রাশিয়ার ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনারের সেনাবহর লক্ষ্য করে হেলিকপ্টার থেকে গুলি চালানো শুরু করেছে রুশ সেনারা। শনিবার (২৪ জুন) এক অডিও বার্তায় এ অভিযোগ করেছেন ওয়াগনারপ্রধান ইয়েভগেনি প্রিগোজিন।
তিনি বলেন, ‘আমাদের ওপর গুলি চালানো হয়েছে। প্রথমে আর্টিলারি হামলা। এরপর হেলিকপ্টার থেকে গুলি করা শুরু হয়।’
ঠিক কোথায় হামলা হয়েছে, সে সম্পর্কে কিছু জানাননি প্রিগোজিন। তবে ওয়াগনারের যোদ্ধাদের ওপর রুশ সেনাদের হামলার বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রোস্তভ-অন-দন শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর ওয়াগনার যোদ্ধারা পশ্চিম রাশিয়ার দিকে এগিয়ে যাচ্ছে।
ঘটনাস্থলে থাকা রয়টার্সের এক সাংবাদিক জানান, ওয়াগনার সেনাবহরে হেলিকপ্টার থেকে রুশ সেনাবাহিনী গুলি চালাচ্ছে তা তিনি দেখেছেন। এ বহরটি ভোরোনেজ শহর হয়ে পশ্চিম রাশিয়ার দিকে এগিয়ে যাচ্ছিল। রোস্তভ-অন-দন শহর ও মস্কোর মাঝামাঝি এ শহরটির অবস্থান।
মন্তব্য করুন