কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে ‘নিখোঁজ’ নাভালনিকে নিয়ে মুখ খুলল রাশিয়া

আলেক্সি নাভালনি। ছবি : সংগৃহীত
আলেক্সি নাভালনি। ছবি : সংগৃহীত

দশ দিন ধরে কারাগার থেকে নিখোঁজ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক ‍ও বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনি। এই ১০ দিন তার সঙ্গে দেখা করতে পারেননি কোনো আইনজীবী। তিনি কোথায় আছেন তা-ও জানেন না তারা। অবশেষে রুশ কারা কর্তৃপক্ষ জানিয়েছে, নাভালনিকে দেশের অন্য একটি কারাগারে নেওয়া হচ্ছে। তিনি সেখানে পৌঁছালে সে তথ্য প্রকাশ করা হবে। খবর রয়টার্সের।

এতদিন মস্কো থেকে ২৩৫ কিলোমিটার পূর্বে ভ্লাদিমির অঞ্চলের আইকে-৬ কারাগারে সাড়ে ১১ বছরের সাজা খাটছিলেন নাভালনি। এই সাজা খাটার মধ্যে গত আগস্টে এক ফৌজদারি মামলায় তাকে আরও ১৯ বছরের কারাদণ্ড দেয় রাশিয়ার একটি আদালত। এরপর থেকে নাভালনির সহযোগীরা ধারণা করছিলেন, তাকে রাশিয়ার সবচেয়ে কঠোর কারা ব্যবস্থা হিসেবে পরিচিত বিশেষ রিজিম কলোনিতে সরিয়ে নেওয়া হতে পারে। এই ধরনের কারাগার রাশিয়ায় ৩০টির মতো রয়েছে।

রাশিয়ার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কারাগারে বন্দিদের ট্রেনে করে নেওয়া হয়। এই বন্দি স্থানান্তরে কয়েক সপ্তাহ লেগে যায়। এই সময়টাই তাদের অবস্থান ও স্বাস্থ্য সম্পর্ক কোনো তথ্য পাওয়া যায় না।

নাভালনির সহযোগীরা বলেছেন, গত ৬ ডিসেম্বর থেকে নাভালনির সঙ্গে আইনজীবীরা দেখা করতে পারছেন না। এ কারণে তার অবস্থান নিয়ে তাদের মাঝে শঙ্কা দেখা দিয়েছে।

সোটা ডট ভিশন নামে রাশিয়ার একটি অনলাইন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার আদালতে নাভালনির ওপর একটি নোট পেশ করেছে ভ্লাদিমির অঞ্চলের কারা কর্তৃপক্ষ। ওই নোট অনুযায়ী, আদালতের রায় মেনে ভ্লাদিমির অঞ্চলের বাইরে অবস্থিত সংশোধনী কেন্দ্রের উদ্দেশে আইকে-৬ কারাগার ত্যাগ করেছেন নাভালনি। বর্তমান আইন মেনে সেখানে তিনি পৌঁছালে তা জানিয়ে দেওয়া হবে।

পুতিন ও রুশ সামরিক অভিজাত নেতাদের বিরুদ্ধে বেশ সরব ৪৭ বছর বয়সি নাভালনি। ২০২০ সালের আগস্টে সাইবেরিয়ার টমসক শহর থেকে উড়োজাহাজে করে মস্কোয় ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে প্রথমে সাইবেরিয়ার একটি হাসপাতালে এবং সেখান থেকে চিকিৎসার জন্য জার্মানির বার্লিনে নেওয়া হয়। জার্মানির চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন তিনি।

একই বছরের সেপ্টেম্বরে পরীক্ষা-নিরীক্ষা করে বিশেষজ্ঞরা জানান, নাভালনিকে রুশ নার্ভ এজেন্ট ‘নোভিচক’ বিষ প্রয়োগ করেছে। এ জন্য সরাসরি পুতিনকে দায়ী করে আসছেন নাভালনি। যদিও পুতিন এ অভিযোগ অস্বীকার করেছেন।

এমন পরিস্থিতিতে ক্রেমলিনের হুমকি উপেক্ষা করে ২০২১ সালের ১৭ জানুয়ারি দেশে ফিরলে মস্কো বিমানবন্দরেই তাকে গ্রেপ্তার করে রুশ কর্তৃপক্ষ। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৌশল শিক্ষার্থীদের ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ

‘ভারতে পরমাণু হামলা চালাও, ট্রাম্পকে হত্যা করো’ লেখা বন্দুক দিয়ে হামলা

এসএসসি পাসেই জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি

ইউআইইউতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সপ্তাহ অনুষ্ঠিত

শহীদ কাদরী: নগরসভ্যতার অন্তরালে এক কবির অনন্ত যাত্রা

ডাকসু ও হল সংসদ নির্বাচনে ১০ দফা ইশতেহার ঘোষণা ছাত্রদলের

ইস্টার্ন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির আনুষ্ঠানিক যাত্রা শুরু

নববধূর আত্মীয়ের হাতে বরের মৃত্যু, আনন্দ প্রকাশেই ছুড়েছিলেন গুলি

জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম বাউফলের বুশরা

১৮ সেপ্টেম্বর পর্যন্ত বুয়েটের সব পরীক্ষা স্থগিত

১০

বিইউবিটিতে ‘সেরা শিক্ষক পুরস্কার ২০২৫’ প্রদান 

১১

নামাজরত ব্যক্তির কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে?

১২

‘কমপ্লিট শাটডাউনে’ প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো

১৩

‘মঞ্চ ৭১’র অনুষ্ঠানে উত্তেজনা : লতিফ সিদ্দিকীসহ কয়েকজন আটক

১৪

মেসিকে নয়, আর্জেন্টাইন লিগে নেইমারকেই চান ডি মারিয়া

১৫

সাবিলা নূর কেন চুপ ছিলেন?

১৬

এক যুগ পর বাড়ি ফিরলেন ওমান ফেরত মানসিক ভারসাম্যহীন সুমন

১৭

এইডস রোগীদের বাঁচাতে টিকা আনছে রাশিয়া

১৮

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ

১৯

পরিচালক নয়, সভাপতি হয়েই বিসিবিতে ফিরতে চান তামিম

২০
X