শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

স্বাক্ষর করেনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এআই ঘোষণাপত্রে 

৩য় এই সামিটে মানবতা এবং পৃথিবীকে গুরুত্ব দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাকে টেকসই করার দিকে ফোকাস করা হয়েছে। ছবি : সংগৃহীত
৩য় এই সামিটে মানবতা এবং পৃথিবীকে গুরুত্ব দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাকে টেকসই করার দিকে ফোকাস করা হয়েছে। ছবি : সংগৃহীত

প্যারিসে অনুষ্ঠিত ৩য় এআই অ্যাকশন সামিটে ‘অন্তর্ভুক্তিমূলক ও টেকসই’ কৃত্রিম বুদ্ধিমত্তা-সংক্রান্ত ঘোষণাপত্রে সই করতে অস্বীকৃতি জানায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এ ঘোষণাপত্রটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিকাশ ও নিয়ন্ত্রণের জন্য সমন্বিত পদক্ষেপের পথে একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

ঘোষণাপত্রে বলা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তাকে উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ, নৈতিক, নিরাপদ, সুরক্ষিত এবং বিশ্বস্ত হতে হবে। এ ঘোষণাপত্রটি একটি আন্তর্জাতিক কাঠামোর প্রস্তাব দিয়েছে, যার মাধ্যমে বিশ্বব্যাপী সবার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা নিশ্চিত করা হবে। এছাড়া, মানবতা এবং পৃথিবীকে গুরুত্ব দিয়ে এআইকে টেকসই করার দিকে ফোকাস করা হয়েছে।

এ ঘোষণাপত্রে মোট ৬০টি দেশ ও সংস্থা স্বাক্ষর করেছে, যার মধ্যে রয়েছে ফ্রান্স, চীন, ভারত, জাপান, অস্ট্রেলিয়া এবং কানাডা। সম্মেলনের আয়োজকরা আশা করছেন, পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে আরও কিছু দেশ এতে সই করবে।

এআই অ্যাকশন সামিটে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অস্বীকৃতির কারণ হিসেবে বলা হয়েছে, তাদের আশঙ্কা, ঘোষণাপত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক শাসন এবং জাতীয় নিরাপত্তার ওপর প্রযুক্তির প্রভাব যথাযথভাবে উল্লেখ করা হয়নি। যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্র জানান, তাদের সরকার এআইর গ্লোবাল গভর্নেন্সে আরও সুষম নীতি আশা করছিল, যা জাতীয় নিরাপত্তার বিষয়টি গভীরভাবে অন্তর্ভুক্ত করবে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে ইউরোপের অতিরিক্ত নিয়ন্ত্রণের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ইউরোপের অতিরিক্ত কড়াকড়ি শিল্পের বিকাশে বাধা সৃষ্টি করতে পারে এবং এতে প্রযুক্তির উন্নয়ন ক্ষতিগ্রস্ত হবে। তিনি চীনের সঙ্গে এই খাতে সহযোগিতা করার বিষয়ে সতর্কতা প্রকাশ করেছেন, বিশেষ করে নিরাপত্তা ও কৌশলগত ঝুঁকি নিয়ে।

এআই অ্যাকশন সামিটে বিশ্বনেতা, নীতিনির্ধারক এবং শিল্প বিশেষজ্ঞরা একত্রিত হন, যেখানে তারা এআইর ভবিষ্যৎ এবং এর নীতিগত দিক নিয়ে আলোচনা করেন। সম্মেলনের ফোকাস ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার সুরক্ষা, তার কার্যকর ব্যবহারের পথ এবং তা যেন মানবতার উপকারে আসে।

এছাড়া, সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন। এটি বিশ্বব্যাপী সমৃদ্ধি এবং সমস্যার সমাধান করতে সহায়ক হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ভাষণে ভারতীয় অর্থনীতি ও প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে আশাবাদী মনোভাব প্রকাশ করেন এবং ভারতের সহযোগিতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

এআই অ্যাকশন সামিটের মাধ্যমে ভারত ও ফ্রান্সের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা আরও দৃঢ় হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা আগামী দিনে বৈশ্বিক সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে খরচ করতে রুমিন ফারহানাকে টাকা দিলেন বৃদ্ধা

বিএনপি নেতা আলমগীর হত্যার মূল শুটার গ্রেপ্তার

ইরানজুড়ে ইন্টারনেট বন্ধ

ইসলামী মূল্যবোধেই রাজনীতি করবে বিএনপি : ইশরাক

বাস উল্টে নিহত ২

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে আইনি নোটিশ

রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি নেতার আবেদন

এশিয়ার সর্বপ্রথম মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ ভার্চুকেয়ারের উদ্বোধন করলেন সাকিফ শামীম

ছাত্রদল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর : মান্নান

মনোনয়নপত্র নিয়ে যে বার্তা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল

১০

গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

১১

খালেদা জিয়া কখনো জোর করে ক্ষমতায় থাকেননি : খায়রুল কবির

১২

জামায়াতের প্রার্থীকে শোকজ

১৩

সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে : সেলিমুজ্জামান

১৪

নির্বাচন সুষ্ঠু হবে কি না, সন্দেহ রয়ে গেছে : মঞ্জু

১৫

ঢাবির ৪ শিক্ষককে স্থায়ী বহিষ্কারের জন্য চার্জ গঠন

১৬

নবম পে-স্কেলে সর্বোচ্চ বেতন নিয়ে যা জানাল কমিশন

১৭

ইউজিসি কর্মচারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক

১৮

গ্যাস যেন সোনার হরিণ, এলপিজি সংকটে নাভিশ্বাস

১৯

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা : কবীর ভূঁইয়া

২০
X