কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৫, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

নতুন পোপ নির্বাচনের দৌড়ে কারা এগিয়ে?

পোপের শেষকৃত্যে পুরোহিতদের অবস্থান। ছবি : সংগৃহীত
পোপের শেষকৃত্যে পুরোহিতদের অবস্থান। ছবি : সংগৃহীত

ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর নতুন পোপ নির্বাচনের তোড়জোড় চলছে। বিশ্বজুড়ে লাখ লাখ রোমান ক্যাথলিকের ধর্মীয় নেতা পোপ নির্বাচনের সময় এসে গেছে। ভ্যাটিকান সিটির সিস্টিন চ্যাপেলে শুরু হচ্ছে পরবর্তী পোপ নির্বাচনের গোপন ব্যালট প্রক্রিয়া। আগামী ৭ মের পরে ভোটগ্রহণ শুরু হবে।

বিশ্লেষকরা বলছেন, এ বছর পোপ নির্বাচন আরও বৈচিত্র্যময় ও অনিশ্চয়তাপূর্ণ হবে। আফ্রিকা ও এশিয়ার বড় অংশ এখন ক্যাথলিক জনসংখ্যার কেন্দ্র, আর প্রতিনিধিত্ব পাচ্ছে এমন দেশ যেমন মঙ্গোলিয়া, ইরান, ও পূর্ব তিমুর। তাই সম্ভাব্য পোপ কে হতে যাচ্ছেন- এ প্রশ্নে উত্তরের পরিধি অনেক বিস্তৃত।

কী চাইছেন কার্ডিনালরা? বিশ্লেষকরা বলছেন, কার্ডিনালরা এমন এক নেতা চান যিনি বিশ্বরাজনীতির জটিলতা সামলাতে পারবেন, কিন্তু বয়সে খুব তরুণ না হন, যেন দীর্ঘকাল দায়িত্বে থাকার প্রয়োজন না পড়ে। কেউ চাইছেন পোপ ফ্রান্সিসের মতো উদার একজন, কেউ চান পোপ বেনেডিক্টের মতো রক্ষণশীল নেতা। অনেকে আবার মাঝামাঝি ধরনের নেতৃত্বে আস্থা রাখতে পারেন।

সবার উপরে আছে ‘ব্যক্তিগত আকর্ষণ’- যে গুণে কার্ডিনালদের মধ্যে আস্থা অর্জন সম্ভব।

আলোচনায় যারা : কার্ডিনাল লুইস আন্তোনিও টাগলে (ফিলিপাইন) ৬৭ বছর বয়সী কার্ডিনাল লুইস আন্তোনিও টাগলে ‘এশিয়ার ফ্রান্সিস’ নামে পরিচিত। পোপ বেনেডিক্ট তাকে কার্ডিনাল করেন ২০১২ সালে। ক্যাথলিক সংখ্যাগরিষ্ঠ ফিলিপাইনের এই নেতার মতাদর্শ পোপ ফ্রান্সিসের সঙ্গে মিলে যায়। অভিবাসন, দারিদ্র্য ও সামাজিক ন্যায়ের প্রশ্নে সোচ্চার। লিঙ্গ ও বিবাহ-সংক্রান্ত প্রশ্নে তুলনামূলক নরম মনোভাব রাখেন।

কার্ডিনাল পিয়েত্রো পারোলিন (ইতালি) কার্ডিনাল পিয়েত্রো পারোলিন ভ্যাটিকানের পররাষ্ট্র সচিব। কূটনৈতিক দক্ষতায় পরিচিত, চীন-ভ্যাটিকান সম্পর্ক উন্নয়নে ভূমিকা রেখেছেন। ফ্রান্সিসের অনেক নীতির প্রতি সমর্থন থাকলেও তিনি তুলনামূলকভাবে বাস্তববাদী। তবুও তার প্যাস্টোরাল অভিজ্ঞতা কম বলে কিছু সমালোচক মনে করেন।

কার্ডিনাল পিটার টার্কসন (ঘানা) ৭৬ বছর বয়সী কার্ডিনাল পিটার টার্কসন আফ্রিকান প্রার্থীদের মধ্যে সবচেয়ে আলোচিত। ২০১৩ সালের নির্বাচনে তিনি ছিলেন হট ফেভারিট। রক্ষণশীল হলেও সমকামীদের অপরাধীকরণের বিরোধিতা করেন। আন্তর্জাতিক কূটনীতিতে অভিজ্ঞ এবং তুলনামূলকভাবে কম কথা বলেন তিনি।

কার্ডিনাল পিটার এরদো (হাঙ্গেরি) ৭২ বছর বয়সী কার্ডিনাল পিটার এরদো অত্যন্ত রক্ষণশীল এবং আইনজ্ঞ। হাঙ্গেরির ডানপন্থি সরকার ঘনিষ্ঠ বলে সমালোচিত তিনি। অভিবাসন নিয়ে প্রশ্ন তুলে থাকেন পিটার। সমকামী অধিকার ও বিবাহ-বিচ্ছিন্নদের পুনরাগমনে বিরোধিতা করেন। কিছু বিশ্লেষক তার নির্বাচনকে ভয়ের কারণ হিসেবে দেখছেন।

