

১৫ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ডেনমার্ক সরকার। শিশুদের মানসিক স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রশাসন।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, নতুন নিয়ম অনুযায়ী দেশটিতে ১৫ বছরের নিচে কেউই ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকসহ কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবে না। তবে ১৩ বছর বয়স পর্যন্ত শিশুদের ক্ষেত্রে অভিভাবকের অনুমতিতে কিছু নির্দিষ্ট প্ল্যাটফর্মে সীমিত প্রবেশাধিকার দেওয়া যেতে পারে।
এর আগে, গত মাসে ডেনমার্কের প্রধানমন্ত্রী তরুণদের মানসিক স্বাস্থ্যের জন্য সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাবের কথা তুলে ধরে শিশুদের ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপের দাবি জানিয়েছিলেন।
ডেনমার্কের এই পদক্ষেপের আগে অস্ট্রেলিয়া গত বছর ১৬ বছরের নিচের শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করে আলোচনায় আসে।
সূত্র : জিও নিউজ ও ডেইলি মেইল
মন্তব্য করুন