কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১২:২০ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনের ঘোষণার পরই অত্যাধুনিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন রাশিয়ার

পুরোনো ছবি
পুরোনো ছবি

নতুন প্রজন্মের অত্যাধুনিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘সারমাত’ মোতায়েন করেছে রাশিয়া। এ ক্ষেপণাস্ত্র মোতায়েনের ফলে রাশিয়ায় হামলা করার বিষয়ে শত্রুরা দুবার চিন্তাভাবনা করতে বাধ্য হবে বলে আগেই জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ শনিবার (২ সেপ্টেম্বর) রুশ বার্তা সংস্থার বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

গতকাল ৭০০ কিলোমিটার দূরের শত্রুঘাঁটিতে আঘাত হানতে সক্ষম এমন নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করার কথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার এ ঘোষণার পরপরই সারমাত ক্ষেপণাস্ত্র মোতায়েনের কথা জানাল মস্কো।

শুক্রবার রুশ মহাকাশ সংস্থা রোসকসমসের প্রধান ইউরি বোরিসভ বলেন, সারমাত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। কৌশলগত এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে যুদ্ধকালীন সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস জানিয়েছে, আরএস-২৮ সারমাত ক্ষেপণাস্ত্র ১০ টন পর্যন্ত ওয়ারহেড বহন করতে পারে। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর ১৮ হাজার কিলোমিটারের যেকোনো শত্রুঘাঁটিতে এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আঘাত হানা সম্ভব।

রুশ কর্মকর্তারা বলছেন, সারমাত ক্ষেপণাস্ত্রগুলো ভূমি, সমুদ্র কিংবা আকাশ—সব স্থান থেকেই উৎক্ষেপণ করা যায়। এই ক্ষেপণাস্ত্র একসঙ্গে ১৫টি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। যদিও যুক্তরাষ্ট্র বলছে, ১০টি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই সারমাত ক্ষেপণাস্ত্রের কথা বলে আসছেন পুতিন। তার দাবি, এসব পারমাণবিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি বলেন, বিদেশি হুমকির হাত থেকে রাশিয়াকে রক্ষা করবে সরমাত। যারা রাশিয়াকে হুমকি ‍দিয়ে বারবার আক্রমণাত্মক কথা বলে আসছে, তাদের দুবার ভাবতে বাধ্য করবে এসব ক্ষেপণাস্ত্র।

এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে পুতিন বলেন, রাশিয়ায় শিগগিরই এসব ক্ষেপণাস্ত্র মোতায়েনের করা হবে। সবশেষ গতকাল এসব ক্ষেপণাস্ত্র মোতায়েনের কথা জানাল রাশিয়া।

এর আগে গত বছরের এপ্রিলে দেশের প্লেসেটস্ক অঞ্চলে সারমাত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল রাশিয়া। ওই সময় ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়ার সুদূর পূর্ব অঞ্চলের কামচাটকা উপদ্বীপে লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোর অনলাইন রিচার্জে ধস, ৪ ঘণ্টায় ৭ লাখ হিট 

নির্বাচন আয়োজনে সরকার ও কমিশন প্রস্তুত : উপদেষ্টা শারমীন

শহুরে ব্যস্ততায় স্বস্তি দিতে আমিন মোহাম্মদ এগ্রোর প্রাকৃতিক পিকনিক স্পট

জীবাশ্ম জ্বালানি ছাড়াই কপ-৩০ চুক্তি, শক্তি রূপান্তর কি তাহলে থমকে গেল?

এমআইইউর ফার্মেসি বিভাগের ৪০তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কৃষকরাই বাংলাদেশের প্রাণ : নুরুদ্দিন আহাম্মেদ অপু

এলিট গ্রাহকদের জন্য রবির বিশেষ আয়োজন

গৌরনদীতে ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপনের গণজোয়ার

শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল জামায়াত

নারীর শক্তিই আমাদের বিজয়ের শক্তি : সেলিমা রহমান

১০

বাউলশিল্পীর বিচার দাবি খতমে নবুওয়তের

১১

খালেদা জিয়ার শারীরিক সবশেষ অবস্থা জানালেন চিকিৎসক

১২

সীমান্তের জিরো পয়েন্ট থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

১৩

বিইউএফটির সঙ্গে ৪ শিল্প প্রতিষ্ঠানের সমঝোতা স্বাক্ষর

১৪

জবাইখানার পাশ থেকে তরুণের মরদেহ উদ্ধার

১৫

বর্ণাঢ্য আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন

১৬

ইশরাক হোসেন / দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করাই বিএনপির মূল লক্ষ্য

১৭

ডিসেম্বরে পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি বাংলাদেশ–পাকিস্তান

১৮

বিমানবন্দরে আগুন লাগার কারণ উঠে এল প্রতিবেদনে

১৯

কালবেলার হাতে তানজিন তিশার ভয়েস রেকর্ড

২০
X