বিশ্বের ১৪০ কোটি ক্যাথলিকের নতুন ধর্মগুরু নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্রের কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রেভোস্টকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন (বিসিএ)। একইসঙ্গে তার প্রতি গভীর শ্রদ্ধাও জানিয়েছে সংগঠনটি। কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট পরিচিত হবেন পোপ চতুর্দশ লিও নামে।
শুক্রবার (৯ মে) গণমাধ্যমে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের রূপকৌশল পরামর্শক, জনসংযোগ ও যোগাযোগ ব্যবস্থাপনার অপু প্লাসিড প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পোপ চতুর্দশ লিও’র নির্বাচন কেবল ক্যাথলিক বিশ্বেই নয়, বরং সামগ্রিকভাবে মানবতা, শান্তি ও সংলাপের অগ্রগতির এক নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা আশাবাদী, তার নেতৃত্বে বিশ্বব্যাপী ধর্মীয় সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ আরও জোরদার হবে।
মন্তব্য করুন