কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ০৬:১৬ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ১১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

‘আল্লাহু আকবার’ স্লোগানে কাঁপল রাশিয়ান এয়ারপোর্ট

দাগেস্তানের মাখাচকালা বিমানবন্দরে প্রতিবাদকারীরা। ছবি: এপি
দাগেস্তানের মাখাচকালা বিমানবন্দরে প্রতিবাদকারীরা। ছবি: এপি

ইসরায়েল থেকে ইহুদিদের নিয়ে একটি বিমান আসছে- এমন গুজবে রোববার রাশিয়ার ককেশাস রিপাবলিক অব দাগেস্তানে উত্তেজিত জনতার ঢল হামলে পড়েছে।

দাগেস্তানের গভর্নর প্রতিশ্রুতি দিয়েছেন, এ ঘটনার জন্য দোষীদের শাস্তি দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। টাইমস অব ইসরায়েল জানায়, ইসরায়েলের তেল আবিব থেকে একটি বিমানের আগমনের খবরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রাশিয়ার গণমাধ্যম আরটি এবং ইজভেস্টিয়াতে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, কয়েক ডজন বিক্ষোভকারী ‘আল্লাহু আকবার’ স্লোগান দিচ্ছেন। তারা মাখাচকালা বিমানবন্দরের দরজা ভেঙে ফেলে এবং রানওয়ের দিকে ছুটে যায়।

গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধের রেশে রাশিয়ায় বেশিরভাগ সহিংসতা মুসলিম অঞ্চলে ঘটেছে। এদিকে এ ঘটনায় ইসরায়েল তার নাগরিকদের সুরক্ষার জন্য রাশিয়াকে আহ্বান জানিয়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এই ‘ইহুদিবিরোধী বিক্ষোভের’ নিন্দা করেছে।

রাশিয়ার এভিয়েশন এজেন্সি রোসাভিয়েতসিয়া টেলিগ্রামে জানায়, আগমনী এবং বহির্গামী ফ্লাইটের জন্য বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আগামী ৬ নভেম্বর পর্যন্ত এটি বন্ধ থাকবে বলে জানায় কর্তৃপক্ষ।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি বোমা হামলায় ৪৭টি মসজিদ এবং সাতটি গির্জা ধ্বংস হয়েছে। এ ছাড়া গত তিন সপ্তাহে গাজায় ২০৩টি স্কুল ও ৮০টি সরকারি অফিস ধ্বংস হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) গাজার জনসংযোগ দপ্তরের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।

হামাস শাসিত গাজার জনসংযোগ দপ্তরের পরিচালক সালামা মারুফ আলজাজিরা আরবি বিভাগকে বলেছেন, ইসরায়েলের ব্যাপক বোমা হামলায় গাজায় দুই লাখ ২০ হাজার আবাসন ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ৩২ হাজার ভবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

এর আগে গাজার জনসংযোগ দপ্তর জানিয়েছিল, একটি অর্থোডক্স সাংস্কৃতিক কেন্দ্র এবং একটি স্কুলে বোমা হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। স্কুলটিতে দেড় হাজারের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন।

গত ৭ অক্টোবর থেকে গাজায় বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। তিন সপ্তাহের অব্যাহত বোমা হামলায় গাজায় আট হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে প্রায় তিন হাজার শিশু এবং দুই হাজারের বেশি নারী রয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও ২০ হাজার মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে : মুন্না 

৫০০ টাকার জন্য খুন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

গ্রিনল্যান্ড নিয়ে বৈঠক: মতবিরোধের আড়ালে ক্ষমতার রাজনীতি

আংশিক মেঘলা ঢাকার আকাশ, তাপমাত্রা কত?

গ্যাস সংকটে বেশি বিপাকে চট্টগ্রামের ক্ষুদ্র ব্যবসায়ীরা

আবেদনের শর্ত পূরণ ছাড়াই খুবির সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি

চাঁদপুর-৪ / বিএনপি ও জামায়াত প্রার্থীকে শোকজ

ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ হয়েছে, দাবি ট্রাম্পের

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় প্রকৌশলীকে মারধর

শহীদ ওসমান হাদির স্ত্রীর ফেসবুক পোস্ট ভাইরাল 

১০

বিএনপির প্রার্থীকে শোকজ

১১

সময় বাঁচাতে সকালে রোজ পাউরুটি খাচ্ছেন, শরীরে যে প্রভাব পড়ছে

১২

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আসিফ গ্রেপ্তার

১৩

রাজধানীতে আজ কোথায় কী

১৪

ব্যাডমিন্টন খেলা শেষে বাড়ি ফেরা হলো না ২ তরুণের

১৫

১৫ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৬

ব্র্যাকে চাকরির সুযোগ

১৭

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

ভবন ছাড়তে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে উকিল নোটিশ

১৯

আমি বাবার মতো কাজ করতে চাই: রবিন

২০
X