কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৬:০৩ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

এক মাস না যেতেই ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগ

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন সেবাস্তিয়ান লেকোর্নু। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন সেবাস্তিয়ান লেকোর্নু। ছবি : সংগৃহীত

ফ্রান্সের রাজনীতিতে আবারও বড় ধরনের অস্থিরতার ইঙ্গিত মিলেছে। দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক সপ্তাহ পরই এবং নিজের মন্ত্রিসভা ঘোষণার কয়েক ঘণ্টা না যেতেই পদত্যাগ করলেন নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নু।

সোমবার (৪ অক্টোবর) ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নু পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

প্রায় এক মাস আগে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান লেকোর্নু। কিন্তু দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি প্রবল রাজনৈতিক ও অর্থনৈতিক চাপে ছিলেন। ঋণ সংকটে জর্জরিত ফ্রান্সের বিভক্ত সংসদে বাজেট পাস করানো তার জন্য দুঃসাধ্য হয়ে ওঠে। সংসদের ভেতরে-বাইরে রাজনৈতিক বিরোধ এমন পর্যায়ে পৌঁছায় যে কার্যকর সরকার পরিচালনা প্রায় অসম্ভব হয়ে পড়ে।

রোববার রাতে তিনি নিজের নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছিলেন। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই, সোমবার সকালে হঠাৎ পদত্যাগ করেন। এর ফলে ফ্রান্সের ইতিহাসে তার সরকার অন্যতম স্বল্পস্থায়ী সরকারে পরিণত হয়। সোমবার বিকেলে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক হওয়ার কথা থাকলেও, সেটি আর অনুষ্ঠিত হয়নি।

নতুন মন্ত্রিসভার সদস্য তালিকা প্রকাশের পর থেকেই তা নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ে। অনেকেই অভিযোগ করেন, লেকোর্নু তার অজনপ্রিয় পূর্বসূরি ফ্রাঁসোয়া বাইরুর নীতি থেকে বেরিয়ে আসার প্রতিশ্রুতি দিলেও, তার মন্ত্রিসভায় পুরনো মুখের আধিক্যই দেখা গেছে। এতে তার প্রতি জনগণের আস্থা কমে যায় এবং রাজনৈতিক চাপ আরও বাড়তে থাকে।

পদত্যাগের আগে সাংবাদিকদের সামনে লেকোর্নু বলেন, ‘আমি সমঝোতা করতে প্রস্তুত ছিলাম, কিন্তু প্রতিটি রাজনৈতিক দলই চাইছিল অন্য দল যেন তাদের পুরো কর্মসূচি মেনে নেয়। এভাবে কোনো অগ্রগতি সম্ভব ছিল না।’ তার এই বক্তব্যে স্পষ্ট বোঝা যায়, ফ্রান্সের সংসদে এখন এমন এক মেরুকরণ তৈরি হয়েছে, যেখানে সমঝোতার কোনো জায়গা অবশিষ্ট নেই।

২০২৪ সালের আগাম নির্বাচনের পর থেকেই ফ্রান্সের সংসদ চরমভাবে দুই মেরুতে বিভক্ত— একদিকে অতিদক্ষিণপন্থি, অন্যদিকে অতিবামপন্থি শক্তি। এই বিভাজনের মধ্যেই লেকোর্নু ছিলেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁর গত দুই বছরে পঞ্চম প্রধানমন্ত্রী। তার আকস্মিক পদত্যাগ এখন প্রেসিডেন্ট ম্যাক্রোঁর নেতৃত্বকেও প্রশ্নের মুখে ফেলেছে। বিরোধীরা বলছে, ক্রমাগত সরকার পরিবর্তন প্রমাণ করে ম্যাক্রোঁ নিজের নিয়ন্ত্রণ হারাচ্ছেন।

রাজনৈতিক এই টালমাটাল পরিস্থিতির প্রভাব পড়েছে ফ্রান্সের অর্থনীতিতেও। লেকোর্নুর পদত্যাগের খবর প্রকাশের পরপরই শেয়ারবাজারের প্রধান সূচক দুই শতাংশের বেশি হ্রাস পায়। বিনিয়োগকারীরা এখন ফ্রান্সের বাজেট সংকট ও নেতৃত্বহীনতা নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন।

ইউরোপের অন্যতম বড় অর্থনীতি ফ্রান্স এখন কার্যত এক রাজনৈতিক অচলাবস্থার ফাঁদে পড়েছে। প্রেসিডেন্ট ম্যাক্রোঁর জনপ্রিয়তা ক্রমেই কমছে, আর সংসদে কোনো দলই স্থিতিশীল সরকার গঠনে সক্ষম হচ্ছে না। বিশ্লেষকদের মতে, এই ধারাবাহিক রাজনৈতিক অস্থিরতা যদি অব্যাহত থাকে, তবে তা শুধু ফ্রান্স নয়, গোটা ইউরোপীয় অর্থনীতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির অভিযোগে বৈছাআ নেতা সাকিবসহ আটক ৩

বিকল্প প্রার্থীদের নিয়ে কী ভাবছে বিএনপি, যা জানা গেল

বিক্ষোভে উত্তাল ইরানে নিহত ২৪০০-এর বেশি : মার্কিন সংস্থা

ট্রায়াল রুম হোক বা হোটেল, জেনে নিন গোপন ক্যামেরা খোঁজার পদ্ধতি

মারা গেলেন ইউএনও ফেরদৌস আরা

গার্মেন্টস শ্রমিকদের রহস্যজনক অসুস্থতা, হাসপাতালে শতাধিক

ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মুখ খুলল রাশিয়া

ইরানের এ অবস্থার জন্য ‘দায়ী যুক্তরাষ্ট্র’

ইরানে বিক্ষোভে মৃত্যুর সংখ্যা বাড়ায় মার্কিন হামলার শঙ্কা

সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা : কোন গ্রেডে কত

১০

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১১

ঢাকায় ফিফা বিশ্বকাপের মূল ট্রফি

১২

মমতাজের ১১ কোটি টাকার সম্পদ জব্দের নির্দেশ

১৩

ঘুম থেকে ওঠার পরই সারা শরীরে ব্যথা হয়? ভয়াবহ রোগের লক্ষণ নয় তো

১৪

তেঁতুলিয়ায় তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে

১৫

ঢাকায় বিশ্বকাপ ট্রফি, ছবি তুলতে মানতে হবে যেসব নিয়ম

১৬

‘উত্তপ্ত’ বিসিবি-আইসিসির ভিডিও কনফারেন্স, কী ঘটেছিল সেদিন

১৭

কত টাকা চুক্তিতে খুন করা হয় বিএনপি নেতাকে

১৮

আজ ঢাকার তিন জায়গায় অবরোধ ঘোষণা

১৯

বিদেশি নাগরিকদের ভিসা প্রদানে নতুন নির্দেশনা

২০
X