কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ১০:২১ এএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

উত্তর কোরিয়াকে আবারও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

আবারও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার উত্তর কোরিয়ার ওপর এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গত সপ্তাহে গোয়েন্দা নজরদারির একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করার পর দেশটির ওপর বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, এ নিষেধাজ্ঞা মূলত সাইবার গ্রুপ কিমসুকির ওপর আরোপ করা হয়েছে। এ গ্রুপটিকে দেশটির কৌশলগত এবং পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে সমর্থন করার জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবারের এ নিষেধাজ্ঞা অষ্ট্রেলিয়া, জাপান ও কোরিয়ার যৌথভাবে সমন্বয়ে আরোপ করা হয়েছে। উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর গতিবিধি নজরদারির জন্য স্যাটেলাইট উৎক্ষেপণের পর এমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মার্কিন টেররিজম অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স আন্ডার সেক্রেটারি ব্রিয়ান নেলসন এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান এবং কোরিয়ার সমন্বয়ে আজকের এ পদক্ষেপ মূলত পিয়ংইয়ংয়ের অবৈধ এবং অস্থিতিশীল কার্যকলাপের বিরুদ্ধে আমাদের সম্মিলিত অঙ্গীকারের প্রতিফলন। আমরা ডিপিআরকের ওপর আমদের এমন পদক্ষেপ অব্যাহত রাখব।

উত্তর কোরিয়ার এ গোয়েন্দা নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণের আগের দেশটি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদেশগুলোর স্যাটেলাইটের নজরদারিতে ছিল। তবে নিজেরা কক্ষপথে এ স্যাটেলোইট পাঠিয়ে এখন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার ওপর নজরদারি করতে শুরু করেছে।

দেশটির সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, তাদের উৎক্ষেপণ করা স্যাটেলাইট দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলসহ বেশ কয়েকটি শহর ও সেনাঘাঁটির ছবি পাঠিয়েছে। এ ছাড়া স্যাটেলাইট থেকে হোয়াইট হাউসসহ পেন্টাগনের ছবি পাঠানোর দাবি করেছে দেশটি। এসব ছবিও পর্যালোচনা করেছেন দেশটির শীর্ষ নেতা কিম জং উন।

এর আগে চলতি বছরের ১৬ আগস্ট তিনটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে অস্ত্র চুক্তির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ তিনি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। ওই সময়ে ওয়াশিংটন জানায়, ইউক্রেনে চালানো রুশ হামলায় সমর্থন করতে চায়, এমন যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওয়াশিংটন প্রতিশ্রুতিবদ্ধ।

এছাড়া ২০২২ সালের ২৪ মার্চ রাশিয়া ও উত্তর কোরিয়ার কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। পিয়ংইয়ং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা চালানোর পর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় পর্দায় ফের একসঙ্গে বিজয়-রাশমিকা

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ের মতো তাণ্ডব চালানোর হুমকি ইরানের

সর্বকালের সব রেকর্ড ভেঙে আবার বাড়ল স্বর্ণের দাম

ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করতে তদবির করছে ইরান

যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে বিরক্ত ভেনেজুয়েলা, দেলসির কড়া বার্তা

পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি

তিন মাস পর কারাবন্দি ২৩ ভারতীয় জেলের মুক্তি 

আবু সাঈদ হত্যাকাণ্ড / চূড়ান্ত পর্যায়ে বিচারিক প্রক্রিয়া, রায় যে কোনো দিন

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যাকাণ্ডে গ্রেপ্তার বেড়ে ৬

১০

হাইআতুল উলয়ার কেন্দ্রীয় পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ২৪ হাজার

১১

গাজীপুরে জাল টাকার কারখানার সন্ধান, আটক ৩

১২

ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিহত অন্তত ৫০

১৩

বাংলাদেশ বিশ্বকাপে না থাকায় যা বললেন ডি ভিলিয়ার্স

১৪

জেএসডির ৬৩ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৫

পোস্টাল ব্যালট বাতিলে নতুন নির্দেশনা ইসির

১৬

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ

১৭

ঘরে সহজেই যেভাবে ‘বান্নি ইয়ার ক্যাকটাস’ লাগাবেন ও যত্ন নেবেন

১৮

বাংলাদেশি ক্রিকেটারদের জন্য আমাদের খারাপ লাগছে : ট্রুডি লিন্ডব্লেড

১৯

‘তোর ভাইকে মাথায় গুলি করিয়ে মেরেছি, তোকে মারতে আমি যাব’

২০
X