কার্ডিনাল ম্যাতো জুপি (ইতালি) শান্তি আলোচনায় অভিজ্ঞ- ইউক্রেন এবং মোজাম্বিকে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন কার্ডিনাল ম্যাতো জুপি। ২০১৯ সালে পোপ ফ্রান্সিস তাকে কার্ডিনাল নিযুক্ত করেন। সংবেদনশীলতা ও মানবিকতা তার বিশেষ গুণ।

কার্ডিনাল ফ্রিডোলিন আমবঙ্গো বেসুংগু (ডিআর কঙ্গো) আফ্রিকার সবচেয়ে বড় ক্যাথলিক দেশের প্রতিনিধি কার্ডিনাল ফ্রিডোলিন আমবঙ্গো বেসুংগু। খুবই রক্ষণশীল এবং পোপ ফ্রান্সিসের সমকামী সম্পর্ক বিষয়ে উদার দৃষ্টিভঙ্গির বিরোধিতা করেছেন তিনি।

কার্ডিনাল মাইকেল চের্নি (কানাডা) ৭৮ বছর বয়সী কার্ডিনাল মাইকেল চের্নি সামাজিক ন্যায়ের পক্ষে। আফ্রিকা ও লাতিন আমেরিকায় দীর্ঘদিন কাজ করেছেন। তিনি ফ্রান্সিসের ঘনিষ্ঠ সহযোগী এবং জেসুইট সদস্য। তবে ধারাবাহিকভাবে আরেকজন জেসুইট পোপ হবে কি না, তা নিয়ে সংশয় আছে।

কার্ডিনাল পিয়েরবাতিস্তা পিজ্জাবাল্লা (ইতালি) জেরুজালেমের ল্যাটিন প্যাট্রিয়ার্ক কার্ডিনাল পিয়েরবাতিস্তা পিজ্জাবাল্লা। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সুগভীর জ্ঞান রয়েছে তার। গাজা যুদ্ধের সময় শিশু বন্দিদের বিনিময়ে নিজেকে সমার্পণ করতে চেয়েছিলেন তিনি। বয়স তুলনামূলক কম হওয়ায় অনেক কার্ডিনাল তাকে এখনই পছন্দ নাও করতে পারেন।

কার্ডিনাল রবার্ট সারাহ (গিনি) সবচেয়ে রক্ষণশীল এবং অভিজ্ঞ প্রার্থী কার্ডিনাল রবার্ট সারাহ। ফ্রান্সিসের সঙ্গে সম্পর্ক জটিল ছিল। তার নেতৃত্বে পুরোনো ধারা ফিরে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সমকামিতা, গর্ভপাত ও আন্তধর্মীয় সম্পর্কের ক্ষেত্রে তার অবস্থান কঠোর।

কার্ডিনাল অ্যাঞ্জেলো স্কোলা (ইতালি) ২০১৩ সালে পোপ নির্বাচনের সময় ফেভারিট ছিলেন কার্ডিনাল অ্যাঞ্জেলো স্কোলা। বয়সের কারণে এবার ভোট দিতে পারবেন না, তবে রক্ষণশীল গোষ্ঠীর কাছে তার ভাবমূর্তি এখনো গুরুত্বপূর্ণ। নারী ডিকন, সমকামী সম্পর্ক ও উদার সংস্কারের বিরুদ্ধে অবস্থান তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

সকালে খালি পেটে মাঠা খাচ্ছেন, কী বলছেন পুষ্টিবিদরা

গজারিয়ায় দুই জলদস্যু হত্যা, প্রতিপক্ষের ৮ বাড়িতে আগুন 

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

ভাইরাসে চিংড়ি উৎপাদনে ধস, দিশেহারা চাষিরা

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

ক্রুদের ধর্মঘটে এয়ার কানাডার ৭০০ ফ্লাইট বাতিল

মতলব উত্তরে ১২ মাসে ১৪ খুন

বিশ্বের অন্যতম ব্যয়বহুল সংবাদপত্র, যা প্রকাশিত হয় ৪ বছরে একবার

বায়ুদূষণের শীর্ষে রিয়াদ, ঢাকার অবস্থান কত

১০

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১১

নাইজেরিয়ায় নৌকাডুবি, ৪০ জনের বেশি নিখোঁজ

১২

আলেপ্পো, দারা ও দামেস্কে একের পর এক বিস্ফোরণ

১৩

চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

১৪

পদ্মায় পানি স্থিতিশীল, দুর্ভোগ কমেনি বানভাসিদের

১৫

গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে তীব্র বিক্ষোভ

১৬

অ্যাকশনএইডে চাকরির সুযোগ

১৭

টিভিতে আজকের খেলা

১৮

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

১৯

জাতীয় মৎস্য সপ্তাহের প্রথম দিন আজ, থাকছে যেসব কর্মসূচি

২০
X