

ফেনীর পরশুরাম সরকারি ডিগ্রি কলেজে স্মার্টফোন নিষিদ্ধ করেছে কলেজ কর্তৃপক্ষ। রোববার (২৩ নভেম্বর) বিকেলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মোহাম্মদ নাছির উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পরশুরাম সরকারি কলেজের ইউনিফর্ম পরিহিত অবস্থায় এবং শ্রেণিকক্ষে ধারণকৃত কিছু টিকটক ভিডিও লক্ষ করা যাচ্ছে, যা ব্যাপক সমালোচনা তৈরি করছে এবং কলেজের সম্মানহানি ঘটাচ্ছে। এমতাবস্থায় শৃঙ্খলা রক্ষার্থে কলেজ ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করা হলো। ভিজিল্যান্স টিম বিষয়টি প্রতিদিন মনিটরিং করবে।
পরশুরাম সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, কলেজের ইউনিফর্ম পরিহিত এবং শ্রেণিকক্ষে ধারণকৃত কিছু টিকটক ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় ব্যাপক সমালোচনা তৈরি করছে এবং কলেজের সম্মানহানি ঘটাচ্ছে। এমতাবস্থায় শৃঙ্খলা রক্ষার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।। একটি টিম বিষয়টি প্রতিদিন মনিটরিং করবে।
উল্লেখ্য, সম্প্রতি কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের ইউনিফর্ম পরিহিত অবস্থায় শ্রেণিকক্ষে ধারণ করা কয়েকটি টিকটক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে অভিভাবক ও সচেতন মহলে সমালোচনার ঝড় ওঠে।
মন্তব্য করুন