জার্মান ফেডারেল চ্যান্সেলর ওলাফ সোলজ্ ও স্লোভেনিয়ার রাষ্ট্রপতি নাতাসা পিরক মুসার ৭৫তম ফ্রাঙ্কফুর্টার বইমেলা উদ্বোধন করবেন। আগামী মঙ্গলবার (১৭ অক্টোবর) ৫দিন ব্যাপী এই মেলার উদ্বোধন হবে।
স্লোভেনিয়া এই বছরের বইমেলায় বিশেষ অতিথি দেশ । "শব্দের মধুচক্র" নীতির অধীনে, ৭৫ জন স্লোভেনীয় লেখক, কবি এবং অনুবাদক ফ্রাঙ্কফুর্টে উপস্থিত হবেন বলে আশা করা হচ্ছে। মেসে ফ্রাঙ্কফুর্টের কংগ্রেস সেন্টারে অনুষ্ঠানের পর, ফেডারেল চ্যান্সেলর এবং স্লোভেনিয়ান প্রেসিডেন্ট গেস্ট অফ অনার প্যাভিলিয়ন উন্মুক্ত করবেন।
"সেন্ট পল গীর্জার শুরু থেকে আজ অবধি, ফ্রাঙ্কফুর্টার বইমেলায় গণতন্ত্র এবং বৈচিত্র্যের পক্ষে দাঁড়িয়েছেন," বলে মন্তব্য করেছেন বইমেলার পরিচালক ইরগেন বস ফ্রাঙ্কফুর্টার। তিনি বলেন, ৭৫ বারের মতো, বইমেলা গণতান্ত্রিক বিনিময়ের একটি প্লাটফর্ম হিসেবে কাজ করবে। এটি একটি সাংস্কৃতিক বাজারও। ১০০ টিরও বেশি দেশের প্রকাশক এবং লেখক, সাহিত্য ও সংস্কৃতি অনুরাগীরা এখানে নিরাপদ এবং শান্তিপূর্ণ পরিবেশে একত্রিত হতে পারেন।
৭৫ তম ফ্রাঙ্কফুর্টার বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে থাকবেন বুস, কারিন শ্মিট-ফ্রিডারিচ, জার্মান পাবলিশার্স অ্যান্ড বুকসেলার অ্যাসোসিয়েশনের চেয়ারওম্যান এবং ফ্রাঙ্কফুর্ট অ্যাম মেইন শহরের মেয়র মাইক জোসেফ।
মন্তব্য করুন