গত জুলাই মাসে দক্ষিণ কোরিয়া থেকে সীমান্ত অতিক্রম করে উত্তর কোরিয়ায় অনুপ্রবেশ করে আটক হয়েছিলেন মার্কিন সেনা ট্র্যাভিস কিং। নানা নাটকীয়তার পর অবশেষে আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) দুই মাসের মাথায় তাকে মুক্তি দিয়েছে কিম জং উনের দেশ। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের হেফাজতে আছেন বলে জানিয়েছে বিবিসি।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। ট্র্যাভিস কিংকে চীনে যুক্তরাষ্ট্রের হেফাজতে নেওয়া হয়েছে। তবে তার শারীরিক অবস্থা এবং উত্তর কোরিয়ার কারাগারে তিনি কেমন ছিলেন, তা এখনো জানা যায়নি।
এর আগে আজ দিনের শুরুতে হঠাৎ করে ট্র্যাভিস কিংকে ছেড়ে দেওয়ার কথা জানায় পিয়ংইয়ং।
বুধবার (২৭ সেপ্টেম্বর) উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, ট্র্যাভিস কিংয়ের জিজ্ঞাসাবাদ সম্পন্ন করেছেন উত্তরের কর্মকর্তারা। তিনি অবৈধভাবে উত্তরে প্রবেশের কথা স্বীকার করেছেন। অনুপ্রবেশের কারণ হিসেবে ট্র্যাভিস কিং বলেছেন, মার্কিন সেনাবাহিনীতে অমানবিক আচরণ ও জাতিগত বৈষষ্যের শিকার হয়ে তিনি উত্তর কোরিয়ায় প্রবেশ করেন। উত্তরের কর্মকর্তাদের তদন্ত শেষ হওয়ায় দেশের আইন অনুযায়ী, তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
এর আগে গত জুলাই মাসে দুই কোরিয়ার মধ্যবর্তী একটি গ্রাম পরিদর্শনে গিয়ে দক্ষিণ কোরিয়া থেকে সীমান্ত অতিক্রম করে উত্তর কোরিয়ায় অনুপ্রবেশ করেন ট্র্যাভিস কিং। এরপর থেকে তিনি উত্তরের কারাগারে বন্দি ছিলেন। এ ঘটনার পর উত্তর কোরিয়া নিয়ে নতুন করে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে ওয়াশিংটন। এমনকি এ ঘটনার জেরে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন করে সংকট সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন বিশ্লেষকরা।
মন্তব্য করুন