কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৬ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

শান্তি চুক্তি নিয়ে ট্রাম্প-পুতিনকে কড়া হুঁশিয়ারি ইউক্রেনের

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের শান্তি আলোচনায় জেলেনস্কি চান সম্মানজনক অবস্থান থেকে ইউক্রেনের অংশগ্রহণ নিশ্চিত হোক। ছবি : সংগৃহীত
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের শান্তি আলোচনায় জেলেনস্কি চান সম্মানজনক অবস্থান থেকে ইউক্রেনের অংশগ্রহণ নিশ্চিত হোক। ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া যদি কোনো শান্তি চুক্তি প্রস্তাব করে, তবে তাতে ইউক্রেনের অংশগ্রহণ ছাড়া তা মেনে নেওয়া হবে না- এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। বিবৃতিতে জেলেনস্কি বলেন, ইউক্রেন একটি স্বাধীন দেশ। আমরা এটি মেনে নিতে পারি না যে, আমাদের ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হবে। খবর বিবিসি।

এই মন্তব্য তিনি করেছিলেন, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ শেষ করার জন্য আলোচনার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

ফোনালাপের পর ইউক্রেনীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন, কারণ তাদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছে ইউক্রেনকে বিক্রি করে দিতে পারে।

এর আগে, ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনালাপের পর বলেছেন, যুদ্ধ শেষ করার একটি ভালো সম্ভাবনা রয়েছে এবং ন্যাটোতে ইউক্রেনের যোগদান ‘বাস্তবসম্মত নয়’।

এদিকে, ১৪ ফেব্রুয়ারি মিউনিখে নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা একে অপরের সঙ্গে আলোচনা করবেন। ট্রাম্প বলেন, রাশিয়া এবং ইউক্রেন উভয়কেই আমন্ত্রণ জানানো হয়েছে, তবে কোন দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন, তা নিশ্চিত করা হয়নি।

মিউনিখ সম্মেলনে রাশিয়ার সঙ্গে কোনো আলোচনা হবে না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা দিমিত্রো লিটভিন। তিনি সাংবাদিকদের বলেছেন, এটা আমাদের প্রত্যাশা নয়।

১৫ ফেব্রুয়ারি জেলেনস্কি মিউনিখে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে সাক্ষাৎ করবেন। এর আগে, বুধবার (১২ ফেব্রুয়ারি) ট্রাম্পের সঙ্গে এক পৃথক ফোনালাপে জেলেনস্কি আবারও জানান, ইউক্রেনের অংশগ্রহণ ছাড়া কোনো শান্তি চুক্তি মেনে নেওয়া হবে না।

তিনি যোগ করেন, ইউরোপীয়দেরও এই আলোচনায় অংশগ্রহণ করা প্রয়োজন এবং তার অগ্রাধিকার ছিল 'নিরাপত্তা গ্যারান্টি', যা তিনি যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া সম্ভব মনে করেন না।

জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনের ন্যাটো সদস্যপদ তার সহযোগীদের জন্য ‘সবচেয়ে কম ব্যয়বহুল’ বিকল্প হবে, যদিও এর বিস্তারিত কিছু তিনি জানাননি।

ইউক্রেনের কিয়েভ শহরের ২৩ বছর বয়সী বাসিন্দা মাইরোস্লাভা লেস্কো বলেন, এটি সত্যিই মনে হচ্ছে যে, তারা ইউক্রেনকে আত্মসমর্পণ করাতে চাইছে, কারণ এই আলোচনার মধ্যে আমি আমাদের দেশের জন্য কোনো উপকার দেখছি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলকিপারের দুঃস্বপ্নের অভিষেকে ঘরের মাঠে সিটির হার

জাম্বুরা ফল কারা খেতে পারবেন না, জানালেন চিকিৎসক

যারা পিআর চায় তাদের উদ্দেশ্য ভিন্ন : সালাহউদ্দিন

সন্তানকে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়া কি জায়েজ

৩১ দফার আলোকে হবে রাষ্ট্র গঠন : অমিত

খালেদা জিয়াকে দেখতে ফিরোজায় যাবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

ঘুষকাণ্ডে এবার জামায়াতের সেই আইনজীবীর সনদ স্থগিত

ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন, আলোচনা হবে যেসব ইস্যুতে

চাঁদাবাজির অভিযোগে ২ যুবককে গণপিটুনি

সেই তন্বীর বিরুদ্ধে লড়বেন জান্নাতুন নাহার

১০

দুই বাসের ধাক্কায় প্রাণ গেল হেলপারের

১১

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃত্যুতে সিইউজে’র শোক

১২

রাজধানীর পান্থপথে দেয়াল ধসে নিহত ১

১৩

কালকিনিতে আনিসুর রহমান খোকন / মায়েদের পাশে থাকবে বিএনপি

১৪

দিনে কত কাপ চা খাওয়া উচিত, জানালেন বিশেষজ্ঞ

১৫

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস কেমন হবে, জানা গেল

১৬

শান্ত-সৌম্যর বাদ পড়ার কারণ জানালেন গাজী আশরাফ

১৭

বিএনপির সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

১৮

‘এখন কাউকে ধরতে যৌক্তিক কারণ লাগে না, তবে সত্যের জয় হবে’

১৯

হাওরে নৌকা ডুবে নিখোঁজ ২

২০
X