যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের রাষ্ট্রপ্রধানদের মধ্যে একটি সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের পরিকল্পনা চলছে। শান্তি আলোচনার বৈঠকের স্থান হিসেবে মস্কো, জেনেভা ও বুদাপেস্টের নাম আলোচনায় এসেছে। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো জানিয়েছে, আলোচনার স্থান হিসেবে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট সবচেয়ে এগিয়ে রয়েছে।
গোপন সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সিক্রেট সার্ভিস একাধিক স্থানের নিরাপত্তা পরিদর্শন করছে, যেখানে বুদাপেস্টকে প্রধান প্রার্থী হিসেবে ধরা হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে এ বিষয়ে আলোচনা শুরু করেছেন। যদিও পুতিন বৈঠকের স্থান হিসেবে মস্কোকে বেশি উপযোগী বলেছেন।
অন্যদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ প্রস্তাব দিয়েছেন জেনেভার। এমনকি শহর কর্তৃপক্ষ জানায়, আলোচনার স্থান হিসেবে জেনেভা নির্বাচিত হলে পুতিনকে বিদ্যমান যুদ্ধাপরাধের গ্রেপ্তারি পরোয়ানা থেকে ‘ইমিউনিটি’ (সুরক্ষা) দেওয়া হবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৈঠকে বসতে প্রস্তুতির কথা জানালেও রাশিয়ার পক্ষ থেকে আরও সতর্ক প্রতিক্রিয়া এসেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, এ ধরনের বৈঠকের জন্য ধাপে ধাপে বিশেষজ্ঞ পর্যায় থেকে শুরু করে পূর্ণ প্রস্তুতি প্রয়োজন।
উল্লেখ্য, এর আগে গত সপ্তাহে ট্রাম্প আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করেন এবং সোমবার জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা করেন। তবে এখন পর্যন্ত যুদ্ধ সমাপ্তির কোনো সুনির্দিষ্ট অগ্রগতি হয়নি।
মন্তব্য করুন