিসেবে স্বাগত জানানো হবে।

সম্মেলনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার, চীনের উপপ্রধানমন্ত্রী হে লিফেংর নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বাণিজ্য আলোচনা করবেন।

বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি নতুন করে সংঘাতে না জড়িয়ে আলোচনার পথ খুঁজছে। এর আগে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ১ নভেম্বর থেকে চীনা পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করবেন, যা চীনের বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণের পাল্টা প্রতিক্রিয়া।

রোববারের সম্মেলনে অংশ নিচ্ছেন চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ও জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

ট্রাম্প ও লুলার মধ্যে সম্মেলনের ফাঁকে একটি দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। যদিও সেটি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। লুলা বলেছেন, তিনি ওয়াশিংটনের আরোপিত ৫০ শতাংশ শুল্ককে ‘ভুল সিদ্ধান্ত’ হিসেবে তুলে ধরবেন।

এশিয়া সফরে যাওয়ার পথে ‘এয়ার ফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের ট্রাম্প বলেন, ব্রাজিলের ওপর শুল্ক হ্রাসের বিষয়টি তিনি ‘সঠিক পরিস্থিতি অনুযায়ী’ বিবেচনা করতে পারেন। তবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনির সঙ্গে আলাদা বৈঠকের কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি।

ট্রাম্প বলেন, আমরা কানাডার সঙ্গে বর্তমান চুক্তি নিয়ে সন্তুষ্ট।

সম্প্রতি অন্টারিও প্রাদেশিক সরকারের প্রকাশিত এক বিজ্ঞাপনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের বক্তব্য ব্যবহার করে বলা হয়েছিল, ‘শুল্ক বাণিজ্যযুদ্ধ ও অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনে। এ নিয়ে যুক্তরাষ্ট্র- কানাডার সম্পর্ক উত্তপ্ত হয়। ট্রাম্প ওই বিজ্ঞাপনকে ‘জালিয়াতিপূর্ণ’ বলে অভিহিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাইলস পরিষ্কার করবেন যেভাবে

সীমান্ত দিয়ে ৬০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

‘নিজামী, মীর কাসেম ও সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে’

ভাতের প্রতি ভালোবাসা প্রদর্শনে তৈরি ৬০০ মিটার লম্বা রাইস কেক

সালমানকে নিয়ে মন্তব্য করে তোপের মুখে সোহেল রানা

গাজায় যুদ্ধবিরতি সমন্বয় কেন্দ্রের বেসামরিক প্রধান নিয়োগ দিল যুক্তরাষ্ট্র

কুয়াকাটায় সব হোটেল-মোটেল বন্ধের ঘোষণা

নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষ্যে নেতাদের কাজ করার আহ্বান সেলিমুজ্জামানের 

মারা গেল গাজীপুর সাফারি পার্কে বেঁচে থাকা সর্বশেষ জিরাফ

এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

১০

বিশ্বকাপ চলাকালেই হয়রানির শিকার দুই নারী ক্রিকেটার

১১

এখন থেকেই ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করতে হবে : রাশেদ প্রধান

১২

কর্মস্থলে যোগদানের দিনেই প্রাণ গেল পুলিশ সদস্যের

১৩

ছবিতে কতগুলো সংখ্যা লুকিয়ে আছে? ৯৯% মানুষই ভুল করেন উত্তর দিতে

১৪

কিশোরের পেটে ১০০ শক্তিশালী চুম্বক, অতঃপর...

১৫

‘হৃদরোগ প্রতিরোধে উত্তরাঞ্চলে বড় ভূমিকা রাখবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন’

১৬

মারা গেলেন ঘরে ৩ বস্তা টাকা পাওয়া সেই ভিক্ষুক

১৭

ডিবেট ফর ডেমোক্রেসি’র ছায়া সংসদ / গৃহকর্মীদের অধিকার রক্ষায় ন্যায়পাল নিয়োগ প্রয়োজন 

১৮

লাখ টাকা বেতনে কর্মী নেবে প্রবাসীর সিটি

১৯

ফজলে রাব্বির শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন ম্যাচ রেফারি

২০
X