মিয়ানমারে মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে তিন দফা ভূমিকম্প আঘাত হেনেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বৃহস্পতিবার ভোরে ইয়াঙ্গুনে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তবে ভূমিকম্পে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে রাত ১২টার কিছু আগে প্রথম কম্পনের প্রায় তিন ঘণ্টা পর মিয়ানমারে দ্বিতীয় দফায় কম্পন অনুভূত হয়। আর এর প্রায় তিন ঘণ্টা পর তৃতীয় দফায় ভূমিকম্প অনুভূত হয়।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানায়, রাত ১১টা ৫৬ মিনিটে মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে ২২৭ কিলোমিটার দক্ষিণে রিখটার স্কেল ৪ দশমিক ৪ মাত্রার প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ২৫ কিলোমিটার।
টুইটে এনসিএস আরও জানায়, দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে ভোর ৩টা ৫২ মিনিটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ২। এটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার। এটি ইয়াঙ্গুন থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণে আঘাত হানে।
সংস্থাটি আরও জানায়, তৃতীয় ভূমিকম্পটি আঘাত হানে ভোর ৫টা ৪৩ মিনিটে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৪৮ কিলোমিটার। এটি মিয়ানমারের ১৭৪ কিলোমিটার দক্ষিণে ৪ দশমিক ৫ মাত্রায় আঘাত হানে।
এর আগে ফেব্রুয়ারিতে মিয়ানমারে আঘাত হানে জোড়া ভূমিকম্প। আয়াবতী ও রাখাইন রাজ্যে এ দুই ভূমিকম্প আঘাত হানলেও বাংলাদেশেও এই কম্পন অনুভূত হয়।
মন্তব্য করুন