কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে ‘নিখোঁজ’ নাভালনিকে নিয়ে মুখ খুলল রাশিয়া

আলেক্সি নাভালনি। ছবি : সংগৃহীত
আলেক্সি নাভালনি। ছবি : সংগৃহীত

দশ দিন ধরে কারাগার থেকে নিখোঁজ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক ‍ও বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনি। এই ১০ দিন তার সঙ্গে দেখা করতে পারেননি কোনো আইনজীবী। তিনি কোথায় আছেন তা-ও জানেন না তারা। অবশেষে রুশ কারা কর্তৃপক্ষ জানিয়েছে, নাভালনিকে দেশের অন্য একটি কারাগারে নেওয়া হচ্ছে। তিনি সেখানে পৌঁছালে সে তথ্য প্রকাশ করা হবে। খবর রয়টার্সের।

এতদিন মস্কো থেকে ২৩৫ কিলোমিটার পূর্বে ভ্লাদিমির অঞ্চলের আইকে-৬ কারাগারে সাড়ে ১১ বছরের সাজা খাটছিলেন নাভালনি। এই সাজা খাটার মধ্যে গত আগস্টে এক ফৌজদারি মামলায় তাকে আরও ১৯ বছরের কারাদণ্ড দেয় রাশিয়ার একটি আদালত। এরপর থেকে নাভালনির সহযোগীরা ধারণা করছিলেন, তাকে রাশিয়ার সবচেয়ে কঠোর কারা ব্যবস্থা হিসেবে পরিচিত বিশেষ রিজিম কলোনিতে সরিয়ে নেওয়া হতে পারে। এই ধরনের কারাগার রাশিয়ায় ৩০টির মতো রয়েছে।

রাশিয়ার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কারাগারে বন্দিদের ট্রেনে করে নেওয়া হয়। এই বন্দি স্থানান্তরে কয়েক সপ্তাহ লেগে যায়। এই সময়টাই তাদের অবস্থান ও স্বাস্থ্য সম্পর্ক কোনো তথ্য পাওয়া যায় না।

নাভালনির সহযোগীরা বলেছেন, গত ৬ ডিসেম্বর থেকে নাভালনির সঙ্গে আইনজীবীরা দেখা করতে পারছেন না। এ কারণে তার অবস্থান নিয়ে তাদের মাঝে শঙ্কা দেখা দিয়েছে।

সোটা ডট ভিশন নামে রাশিয়ার একটি অনলাইন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার আদালতে নাভালনির ওপর একটি নোট পেশ করেছে ভ্লাদিমির অঞ্চলের কারা কর্তৃপক্ষ। ওই নোট অনুযায়ী, আদালতের রায় মেনে ভ্লাদিমির অঞ্চলের বাইরে অবস্থিত সংশোধনী কেন্দ্রের উদ্দেশে আইকে-৬ কারাগার ত্যাগ করেছেন নাভালনি। বর্তমান আইন মেনে সেখানে তিনি পৌঁছালে তা জানিয়ে দেওয়া হবে।

পুতিন ও রুশ সামরিক অভিজাত নেতাদের বিরুদ্ধে বেশ সরব ৪৭ বছর বয়সি নাভালনি। ২০২০ সালের আগস্টে সাইবেরিয়ার টমসক শহর থেকে উড়োজাহাজে করে মস্কোয় ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে প্রথমে সাইবেরিয়ার একটি হাসপাতালে এবং সেখান থেকে চিকিৎসার জন্য জার্মানির বার্লিনে নেওয়া হয়। জার্মানির চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন তিনি।

একই বছরের সেপ্টেম্বরে পরীক্ষা-নিরীক্ষা করে বিশেষজ্ঞরা জানান, নাভালনিকে রুশ নার্ভ এজেন্ট ‘নোভিচক’ বিষ প্রয়োগ করেছে। এ জন্য সরাসরি পুতিনকে দায়ী করে আসছেন নাভালনি। যদিও পুতিন এ অভিযোগ অস্বীকার করেছেন।

এমন পরিস্থিতিতে ক্রেমলিনের হুমকি উপেক্ষা করে ২০২১ সালের ১৭ জানুয়ারি দেশে ফিরলে মস্কো বিমানবন্দরেই তাকে গ্রেপ্তার করে রুশ কর্তৃপক্ষ। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালে সুনেরাহ-রেহানের রোম্যান্স

এবার হাইকোর্টে গেলেন হাসনাতের আসনের বিএনপি প্রার্থী

বাড়ি ভাড়া দেওয়ার সময় নির্ধারণ করে দিল ডিএনসিসি

বছরের শুরুতেই সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর

নতুন রূপে জয়া

ভাড়াটিয়া যে কোনো সময় ঢুকতে পারবেন বাসায়

হাসনাত আবদুল্লাহকে সমর্থনে আরেক প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

সড়ক দুর্ঘটনার শিকার অক্ষয়ের নিরাপত্তা গাড়িবহর

যে কারণে একের পর এক খুন করেন সম্রাট, লোমহর্ষক তথ্য জানাল পুলিশ

জামায়াতের পলিসি সামিট শুরু

১০

ভিসা বন্ড কাদের লাগবে না জানাল মার্কিন দূতাবাস

১১

তারেক রহমানের সঙ্গে রুশ রাষ্টদূতের বৈঠক

১২

২ বছরের আগে বাড়ানো যাবে না বাড়ি ভাড়া

১৩

এসি ছাড়াই নগর ঠান্ডা করার নতুন পথ, বাঁচবে বিদ্যুৎ খরচ

১৪

৩ মাস ধরে তদন্ত, দায়ী শনাক্ত না করেই প্রতিবেদন!

১৫

মাথা গোঁজার ঠাঁই চান নিঃস্ব নূরজাহান

১৬

ভিসা সাক্ষাৎকারের আগে বন্ড জমার বিষয়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা

১৭

স্মার্টফোনের চার্জিং পোর্টের পাশে এই ছোট্ট ছিদ্র কেন থাকে? জেনে নিন

১৮

শহীদ আসাদের ৫৭তম শাহাদাতবার্ষিকীতে ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

১৯

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে বিএনপি প্রার্থীর রিট

২০
X